আমরা সবাই ব্লগার ডিফল্ট Template এর চাইতে Premium Template ব্যবহার করতে বেশী পছন্দ করি। তার কারণ হচ্ছে Premium Template গুলিতে অনেক সুবিধা পাওয়া যায় যেগুলি ডিফল্ট Template থাকে না। তবে এই সুবিধাগুলি নেয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু টাকা ব্যয় করতে হয়। অন্যদিকে আমরা চাই কোন টাকা পয়সা ব্যয় না করে ফ্রিতে এই ধরনের Premium Template ব্যবহার করতে হয়। আসলে Premium Template ফ্রিতে ব্যবহার উচিত নয়।

অনেক ওয়েবসাইট আছে যারা অল্পমূলে অনেক ভালমানের Premium Template বিক্রি করে থাকে। বিশেষ করে Templateism ও Templateify এ দুটি ওয়েবসাইট খুবই স্বল্প মূলে Premium Template সহ অনেক ভালমানের ফ্রি Template শেয়ার করে থাকে। এ দুই ধরনের Template এর মধ্যে পার্থক্য হচ্ছে Premium গুলিতে কোন Credit Link থাকে না, অন্যদিকে ফ্রি Template গুলিতে Credit Link দেয়া থাকে যেগুলি Remove করা সম্ভব হয় না। এই Credit Link Remove করলে ব্লগটি তাদের অফিসিয়াল সাইটে Redirect হয়ে যায়। এ সমস্যা থেকে পরিত্রান পাওয়ার জন্য আজ আপনাদের সাথে ছোট এই পোষ্টটি শেয়ার করছি।

কিভাবে করবেনঃ

প্রথমে ব্লগে লগইন করুন।

তারপর Template > Edit Html এ ক্লিক করুন।

এখন আপনার ব্লগের Credit Link টি খোঁজে বের করুন। Credit Link টি নিচের চিত্রেরমত হবে।

উপরের মার্ক করার ID এর পরে এই

style=’visibility:hidden’ 

কোডটি যুক্ত করুন।

সবশেষে Save Template এ ক্লিক করে Template টি Save করুন।

বিঃ দ্রঃ এই ট্রিকসটি কেবলমাত্র শেখার উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ব্লগার কাষ্টম ফ্রি টেমপ্লেট থেকে Credit Link ডিলিট করা উচিত নয়। কারণ একটি টেমপ্লেট কাষ্টমাইজ করতে যে কেউকেই অনেক পরিশ্রম করতে হয়। কাজেই এই Credit Link রেখে অন্তত তাদের পরিশ্রমের মূল্যায়ন করা অবশ্যই উচিত।

9 thoughts on "Premium Template থেকে Credit Link Remove করবেন কিভাবে?"

    1. Sayeem Author Post Creator says:
      tnqs
  1. Asif Contributor says:
    Vai ami akti template khujse onak din dhore khuja deban pls apnak fb te knock dese check
    1. Rayhan Hosen Refat Author says:
      not working on ‘sora templates’
  2. Hossain Ahmed Numan Author says:
    দেখা যাক কাজ করে কিনা ট্রাই করার আগে কমেন্ট করলাম ট্রাই করে কাজ না হলে কমেন্টটা উল্টো হবে
    1. Md Khalid Author says:
      sora template a kaj korce but…………………………. themexpose a kaj korcena……… ples help
  3. Shakil Contributor says:
    androzone24.blogspot.com এ কি কাজ করবে?
  4. Royal roy Contributor says:
    আপনার সাথে কিছু কথা আছে ফেসবুক আইডির লিংক টা দিলে ভালো হতো।

Leave a Reply