আসসালামু আলাইকুম।
ব্লগার থেকে ওয়েবসাইট তৈরী করলে, লেআউটে গিয়ে লেবেল গ্যাজেট যোগ করে, তারপরে সেটিংশ করে ক্যাটেগরি বা লেবেল এড করি ; কিন্তু দেখতে ততো টা ভালো লাগেনা।

যদি ক্যাটেগরির বা লেবেলের ডিজাইন টা স্টাইল টা আরো সুন্দর হতো তাহলে দেখতে অনেক জাক্কাস লাগতো তাইনা।

হ্যা আমরা কিভাবে সুন্দর স্টাইলের ক্যাটাগরি তৈরী করা যায় তাই শিখবো।
এর জন্য আপনার প্রয়োজন হবে কিছু লেবেল স্টাইলিশ কোড তাহলেই ক্যাটাগরি সুন্দর দেখাবে।
কোড গুলো ব্লগার থিমের স্টাইল সিএসএস কোডের সাথে এড করে দিলেই কাজ করবে।

প্রথমে আপনি আপনার ব্লগারের ড্যাসবোর্ডে যান

এরপর লেআউটে গিয়ে এড গ্যাজেট এ ক্লিক করুন।

লেবেল গ্যাজেট এড করেন।

গ্যাজেটি এড করা হলে ইডিট করুন ডিসপ্লে অপশনে লিস্ট রাখবেন, আর বাকিগুলো ইচ্ছেমতো সেটিং করতে পারেন।

এরপর সেভ করুন।

এখন থিমে গিয়ে এইচটিএমএল ইডিট এ যান।
তারপর </b: skin খুঁজুন


এরপর উপরে নিচের টেক্সট ফাইলটি ডাউনলোড করে কোড গুলো কপি করে পেস্ট করে দিন।Code Download here

এরপর সেভ দিয়ে ব্লগটি ভিউ করুন।
ক্যাটাগরি স্টাইল এরকম দেখাবে


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

2 thoughts on "ব্লগার সাইটে সুন্দর স্টাইলিশ ক্যাটাগরি তৈরী করুন, খুব সহজেই।"

  1. Himaloy Himu Contributor says:
    Catagory list edit kora jabena??
  2. Jakir Choudhuri Joy Contributor says:
    যে কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করুন খুব সহজেই ট্রিকটি দেখতে ব্লগার সাইট ইউটিউব ফেসবুক পেজ লিংক এ যে কোন একটিতে ক্লিক করুন
    ব্লগার সাইট লিংক http://bit.ly/2ZlH02o
    ইউটিউব লিংক http://bit.ly/2ZlVqiV
    ফেসবুক পেইজ লিংক http://bit.ly/2ZlHmWM

Leave a Reply