গুগোল ফন্ট কি সেটা নতুন করে বলার কিছু নেই। যারা ওয়েব ডিজাইন নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা সকলেই এই বিষয়ে অবগত। ওয়েব পেজে স্টাইলিশ হোক আর নরমাল সব ধরনের ফন্ট ব্যবহারের ক্ষেত্রে গুগোল ফন্ট এর বিকল্প নেই। গুগোল ফোন ব্যবহার করে আমরা কোথাও কোন ফোন ফাইল আপলোড না করেই যে কোন ফন্ট ফ্রিতেই ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। গুগোল ফন্ট ব্যবহারের অনেক সুবিধা আছে এর মধ্যে অন্যতম হলো এতে আলাদা ভাবে কোন ফন্ট আপলোড করা লাগে না এবং গুগলের হাইস্পিড সার্ভারের কারনে ওয়েবসাইটে ফন্ট দ্রুত লোড হয়। কোন সাধারণ ওয়েব পেজে গুগোল ফন্টের সিডিএন লিংক করে আমরা সহজেই গুগোল ফন্ট ইন্সটল করতে পারি কিন্তু ব্লগার সাইটের ক্ষেত্রে তার ব্যতিক্রম। গুগোল ফন্ট এর সিডিএন লিংক এর মধ্যে সেমিকোলন(;) থাকার কারণে গুগোল ফন্ট লিঙ্ক করতে গেলে ব্লগার টেমপ্লেট সেভ হয় না। ফলে আমরা দ্বিধায় পড়ে যাই এবং আমাদের মনে প্রশ্ন জাগে আসলেই কি ব্লগার সাইটে গুগোল ফন্ট ইন্সটল করা সম্ভব? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, অবশ্যই ব্লগার সাইটে গুগোল ফন্ট ইন্সটল করা সম্ভব। তবে ব্লগ সাইটে গুগোল ফন্ট ইনস্টলার ক্ষেত্রে নর্মাল ওয়েবপেজের থেকে কিছু ব্যতিক্রম ভাবে ইন্সটল করতে হয়।
<style>
@import url('https://fonts.googleapis.com/css2?family=Hind+Siliguri:wght@300;400;500;600;700&display=swap');
</style>
@import url('https://fonts.googleapis.com/css2?family=Hind+Siliguri:wght@300;400;500;600;700&display=swap');
https://www.trickjal.xyz/2020/11/install-google-font-on-blogger-site.html?