আসসালামু আলাইকুম বন্ধুরা! সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।যারা এই পোস্টটি পড়তেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি এর আগে একটা পোস্ট করছিলাম।ঐ পোস্টটি ট্রিকবিডিতে আমার লেখা ১ম পোস্ট ছিল।আর এইটা আমার ২য় পোস্ট।এই পোস্টে আজকে আমি আবারো হাজির হয়েছি নতুন একটি ট্রিকস নিয়ে।

আপনারা হয়তো অনেকেই গুগল এডসেন্স এর নাম শুনে থাকবেন।আর অনেকেই এটা সম্পর্কে সম্যকভাবে জানেন না।যারা এই বিষয়ে নতুন এবং এই বিষয়ে জানতে চান তাদের জন্যই মূলত এই পোস্ট।আর যারা আগেই এই বিষয়ে ধারণা পেয়েছেন তাদেরকে অভিনন্দন।তারাও পোস্টটি দেখবেন।

তো বন্ধুরা আজকে আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেগুলো হলো-

১. গুগল এডসেন্স কী?
২. গুগল এডসেন্স কিভাবে থেকে আয় হয়?
৩. গুগল এডসেন্স কিভাবে কাজ করে?

সবাই মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন।আমি বিস্তারিতভাবে সব বলার চেষ্টা করব।

১.গুগল এডসেন্স কী?


গুগল এডসেন্স হলো গুগলের এমন একটি সেবা যার দ্বারা advertiser অর্থাৎ বিজ্ঞাপনদাতারা টাকা দিয়ে যেকোনো বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে পারেন এবং publisher বা প্রকাশকরা
নিজের blog, YouTube video তে গুগলের বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন টাকা আয় করতে পারেন। এইটা হলো একটি advertising network যার দ্বারা ব্লগ এবং ওয়েবসাইট মালিকেরা বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করতে পারেন।

* Advertiser তারা যারা গুগল কে টাকা দিয়ে নিজের বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে চান।

* Publishers তারা যারা গুগলের বিজ্ঞাপন নিজের ব্লগ বা ভিডিওর মাধ্যমে লোকেদের দেখান।

তাই বলা যায়, এডসেন্স এমন একটি মাধ্যম যার দ্বারা আপনি অনলাইন টাকা আয় করতে পারবেন। কিন্তু, তার জন্য আগে আপনার একটি ব্লগিং ওয়েবসাইট, অ্যাপ বা YouTube চ্যানেল থাকতে হবে।এগুলি ব্যবহার
করে আপনি এডসেন্সের জন্য apply করতে পারবেন এবং এডসেন্সের
বিজ্ঞাপন দেখিয়ে টাকা
আয় করতে পারবেন।বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।যেমন: ট্রিকবিডি.কম বাংলাদেশের একটি এডসেন্স প্রাপ্ত সাইট।

২.গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করব?


গুগল এডসেন্স থেকে
অনলাইন টাকা আয় করার জন্য আপনার একটি ব্লগসাইট বা YouTube চ্যানেল খুলতে
হবে। ব্লগসাইট খুললে তাতে আপনাকে নিয়মিত ভাবে আর্টিকেল লিখতে হবে এবং ইউটিউব চ্যানেল
বানালে আপনার তাতে
ভিডিও বানিয়ে আপলোড
করতে হবে। যখন আপনার ব্লগ বা YouTube চ্যানেলে visitors বা দর্শক (traffic) আশা শুরু
হবে তখন আপনি গুগল
এডসেন্সের জন্য এপলাই
করবেন। এডসেন্স যদি আপনার একাউন্ট চালু করে দেয় তখন আপনি নিজের ব্লগ বা ভিডিও তে বিজ্ঞাপন দেখাতে পারবেন।যতবার আপনার ব্লগ বা
ভিডিও তে দেয়া বিজ্ঞাপন লোকেরা দেখবে বা তাতে ক্লিক করবে ততবার আপনাকে এডসেন্স থেকে টাকা দেয়া হবে। এবং, যখন আপনার একাউন্টে ১০০ ডলার হয়ে যাবে তখন আপনার ব্যাংক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়া হবে।

৩.গুগল এডসেন্স কিভাবে কাজ করে?


এডসেন্স
যেভাবে কাজ করে-

1.Google Ads এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি গুলো তাদের products / services এর বিজ্ঞাপন অনলাইনে দেখানোর উদ্দেশ্যে একাউন্ট তৈরি করেন।

2.Advertisers / company গুলো থেকে বিজ্ঞাপন দেখানোর বিপরীতে গুগল টাকা নিয়ে থাকে। Google ads এর মধ্যে তৈরি করা প্রত্যেকটি
বিজ্ঞাপনের ক্ষেত্রে কিছু নির্ধারিত/লক্ষবস্তু কীওয়ার্ড সেট করা হয়।

3.আপনি একজন ওয়েবসাইটের মালিক যে
গুগল এডসেন্স এর বিজ্ঞাপন নিজের ওয়েবসাইটে দেখিয়ে টাকা ইনকাম করতে চাইছেন।
আপনি, গুগল এডসেন্স এর একটি একাউন্ট তৈরি
করলেন এবং নিজের
ওয়েবসাইট এর বিষয়ে
তথ্য প্রদান করে এডসেন্স
একাউন্ট এপ্রুভ করার আবেদন জানালেন।

4.এখন গুগল এডসেন্স থেকে আপনার একাউন্ট approve করে দেওয়া হলো। মানে, আপনি নিজের ওয়েবসাইটে গুগল
এডসেন্সের বিজ্ঞাপন দেখাতে পারবেন।

