আপনারা যারা Blogger এ কাজ করেনা তারা অবশ্যই একটা জিনিস হয়তো লক্ষ করেছেন যে, যখন HTML Mode এ পোস্ট লিখতে যান তখন পোস্ট বক্সে ডিফল্ট ভাবে কিছু কোড থাকে।

 

ওপরের কোড গুলো Blogger এ পোস্ট এরিয়াতে অটোমেটিক ভাবে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো Blogger কেন এই কোডগুলো অটোমেটিক এড করে রাখে? আর এগুলোর কাজটাই বা কি? রিমুভ করে দিলে কি কোন সমস্যা হবে?
এই কোডগুলোর কাজ হলো এগুলো Google বা Blogger কে ট্রান্সলেট করতে সাহায্য করে। আপনার সাইটের কন্টেন্ট যদি ইংরেজীতে হয় তাহলে ধরুন আপনার সাইটে সৌদি আরব থেকে কোন ভিজিটর এল এবং ঐ ভিজিটর ট্রান্সলেট করে পোস্ট টা পড়লো, তখন এই ডিফল্ট কোডগুলো Blogger কে সাহায্য করে লেখাটা সঠিকভাবে ট্রান্সলেট করতে। এ সম্পর্কে আরো ভালোভাবে জানতে উইকিপিডিয়া লিংকটা দেখে আসতে পারেন।

  • rtl (Wikipedia)
  • আসলে এই কোডগুলো দরকারি না আপনি ইচ্ছা করলে এগুলো রিমুভ করতে পারেন এবং এতে আপনার সাইটের কোন সমস্যা হবে না।

    সুবিধাঃ

    ১. Post Area এর Html মুডে কোন ডিফল্ট কোড থাকবে না, তাই দেখতে সুন্দর এবং লিখতে সুবিধা হবে।
    ২. অপ্রয়োজনীয় ডিফল্ট কোড style=”text-align: left;”. Css থেকে রিমুভ হয়ে যাবে।
    ৩. ভিজিটররা Google Translate দিয়ে পোস্ট ট্রান্সলেট করতে পারবে, এতে কোন সমস্যা হবেনা।
    ৪. আপনি যেকোনো সময় সেটিং রিসেট করতে পারবেন (Default Settings)

    অসুবিধাঃ

    ১. আপনার ব্লগে “rtl” ট্রান্সলেট সাপোর্ট করবে না। (এটা কোন সমস্যাই না ?)

    কিভাবে Dir=”Ltr” Trbidi=”On” এই কোড রিমুভ করবেনঃ

    Step 1. আপনার ব্লগ লগিন করুন তারপর Settings > Language and formatting. এ যান।
    Step 2. Enable transliteration: এখানে Enabled থেকে Disabled করে দিন। এবং Setting সেভ করুন।

    বিঃদ্রঃ এবার যখন নতুন পোস্ট করবেন তখন Html Mode এ আর ডিফল্ট কোন কোড থাকবে না।
    কিন্তু যেসব পোস্ট আগে পাবলিশ করেছেন সেগুলো থেকে এই ডিফল্ট কোড রিমুভ করতে হলে আপনাকে একটা একটা করে পোস্ট এডিট করতে হবে।

    আজকের মত এখানেই শেষ করছি। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন অথবা Contact Me

  • Super Seo Premium Blogger Template Free Download
  • 8 thoughts on "Blogger থেকে কিভাবে (dir=”rtl” trbidi=”on”) ডিফল্ট কোড রিমুভ করবেন"

      1. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        thanks
    1. Avatar photo Saykat Contributor says:
      এর কোনো অফিশিয়াল এপস্ আছে
      1. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        কিসের অফিসিয়াল এপ
      2. Avatar photo Saykat Contributor says:
        Blogger
      3. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        আছে Play Store এ
    2. SizaNation Contributor says:
      ভাই এতো কম কনটেন্ট এ কিভাবে এডসেন্স পেয়েছেন?
      1. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        ইউনিক কন্টেন্ট

    Leave a Reply