আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা একটি শর্টলিংক জেনারেটর ওয়েবসাইট বানাবেন তাও আবার ব্লোগারের মাধ্যমে। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…
.
শর্ট লিংক জেনারেট সাইট বলতে বুঝানো হয় সেইসকল সাইট সমূহকে যেগুলোর মাধ্যমে আমরা একটি বড় লিংক কে ছোট একটি লিংকে কনভার্ট করতে পারি। এর ফলে বিশাল বড় বড় লিংক গুলো ছোট হয়ে যায় এবং সেটা দেখতেও খুবই ভালো লাগে।
.
আপনি আমি বা যেকেউই চাই যে নিজের একটি এরকম শর্টলিংকার সাইট বানানোর জন্য। কিন্তু ডুমেন, হোস্টিং এসব কেনাকাটার জন্যই অনেকে এইগুলো আর বানানোর ট্রাই করেন না। সেজন্য আমি আজকে দেখাবো ব্লোগস্পট সাইটে সম্পূর্ন ফ্রিতে কিভাবে আপনারা শর্টলিংকার সাইট বানাতে পারবেন
.
প্রথমেই আপনারা এই লিংক থেকে থিমটি ডাউনলোড করে নিন। তারপর নিচের স্কিন শর্টের মতো করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি Extract করে নিন। ফাইলটি Extract করলে আপনারা থিমটি পেয়ে যাবেন।
.
লিংকঃ
- Demo সাইটঃ X2XT – LINK SHORTNER BD
- থিম সোর্সঃ X2XT – PAID THEME FREE DOWNLOAD
- থিমঃ X2XT – PAID THEME FREE DOWNLOAD
স্কিনশর্ট
.
তারপর আপনারা আপনার জিমেল দিয়ে ব্লোগস্পট.কম সাইটে চলে যান এবং সেখানে গিয়ে একটি নতুন সাইট খুলে নিন। এবং তারপর সেই সাইটে একটি নতুন পোষ্ট করুন আমার মতো করে।
স্কিনশর্ট
তারপর চলে যান থিম অপশনে
তারপর ব্যাকআপ & রিস্টোর অপশনে চলে যান
তারপর একটু আগে Extract করার পর যে থিমটা পেলেন সেটা আপলোড করে দিন
তারপর সিটিংস আইকনে ক্লিক করুন
তারপর ২য় অপশনটি মানে No অপশনটি সিলেক্ট করে সেব করে দিন
তারপর আপনার ব্লোগ সাইটটি ভিজিট করুন অথবা View Blog অপশনে ক্লিক করে দিন
আমাদের ওয়েবসাইট রেডি। দেখে নিন আমাদের সাইটটি কেমন হলো
স্কিনশর্ট
.
নোটঃ আসলে এটা শর্ট লিংক হলেও আমাদের লিংক গুলো শর্ট করলে সেটা শর্ট লিংক আর শর্ট লিংক থাকবেনা। সেটা লং লিংকে পরিনত হবে। যেহেতু ব্লোগারে তৈরী সেজন্য। কিন্তু আপনা কাষ্টম ডুমেন অ্যাড করলে তখন লিংক কিছুটা শর্ট লিংকের মতো মনে হবে। বাট এমনিতে শর্ট লিংকের মতো লাগবেনা।
তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। বাজে মন্তব্য না করে কোথাও কোনো ভুল থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিন
সর্বপ্রথম প্রকাশিত হয়ঃ TipsJano.Com
যেকোনো প্রয়োজনে,
Designed By ArlinaDzgn.com এইটা x2xz Template হইল কেমনে?