ব্লগারে কি এডসেন্স পাওয়া সম্ভব? মাত্র ২০ টি পোস্ট করে কিভাবে ফ্রি ব্লগারে এডসেন্স পাবেন?
আমরা অনেকেই ব্লগে লেখালেখি করি বা অনেকে শুরু করতে চাচ্ছি। ইদানিং একটি প্রশ্ন নতুন ব্লগারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্লগার.কমে কি এডসেন্স পাওয়া সম্ভব? আজ আপনাদের এই প্রশ্নের উত্তর দিব এবং কিভাবে এডসেন্স পাবেন সেটিও বলে দিব।
ব্লগারে কোন ডোমেইন ছাড়া কি এডসেন্স পাওয়া যায়?
এই প্রশ্নের উত্তর হবে হ্যা। কারন এখনও অনেক ওয়েবসাইট আছে যাদের ব্লগে এডসেন্স আছে। এমনকি আমার নিজের সাইটেও আমি ব্লগারেই এডসেন্স পেয়েছিলাম মাত্র ২০ টা পোস্ট করে।
১. এডসেন্সের জন্য কখন এপ্লাই করবেন?
এডসেন্সে এপ্লাই করার আগে অবশ্যই আপনার ব্লগের বয়স ১ মাসের বেশি হতে হবে এবং কমপক্ষে ২০ টি মানসম্মত পোস্ট থাকতে হবে এবং আপনার জিমেইলে বয়স ১৮+ হতে হবে৷
২. পেজ তৈরি করা
আপনি যত ভালই পোস্ট করেন না কেন আর যত গুলাই করেন কাজ হবে না যদি এই পেজগুলো তৈরি না করেন। নিচের দেয়া পেজ গুলো অবশ্যই আপনার ব্লগে থাকতে হবে
1. Privacy policy
2. Contact Us
4. Terms & Conditions
এই চারটি পেজ অবশ্যই থাকতে হবে।
৩. টেম্পলেট
আপনার ব্লগের জন্য ভাল একটি টেম্পলেট বা থিমস ব্যবহার করবেন সেটি যেন একদম সিম্পল হয়। আমি এই টেম্পলেট দিয়ে এডসেন্স পেয়েছিলাম চাইলে এটি ব্যাবহার করতে পারেন
Download
৪. লিংক
যদি এমন হয় আপনার ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটেগরিতে লিংক দেয়া হয়নি অনেক লিংক এর মধ্যে ফাকা। কিছু নেই মানে এরর দেখায় লিংকে ক্লিক করলে এমন থাকলে আপনি এডসেন্স পাবেন না। আপনার ব্লগের কোন পেজ যেন ফাকা না থাকে।
৫. পোস্টের ধরন
১৮+ পোস্ট করা যাবে না এবং কপি করা যাবে না ১০০% ইউনিক পোস্ট লিখতে হবে।
৬. ওয়েবসাইট গুগল সার্চ কনসলে এড
আপনার ওয়েবসাইট অবশ্যই গুগল সার্চকন্সলে থাকতে হবে। গুগল সার্চ কনসলে আপনার ওয়েবসাইট এড করে সাইট ম্যাপ এড করতে হবে তাহলে ধীরে ধীরে আপনার ওয়েবসাইট গুগলে র্যাংক করবে।
৭. অন্য কোন কম্পানির এড থাকা যাবে ন
এবার আমার কিছু কথাঃ
আপনার ব্লগে ভিজিটর ০০ হলেও আপনি এডসেন্স পাবেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে গুগল আপনার ওয়েবসাইটকে গুরুত্ব দিবে যখন ভিজিটর আসবে তাই আপনাকে নিয়মিত পোস্ট করে যেতে হবে এসইও করতে হবে ভাল ভাবে। এবং বিভিন্ন সোস্যাল মিডিয়ায় সেয়ার করতে হবে। আবারো বলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিজিটর। আর নিয়মিত পোস্ট করে যাবেন এক সময় রেজাল্ট অবশ্যই পাবেন। প্রথমে এসেই এডসেন্স নিয়ে না ভেবে ওয়েবসাইট কে দার করান ভিজিটর আনুন যখন মনে হবে এখন এডসেন্স হলে ইনকাম আসবে তখন এডসেন্সের জন্য আবেদন করুন। আপনি ১০০ টা পোস্ট করে এডসেন্স পেলেও ইনকাম হবেনা যদি ভিজিটর না আসে।
আমার ওয়েবসাইট – www.mohinbd24.com
ফেসবুক –Facebook
https://i.postimg.cc/0jjTVCSG/SS-15.png
যদি ভূল ত্রুটিগুলো Indicate করে দিতেন ভালো লাগতো।
ধন্যবাদ?
minhajshakib.blogspot.com
seo tools গুলো কীভাবে ব্যবহার করতে পারি kindly বলবেন কী☹️
tobuo sundora post
Halara lathi mere ber kora hok trickbd theke
nijer comment a trickbid likho bujhai jai koto old visitor tumi
ar jodi sahus take to original id theke comment kor chorer moto fake id theke comment koro ar old member hoye contributor mane bujha hoye geche tumi kono boro a.b.a.l (2015 te trickbd te account korlei author pod deoya hoto re c.h.u.t.m.a.r.a.n.i)
tobe vhalo laglo jak amake vhoi to koris se karone fake id theke comment