আসাসালামু ওয়ালাইকুম। আজকের এই টিউনে আমি আপনাদেরকে দেঝাবো যে কীভাবে আপনি আপনার ব্লগার সাইটে Back to Top Button With Smooth Scrolling Install দিবেন। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমার সাইটে (WIKIBN.COM) ইতিমধ্যে এটি Install করা আছে। আপনার সাইটে যদি তা করা না থাকে তাহলে আপনি আমার এই টিউনটি ফলো করে খুব সহজেই আপনি আপনার সাইটে তা install করিয়ে নিতে পারবেন। এটা খুব একটা কঠিন কাজ নয় শুধু আমাকে ফলো করুন।

তো এবার চলেন শুরু করা যাক। তবে, শুরু করার আগে আপনি ভিডিওটি দেখে নিন তা হলে ভালো ভাবে বুঝতে পারবেন। আর যদি ইতিমধ্যে ভিডিওটি দেখে দিয়ে থাকেন তাহলে দেখার দরকার নেই।

How to Install Back to Top Button With Smooth Scrolling on Blogger

প্রথমে আপনি আপনার ব্লগার সাইটে লগিন করুন। এরপর যে সাইটে Back to Top Button With Smooth Scrolling on Blogger Install করবেন সেই সাইটে যান। তারপর Templates এ ক্লিক করুম, এরপর Edit HTML এ ক্লিক করুন।

1. Font Awsome installation: নিচের দেওয়া কোডটি < head> এর পর অথবা </ head> আগে বসিয়ে দিন।

TrickBD তে কোড দিলে কোড উল্টা-পাল্টা হয়ে যায়। তাই দয়া করেএই লিংকে কোডটি কপি করে নিন।

আপনি যদি ইতিমধ্যে আপনার সাইটে Font Awsome Install করে থাকেন তাহলে এই কাজটি করা লাগবে না।

2. CSS installation: এবার নিচের দেওয়া কোডটি ]]></b:skin> অথবা </style> এর উপরে পেস্ট করে দিন।

TrickBD তে কোড দিলে কোড উল্টা-পাল্টা হয়ে যায়। তাই দয়া করেএই লিংকে কোডটি কপি করে নিন।

2. JQuery and HTML installation:
এবার নিচের দেওয়া কোডটি </body> এর উপরে বসিয়ে দিন।

TrickBD তে কোড দিলে কোড উল্টা-পাল্টা হয়ে যায়। তাই দয়া করেএই লিংকে কোডটি কপি করে নিন।

তারপর Template টি Save করে দিন। ব্যাস কাজ শেষ। এখন আপনি সাইটটি Preview করে দেখুন এটি করতিছে কী না। কোথাও কোন সমস্যা হলে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন TRICKBD এর সাথেই থাকুন।

এই ধরনের আরো অনেক পোস্ট পেতে ঘুরে আসুন আমার সাইটে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে।

6 thoughts on "আপনার ব্লগার সাইটে এড করে নিন Back to Top Button With Smooth Scrolling"

  1. Xmas Xor Contributor says:
    এসব কোড দেওয়ার নামে ভাউতাবাজি বন্ধ করুন !

    কোড দিয়ে ট্রিকবিডিতে কোনো সমস্যা হয়না ,এসব মায়াবিনী কথা বন্ধ করুন !! সাইটে ভিজিটর পাওয়ার ধান্ধাটাও বন্ধ করুন !!

    1. Lucifa Expert Author Post Creator says:
      Ole ole ole!! Tai naki ???????

      Kisu koilam nam ?????????????

  2. TanbirBoss Contributor says:
    Bitcoin ডলার Buy Sell করার জন্য কোনো ট্রাসটেড ওয়েবসাইট তাকলে একটি পোস্ট করেন Please
    1. Lucifa Expert Author Post Creator says:
      Amar jana nai vai!!
  3. Masum Ahmad Kafil Contributor says:
    খুব সুন্দর আর্টিকেল। আপনার সাইটে ব্যবহৃত টেম্পলেট/থিম এর নাম কি?
    কাস্টম মেইড হলে, টেম্পলেট কি দিতে পারবেন?
  4. Raton Ahmed Contributor says:
    “”Click to top”” jodi siter dan dike chara ba dike nei…tahole ki korte hobe.

Leave a Reply