আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন ঠিক মতো ট্রিকবিডিতে পোস্ট করা হয় নি। তো আজকে আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই পোস্টটা মূলত তাদের জন্য যাদের ব্লগ সাইট আছে।

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি Responsive স্টাইলিশ শেয়ার বাটন যোগ করবেন আপনার ব্লগপোস্টে। এই বাটন টা এসইও ফ্রেন্ডলি। তো চলুন বেশি কথা না চলে সরাসরি পোস্টে চলে যায়।
প্রধমেই বলে রাখি এই পোস্টটি সর্বপ্রথম আমার ব্লগ সাইটে শেয়ার করেছি, কারণ ট্রিকবিডিতে অনেক সময় (সবমসময়ই) কোড দেওয়া যায় না। যার কারণে আমি ব্লগে কোডগুলো দিয়েছি যাতে আপনারা খুব সহজেই কোডগুলো কপি করতে পারেন।
আবারো বলছি এই পোস্টে আমি আপনাদের দেখবো কিভাবে ব্লগপোস্টের নিচে social শেয়ার বাটন যোগ করবেন। এবং এই বাটনটি responsive আবার আপনি কোডগুলো চেন্জ করে বাটনগুলো স্টাইল পরিবর্তন করতে পারবেন।

কার্যপদ্ধতিঃ
প্রধমেই আপনাকে আপনার ব্লগারের ডিফল্ট শেয়ার বাটন ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে যানঃ

Blogger Dashboard >>
Layout >> Choose Main Layout>>
Edit and unchecke button>> Save.

এখন যদি আপনি ব্লগারের ডিফল্ট থীম ইউজ না করে থাকেন তাহলে আপনি এই স্টেপটি skip করুন।
1. প্রথমে ব্লগে ড্যাশবোর্ডে প্রবেশ করে Theme→Edit HTML এ যান।


2. তারপর এখানে ক্লিক করে প্রথম কোডটি কপি করে আপনার ব্লগে

 ]]> 

এই কোডের উপরে পেস্ট করুন।

3. তারপর আবার এখানে ক্লিক করে অথবা উপরের লিংক থেকে দ্বিতীয় কোডটি কপি করুন এবং

  

এই কোডের আগে পেস্ট করুন।


4. তারপর ওই ব্লগ সাইট থেকে আবার তৃতীয় কোডটি কপি করে

  

এর আগে পেস্ট করুন। এবং থীমটি সেভ করুন। কাজ শেষ!, এবার আপনার ব্লগপোস্টের নিচে দেখুন স্টাইলিশ শেয়ার বাটন এসে গেছে।

আপনি উপরোক্ত কোড গুলো ইডিট করে বাটনের স্টাইল চেন্জ করতে পারবেন।

আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ওহ্ আরেকটা কথা, তো কেমন লাগলো আজকের পোস্টটা? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আমার ব্লগ সাইটটা একটু দয়া করে ঘুড়ে আসুন এই রকম আরও পোস্ট পেতে।
Click here to Visit My site.

ধন্যবাদ।



Leave a Reply