5.এবার, আপনি নিজের এডসেন্স একাউন্টের মধ্যে নিজের পছন্দ হিসেবে text, display, in-article ইত্যাদি কিছু ads format তৈরি করলেন।

6.তৈরি করা বিজ্ঞাপনের
বিপরীতে আপনাকে কিছু
ad codes দেওয়া হবে যেটাকে copy করে নিজের ওয়েবসাইটের সেই প্রত্যেক অংশে পেস্ট করতে হবে, যেখানে যেখানে আপনি বিজ্ঞাপন ডিসপ্লে করতে চাইছেন।

7.বিজ্ঞাপনের কোড
নিজের ওয়েবসাইটে
পেস্ট করার পর, আপনার
ওয়েবসাইটে এডসেন্স দ্বারা বিজ্ঞাপন দেখানো চালু হয়ে যাবে।Google ads এর মধ্যে বিভিন্ন advertisers/company গুলোর দ্বারা তাদের products / services এর যেই বিজ্ঞাপন গুলো তৈরি করা হয়েছিল, সেগুলোই আপনার ওয়েবসাইটে দেখানো হবে।

8.তবে, Google ads এর মধ্যে বিজ্ঞাপন তৈরি করার
সময় যেই keywords গুলোকে target করেছে,সেই keywords গুলো আপনার ওয়েবসাইটের কনটেন্ট এর মধ্যে থাকলে সরাসরি ওয়েবসাইটের কনটেন্ট এর সাথে জড়িত বিজ্ঞাপন এডসেন্স দ্বারা দেখানো হয়।

9.পরিশেষে, আপনার ওয়েবসাইটের ভিসিটররা যদি ওয়েবসাইটের মধ্যে গুগল দ্বারা দেখানো বিজ্ঞাপন গুলো ক্লিক করে থাকেন, তাহলে আপনাকে গুগল এডসেন্স এর তরফ থেকে টাকা দেওয়া হবে।

10.যখন, আপনার ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপনে কোনো ভিসিটর ক্লিক করবেন, তখন সেই বিজ্ঞাপন এর বিপরীতে advertiser থেকে তার Google ads account এর মাধ্যমে কিছু টাকা

আদায় করা হয়।

11.এবার, যেহেতু আপনার
ওয়েবসাইট এর মাধ্যমে
advertiser এর ads এর মধ্যে click হয়েছে, তাই advertiser থেকে আদায় করা টাকার কিছু অংশ আপনাকে আপনার AdSense account এর
মধ্যে দিয়ে বাকিটা গুগল
নিজের কাছে রাখবে।আর আপনি নিজের গুগল এডসেন্স একাউন্টে আয়
করা টাকা bank account এর মাধ্যমে তুলতে পারবেন।

তাহলে বুঝলেন তো,গুগল
এডসেন্স কিভাবে কাজ
করে।

শেষকথা-


বন্ধুরা,আশা করছি সবাই লেখাগুলো বুঝতে পেরেছেন।যদি আমার কোনো ভুল-ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দিবেন।আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবো।

তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই,সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্যকিছু ট্রিকস-টিপস নিয়ে।

প্রিয় বন্ধুরা,যদি একটু সময় পান তাহলে আমার সাইটটা ভিজিট করে আসবেন।সেখানেও আপনারা নিত্য-নতুন টিপস ও ট্রিকস পাবেন।

AllTrickBD.XyZ – Share And Upgrade Your Knowledge

Contact me on Facebook

আল্লাহ্ হাফেজ।

10 thoughts on "গুগল এডসেন্স কী? কিভাবে টাকা আয় করবেন? এটি কিভাবে কাজ করে? [বিস্তারিত]"

  1. MD Nazmul Islam Contributor says:
    আরে এরা কারা ? কোথথেকে এলো এরা ??
    1. Saif Contributor Post Creator says:
      ভাই আপনি এমন কমেন্ট করলেন কেন ¿ কি সমস্যা আপনার ? ? ?
    2. MD Nazmul Islam Contributor says:
      আপনার পোস্ট দেখে মনে হচ্ছে এডসেন্স 2021 সালে কয়েকদিন আগেই আবিষ্কার হয়েছে এবং এটা নিয়ে প্রথম আপনি ট্রিকবিডিতে লিখলেন । আর এই বিষয়ে দেখেন পোস্ট আছে এই সাইটে পোস্ট দেখছিলাম কয়েকদিন আগেই । এরকম পোস্ট করার কোন মানেই হয়না ।
  2. Me.Reayad Contributor says:
    কপি পোস্ট
  3. Me.Reayad Contributor says:
    ওয়েবসাইটে ভিসিটর পাওয়ার জন্যই এই পোস্ট
  4. Saif Contributor Post Creator says:
    হুদায় বলেন কথা। আরে ট্রিকবিডিতে আমার মতো অনেকেই আছে যারা পোস্টের শেষে নিজের সাইটের লিংক দিয়ে থাকে।আর এগুলো আপনার মাথায় না থাকলে নীতিমালা দেখুন।আর না জেনে হাউকা বলেন যে কপি পোস্ট! আরে মিয়া কোথাকার কপি?আর যদি কপি হোতো তাহলে এডমিন অজান্তে এপ্রুভ করলো? আসলে আপনার সমস্যা কোথায়? MD. REAYAD SORKAR
  5. Md Saif Hasan Contributor Post Creator says:
    Tnx
  6. BD TECH Author says:
    Old . Try something new
  7. Md Saif Hasan Contributor Post Creator says:
    Yes.

Leave a Reply