সূচনা:

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য চমৎকার একটি ব্লগার টেমপ্লেট। যার প্রিমিয়াম লুকে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। তো, চলুন মূল পোস্টে যাই…

 

মূল পোস্ট:

আমরা সবাই চাই, যেনো আমাদের ব্লগটি দেখতে চমৎকার দেখায়। আর চমৎকার ডিজাইনের ওয়েবপেজে ভিউয়াররা একটু বেশিই সময় ব্যয় করে(এটা আপনি নিজেও যানেন ? )। আজ যেই টেমপ্লেটটি আপনাদের মাঝে শেয়ার করবো তা মূলত একটি প্রিমিয়াম টেমপ্লেট। যার মূল্য ১৫ডলার বা ১২০০টাকা।

 

 

টেমপ্লেটটি সম্পর্কে:

  • Fletro 3-Column
  • Designer : Mohammad Maki
  • Webpage: www.jagodesign.com
  • Price: 25$ / ৳2000

 

 

মোবাইল রেসপন্সিভ: ফ্লেট্রো থ্রি-কলাম থিমটির লাইট ভার্শন টেমপ্লেটটি ফুলি মোবাইল রেসপন্সিভ।

 

স্টিকি সাইডবার: এই ব্লগার টেমপ্লেটটি এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সাইডবার। স্টিকি সাইডবার এবং সাথে এড ম্যানেজার করে তুলেছে টেমপ্লেটটিকে অন্যতম।

 

হেডার ও ফুটার: হেডার ও ফুটার থিমটির অন্যতম বৈশিষ্ট্য।

 

 

 

DEMO | DOWNLOAD

 

 

ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারো হাজির হবো নতুন কিছু নিয়ে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না। 

 

ঘুরে আসতে পারেন আমার মুভিরিভিউবিষয়ক দ্যা মিডনাইট ব্লগটি।

 

ব্লগার থিমটি কাস্টমাইজ করে নিতে ফেসবুকে মেসেজ দিন।

13 thoughts on "নিয়ে নিন najmulnazu.ml এর প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট। যার মূল্য প্রায় ২০০০ টাকা"

  1. SOHAN Contributor says:
    Nob bad
  2. Avatar photo mehedizzz Contributor says:
    vai apni je header file ta puro yellow korsen seta kivabe korsen?
    1. Avatar photo Najmul Author Post Creator says:
      আমাকে ফেসবুকে মেসেজ দিন: https://m.me/najmulnazu0
  3. Avatar photo Shakib Prodhan Contributor says:
    ভাই ডেমোর সাথে ৫০% মিল আছে,, আর আপনিতো আপনার এই থিম বিক্রির জন্য প্রমোশন করলেন। পারলে অরিজিনাল থিম দিবেন না পারলে না পোস্ট করবেন। প্রমোশন করবেন না!
    1. Avatar photo Najmul Author Post Creator says:
      আমি অরিজিনাল থিমই দিয়েছি। আর আমার সাইটে যেটা সেটায় যাস্ট কালার কোড আলাদা এটা বুঝতে হবে।

      না বুঝেই মন্তব্য করা থেকে বিরত থাকবেন আশা করি।

    2. Avatar photo Shakib Prodhan Contributor says:
      আপনি কতটা বুজেন তা নিয়ে সন্দেহ আছে,, পারলে আপনার থিম backup করে দিন,। আর নিজে এত বেশি বুঝে অবুজের মতো আচরন করা থেকে বিরত থাকেন।
    1. Avatar photo Najmul Author Post Creator says:
      Don’t Spam…
  4. Avatar photo Media Contributor says:
    Good post
    1. Avatar photo Najmul Author Post Creator says:
      ধন্যবাদ ?
    2. Avatar photo Murad Hasan Media Contributor says:
      Welcome

Leave a Reply