প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

?আজকের বিষয় হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে
ব্লগারের প্রিমিয়াম টেমপ্লেট ডাউনলোড
করব ?
অনেকেই নিজেদের পারসোনাল ব্লগ সাইট বানাতে চায় কিন্তুু ফ্রিতে ভালো টেম্পলেট পাওয়া যায় না আর যেই যেই গোলা পাওয়া যায় সেই গোলতে Footer credit থাকে ! কিন্তুু আজ আমি আপনাদের সাথে আজ যেই টেম্পলেট টি শেয়ার করতে যাচ্ছি তাতে কোন footet credit নেই আপনি আপনার মন মতো Footer দিতে পারবেন
?আকর্ষণীয় একটি SEO Friendly,
Responsive and Ads Ready বাংলা Blogger
Template শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এ
টেপ্লেটটির ফিচার্সগুলি আপনার ব্লগিংয়ের
সকল প্রয়োজন মিটিয়ে নিতে সমর্থ হবে।
কাজের ব্যস্ততার কারনে ইচ্ছা থাকা সত্বেও
অনেক দিন যাবৎ ব্লগিং হতে বিরত ছিলাম। আশা
করছি এখন থেকে সবার সাথে নিয়মিত সময়
দিতে পারব।

?টেমপ্লেটটির কিছু স্ক্রীনশট
দেখে নিন?


?টেমপ্লেটে স্যারের সম্পর্কে
বিস্তারিত জেনে নিন?

Sora One Premium Version Responsive
Blogger Template Features

  • 100% Responsive
  • Google Testing Tool Validator
  • Mobile Friendly
  • Custom 404 Page

  • Fast Loading

  •  Magazine

  •  Simple

  • Whatsapp Sharing

  • Seo Friendly

  • Ads Ready

  • Clean Layout

  •  Clear Design

  • Drop Down Menu

  • Social Sharing

  •  HTML5 & CSS3

  • 100% Fully All Browser Compatibility

  • Remove Footer Credits

     

এখন টেম্পলেট টির Demo দেখে নিন

 Demo

?সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

এই টেমপ্লেটটির সকল অংশ পরিপূর্ণভাবে
 সার্চ ইঞ্জিনের উপযোগী করে তৈরি করা

 হয়েছে। এটি ব্যবহার করলে

 টেমপ্লেটের কোন অংশ এসইও করার কথা

 ভাবতে হবে না।
?Responsive Design

বর্তমান সময়ের সবচেয়ে বেশী ব্যবহৃত
 যত ধরনের ছোট বড় ডিভাইস রয়েছে, তার

 সবগুলির উপযোগী করে তৈরি করা

 হয়েছে। সেই জন্য টেমপ্লেটটি

কম্পিউটার, ল্যাপটপ, টেবলেট এবং মোবাইল

 থেকে সহজে ভিজিট করে কনটেন্ট পড়া

যাবে। বিশেষ করে মোবাইল থেকে

স্লো গতির ইন্টারনেট ব্যবহারকারীরাও

 যাতে সহজে ভিজিট করতে পারে, সে জন্য

এটিকে Highly Mobile Optimized করা

হয়েছে। তাছাড়া এটির সকল উইজেটগুলি সব

ধরনের ডিভাইসের সাথে সামাঞ্জস্য রেখে

 আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে
?Ads Ready

 যারা ব্লগে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যবহার

 করেন কিংবা ভবিষ্যতে ব্যবহার করার কথা

ভাবছেন, তারা এ টেমপ্লেটটি ব্যবহার করে

 বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। কারণ

 টেমপ্লেটির Layout সহ বিভিন্ন জায়গাতে

 বিজ্ঞাপন কোড বসানোর জন্য মাপমত জায়গা

 রাখা হয়েছে।
?দ্রুত গতি
 এই টেমপ্লেটটির গুনাবলীর মধ্যে একটি

গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হচ্ছে এটি সকল ধরনের

 ব্রাউজারে খুব দ্রুত লোড নেবে। কারণ

এটিতে HTML5, CSS3, JavaScript সহ সকল

 ধরনের কোডগুলিকে Minify করে ব্যবহার

 করা হয়েছে। ফলে এটি আপনার ব্লগের
লোড টাইমের উপর বাড়তী কোন প্রভাব

 পরবে না

যদি টেমপ্লেটটি পছন্দ হয়ে থাকে তাহলে আর

 দেরী কেন? চলুন ডাউনলোড করে নেওয়া

যাক টেমপ্লেটটি –

 

তো, আজ এই পর্যন্তই। আপনার সুস্থ কামনা করে

আজ এখানেই শেষ করছি। পোস্টটি কেমন লাগল

তা জানাতে লাইক এবং কমেন্ট করুন।

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।

আর আরো
এই ধরনের পোস্ট পেতে ঘুরে আসুন

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১5 টাকা
+
আপনার টাকার পরিমান সবনিম্ন 2০ টাকা হলে
পেমেন্ট নিতে পারবেন।



13 thoughts on "একদম ফ্রীতে ডাউনলোড করে নিন SORA ONE প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট | No footer Credit"

    1. মরি চিকা Contributor Post Creator says:
      Thank,Broo
  1. destroyer112 Contributor says:
    মরিচিকা ভাই,
    psiphone vpn দিয়ে ২জিবি লিমিটের পর কিভাবে নেট ইউজ করবো?
    1. আবার পরের মাসে চেস্টা করবেন……
    2. destroyer112 Contributor says:
      @শফিকুল ভাই,
      আমি সেটা জানি
      কিন্তু মরিচিকা ভাই বলছিল তিনি নাকি কি যেন সেটিংস করেন।
      তাই যদি সেটা শেয়ার করতেন।,,,,,,,,,,
    1. মরি চিকা Contributor Post Creator says:
      Thank,Broo
  2. Sakhawat Author says:
    ব্লগার আবার কবে থেকে HTML5 সাপোর্ট করে????
    1. মরি চিকা Contributor Post Creator says:
      চোখ দিয়ে ভালো করে,দেখেন ভাই 100% করে
  3. স্বপ্ন Author says:
    মরিচিকা নাদিম ব্রু আপনি কি শুরু করছেন, যদিও কেউ কিছু বলে না তবে আমি বলছি কেনো তাইতো?
  4. স্বপ্ন Author says:
    কারন হলো ফ্রি থিম ডাউনলোড করে প্রিমিয়াম লিখে আপলোড দিয়ে চালিয়ে দিয়েছেন, যার ফলে আমিও ডাউনলোড করে আমিও ঠকেছি।
  5. Rejaul Islam Contributor says:
    আরে মিয়া ফ্রি থিম এডিট করে ফুটার ক্রেডিট এ আপনার সাইট এর ক্রেডিট দিছেন, আবার নিজের সাইট এর এড দিছেন, ফুটার ক্রেডিট রিমুভ করাও যায় না।
    1. মরি চিকা Contributor Post Creator says:
      সাইটের নামের জাগায় আপনার সাইটের নামদিন

Leave a Reply