আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো কীভাবে আপনি আপনার এডসেন্স একাউন্ট থেকে Earnings at risk – One or more of your sites does not have an ads.txt file এই সমস্যাটি সমাধান করবেন। খুব সহজভাবে আপনাদের নিকট উপস্থাপন করার চেস্টা করব। যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন সে জন্য প্রথমেই ভিডিওটি দেখে নিন-

তো যাই হোক, এই সমস্যা সমাধান করার আগে আমাদের কয়েকটি বিষয় আগে জানতে হবে। সেগুলো হলো –

  1. এই Error টি কেন এডসেন্স একাউন্টে দেখাচ্ছে!!
  2. ads.txt কী?
  3. ads.txt ফাইল বসিয়ে আপনার লাভ কী?

তো এক এক করে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি!!

Earnings at risk এই Error টি কেন এডসেন্স একাউন্টে দেখাচ্ছে!!

এর উত্তরটি হলো ads.txt ফাইলটি আপনি আপনার সাইটে এড না করায় এই Error টি দেখাচ্ছে।

ads.txt কী?

Ads.txt কেবল একটি টেক্সট ফাইল যা আপনার ব্লগের সার্ভারে স্থাপন করা যায় এবং ব্লগের মালিক কর্তৃক ব্যবহৃত বিজ্ঞাপন নেটওয়ার্ক সম্পর্কে তথ্য বহন করে এবং ওয়েবসাইটের ওয়েবসাইটে বিজ্ঞাপনগুলি প্রদর্শন করতে এই মালিকানাধীন নেটওয়ার্ককে অনুমোদিত করে। এই ads.txt ফাইলটি ব্যবহার করার পিছনে মূল ধারণা হল প্রকাশকদেরকে জালিয়াতি ও ভাইরাস থেকে রক্ষা করা, যেহেতু আপনি শুধুমাত্র সেই বিজ্ঞাপনের নেটওয়ার্ককে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন যা আপনি অবগত আছেন এবং যেহেতু কোনও ম্যালওয়ার স্ক্রিপ্ট যা আপনার ব্লগে বিজ্ঞাপন দেখায় না।

ads.txt ফাইল বসিয়ে আপনার লাভ কী?

Adsense থেকে আপনার আয় আরো বেশি করার জন্য এই কাজটি করতে হবে। এটিই আপনার লাভ।

তো এবার চলে বসিয়ে নিই। তবে তার আগে বলে নিতে চাচ্ছি, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবে কিভাবে এটি ব্লগারে এ বসাবেন। ওয়ার্ডপ্রেস সাইটে বসানোর জন্য আপনাকে “ads.txt” প্লাগিন বসিয়ে একটি কোড বসাতে হবে যেমনটা আমরা ব্লগারে বসাব। তো পোস্টটি পড়তে থাকুন তাহলে বুঝতে পারবেন।

How to create ads.txt file

এটি খুব সহজ একটি কাজ। প্রথমে আপনি নিচের দেওয়া কোডটি কপি করুন

google com, pub-0000000000000000, DIRECT, f08c47fec0942fa0

কোডটি আমার সাইট থেকে কপি করতে এখানে ক্লিক করুন

এবার 0000000000000000 এর জায়গায় আপনি আপনার পাব্লিশার আইডি পেস্ট করুন। ব্যস, আপনার ads.txt ফাইল রেডি। এবার এটি কপি করুন।

How to set ads.txt File on Blogger

প্রথমে আপনি আপনার ব্লগার সাইটে লগিন করুন। তারপর যে সাইটে এটা বসাতে চান সেই সাইটে যান এবার নিচের স্টেপ গুলোন ফলো করুন –
Settings
Search Preferences

এবার Custom ads.txt
এ কপি করা কোডটি পেস্ট করে দিন। এরপর তা সেভ করুন।

ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ads.txt Plugin ইন্সট্যাল করে ওই কোডটি বসিয়ে দিলেই হবে

তো যাইহোক, ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এর সাথেই থাকুন। পোস্টটি কেমন লাগল তা জানাতে কমেন্ট করুন। এই ধরনের আরো অনেক আপডেট খুব তারাতারি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং ভিসিট করুন আমার সাইটে।

Note: পোস্টটি সর্বপ্রথম প্রকাশ করা হয়েছে WWW.WIKIBN.COM। লেখকের অনুমতি ছাড়া এই পোস্ট অন্যত্র প্রকাশ করা সমূর্ণ বেআইনী।

4 thoughts on "[এই ঈদের খুশিতে আপনি আপনার এডসেন্স একাউন্ট যেন হারিয়ে না ফেলেন] দেখুন যেভাবে Adsense এর “Earnings at risk – One or more of your sites does not have an ads.txt file” সমস্যা সমাধান করবেন।"

  1. Mamodul Hasan Contributor says:
    ভাল কিন্তু যারা AdSense used করে তারা দেখলেই বুঝতে পারবে কিবাবে সমাধান করতে হবে এই সমস্য ……
    আমি ঠিক করে ফেলিছি দেখার পরই
    1. Lucifa Expert Author Post Creator says:
      G vai, jani… Bt, jara janen na tader jonno tune ta
  2. K M Rejowan Ahmmed Author says:
    ভাল পোস্ট।
    – Rejowan
    1. Lucifa Expert Author Post Creator says:
      Tnx bro…

Leave a Reply