ব্লগার হলো গুগলের ফ্রি একটি প্লাটফর্ম, যেখানে হোস্টিং এবং ব্রান্ডউইথের কোনো টেনশন নেই।
একটা নতুন ব্লগ সাইটে প্রথমত কি পরিমাণে আর্ন হয় তা আমার জানা আছে, যা ইনকাম হয় তা দিয়ে হোস্টিং খরচ ই চলেনা।
যে কাজ করে হোস্টিংয়ের বিল নিজ পকেটে থেকে দিতে হয়, সে কাজ করে লাভ কি বলুন?
আমি আপনাকে ডিমোটিভেট করছিনা।

আপনি ব্লগিং শুরু করার কমপক্ষে ৬ মাসের মধ্যে এডসেন্সের টাকার মুখ দেখবেন না।
এই ছয়মাসে আপনার ভিজিটর বাড়লে সাইটে আবার হোস্টিং চেন্জ করা লাগতে পারে।

সোজাভাষায় বলা যায়, আপনার কন্টেটের ফাইল আপনাকেই বহন করতে হবে।
আর আপনার সাইটে যে ভিজিটররা আসবে তার জন্য, রাস্তাটা আপনার নিজের খরচেই তৈরী করতে হবে।
অর্থাৎ আমরা যেমন চলাফেরা করার জন্য একটা রাস্তা প্রয়োজন হয়।
তেমনি আপনার ওয়েবসাইটে কেউ আসতে চাইলে একটা রাস্তার প্রয়োজন পড়বে।

যাইহোক আপনাকে আমি ডিটেইলসে বোঝাতে এখন পারছিনা।

ব্লগিং যদি শুরু করতে চান তাহলে প্রথমে ব্লগার দিয়েই শুরু করুন।

এই আর্টিকেলে আপনাদের সাথে আমি ব্লগিং শিখুন বেসিক টু এডভান্স কোর্স মডিউলটি প্রকাশ করতে যাচ্ছি।
কোর্স মডিউলটি দেখে যদি, আপনি মনে করেন আমি কিছু শেখাতে পারবো তাহলে কোর্সটি কন্টিনিউ করুন।

একজনেরে দেখে নিন কি কি শেখাতে পারবোঃ
১। কিভাবে ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরী করবেন।
২। কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন।
৩। পোস্টে ক্যাটেগরি, ট্যাগ কিভাবে যুক্ত করবেন।
৪। কিভাবে এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরী করবেন।
৫। কিভাবে কোনো পোস্টে সার্চ ডিসক্রিপশন যুক্ত করবেন।

৬। কিভাবে ইমেজ এসইও করে পোস্ট করবেন।
৭। কিভাবে পেজ তৈরী করবেন।

৮। কিভাবে ইচ্ছেমতো থিম ডিজাইন করবেন।
৯। কিভাবে থিম আপলোড করবেন।
১০। কিভাবে ওয়েবসাইটটিকে মোবাইল ভিউতে ডেস্কটপ ভিউতে রাখবেন।
১১। কিভাবে থিমের ব্যাকআপ নিবেন।
১২। কিভাবে আপনার ওয়েবসাইটে ফাবআইকন যুক্ত করবেন।
১৩। ওয়েবসাইটটিকে কিভাবে সার্চ ইন্জিনে যুক্ত করবেন।
১৪। কিভাবে টপ লেভেল ডোমেইন বা কাস্টম ডোমেইন যুক্ত করবেন।

১৫। কিভাবে আপনার ওয়েবসাইটে অথর, মডেরেটর, এডমিন তৈরী করবেন।
১৬। কিভাবে ওয়েবসাইটির সার্চ ডিসক্রিপশন যুক্ত করবেন।
১৭। কিভাবে ওয়েবসাইট টিকে সার্চ #কনসোলে যুক্ত করবেন।
১৮। ব্লগার সাইটের পোস্ট কেউ যেনো কপি পেস্ট না করতে পারে সেই সিস্টেম কিভাবে করবেন।
১৯। ব্লগার সাইটে কিভাবে স্যামসাং ফোনের ডিসপ্লে ইফেক্ট দিবেন।
২০। মাউস থেকে ঝড়ে পড়া ইফেক্ট কিভাবে যুক্ত করবেন।
২১। ওয়ার্ডপ্রেসের মতো এডমিন প্যানেল কিভাবে যুক্ত করবেন ব্লগার সাইটে।

২২। কিভাবে ব্লগার থেকে সব কন্টেন্ট নিয়ে সুরক্ষিত ভাবে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেশন করবেন।
২৩। কিভাবে পোস্টের ইউআরএলের সাথে থাকা ডট এইচটিএমএল রিমুভ করবেন।
২৪। ব্লগার সাইটে কিভাবে এডসেন্স যুক্ত করবেন ।
২৫। কিভাবে দ্রুত এডসেন্স এপ্রুভাল পাবেন ব্লগার সাইটে।
ব্লগার সাইটের যেকোনো জায়গায় এবং পোস্টের যেকোনো জায়গায় কিভাবে এডস সো করাবেন ইচ্ছেমতো।

এছাড়াও Blogger ব্লগস্পট দিয়ে পাঁচটি ওয়েবসাট তৈরী করা শেখাবো।
১। নিউজপেপার সাইট।
২। ট্রিকবিডি স্টাইল সাইট।
৩। ইমেজ গ্যালারি সাইট।

৪। মুভি ডাউনলোড সাইট।
৫। এ্যাপ ডাউনলোড সাইট।

পড়তে মন না চাইলে কোর্সের মডিউলটি ভিডিওতে দেখুন।

ব্লগিং শিখুন বেসিক টু এডভান্স কোর্স মডিউল কোর্সের মডিউলটি আশাকরি আপনাদের ভালো লেগেছে।
সুন্দর করে সাজানো গুছানোর সময় পাইনি বেশী, তাড়াহুড়া করে পাবলিশ করেছি।
যা যা এই কোর্সের মডিউলে প্রকাশ করেছি তার চেয়ে বেশীই শেখাবো আমি সুস্থ ভাবে বেচে থাকলে ইনশআল্লাহ।

আপনাকে শুধু ধৈর্য ধরে শিখতে হবে এবং অনুশীলন করে যেতে হবে, তাহলেই আপনি পারবেন।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

10 thoughts on "ব্লগিং শিখুন বেসিক টু এডভান্স কোর্স মডিউল দেখে নিন"

    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks bhai
    1. স্বপ্ন Author Post Creator says:
      পিডিএফ তৈরী করি নাই।
      ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ।
  1. MD Shakib Hasan Author says:
    Pdf থাকলে অনেক ভালো হয়
    1. স্বপ্ন Author Post Creator says:
      জ্বী ভাই
  2. MdNasir Hussain Contributor says:
    Pdf দরকার।।
    1. স্বপ্ন Author Post Creator says:
      পিডিএফ এর চেয়ে ভিডিও বা টিউন ভালো না?
  3. Rakib Author says:
    Waiting FOR next post
    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks ☺

Leave a Reply