হেলো বন্ধুরা সবাই কেমন আছে? 

আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন।

আজ আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনার ব্লগার সাইটে ইমেইল দ্বারা পোষ্ট করবেন।

Email Posting Role
ব্লগারে ইমেইর দ্বারা পোষ্ট করার নিয়ম

তো পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন কারন এই পোষ্টটি খুবই তথ্যমুলক হতে চলেছে।

আমরা যারা ব্লগার ব্যবহারকারি আছি আমাদের সাইটে কোনো ইউজার ব্যাকলিংক নেওয়ার জন্য পোষ্ট করতে পারে না।

সাধারনত ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে ইউজার লগইন করে পোষ্ট করতে পারে। 

কিন্তু ব্লগারে ইউজার সিষ্টেম নাই বিধায় কাউকে অথর না বানানোর আগে পর্যন্ত কেউ পোষ্ট করতে পারে না।

কিন্তু আজ আমি দেখাতে চলেছি কীভাবে আপনার ব্লগার সাইটে ইমেইল দ্বারা পোষ্ট করার সিষ্টেম চালু করবেন এবং এর উপকারিতা।

ইমেইল দ্বারা পোষ্ট করার উপকারিতাঃ

ইমেইল দ্বারা পোষ্ট করার কারনে যে কেউ তার ইমেইল ঠিকানা থেকে আপনার সাইটে পোষ্ট করতে পারবেন।

ফলে আপনার সাইটে তাকে অথর হতে হবে না।

যদি কেউ এই সিষ্টেমে আপনার সাইটে পোষ্ট করে তবে সরাসরি পোষ্টটি ড্রাফ্টে জমা হয়ে যাবে পরে আপনি পোষ্টটিকে পাবলিশ করতে পারবেন।

কিন্তু আপনি যদি চান তবে সরাসরি পোষ্ট পাবলিশ হোক তবে এই সেটিংসটিও চালু করতে পারবেন ফলে কেউ যদি আপনার সাইটে পোষ্ট করে তবে সরাসরি তা পাবলিশ হয়ে যাবে।

তবে অটোমেটিক পাবলিশ হওয়ার সিষ্টেমটি এখন চালু না করাই ভালো।

এই সিষ্টমটির ফলে আপনি ইচ্ছে করলে ইমেইল দ্বারা পোষ্ট করতে পারবেন।

যেহেতু ইমেইল দ্বারা পোষ্ট করলে সরাসরি ড্রাফ্ট জমা হবে তাই আপনি পোষ্টটি স্পামিং কীনা তা জেনে পোষ্ট পাবলিশ করতে পারবেন।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সাইটে কাউকে অথর বানানো ছাড়াই যেকেউ পোষ্ট করতে পারবে।

আপনি শুধু আপনার সাইটে পোষ্ট করার জন্য একটি ইমেইল ঠিকানাটি আপনার সাইটে দিবেন পরে যে আপনার সাইটে পোষ্ট করতে চাই সে শুধু এই ইমেইলে পোষ্ট করলে সরাসরি আপনার সাইটে এসে জমা হবে।

কীভাবে ইমেইল পোষ্টিং চালু করবেনঃ

এই সেটিংসটি চালু করতে প্রথমে আপনার সাইটে মানে ব্লগারে লগইন করবেন।

তারপর নেভবার থেকে ক্লিক করে ব্লগার সেটিংসে চলে যাবেন।

সেটিংসে চলে যান

সেটিংসে যাওয়ার পর ইমেইল সেকশনে চলে যাবেন।

দেখুন এখানে দেওয়া আছে পোষ্ট ইউসিং ইমেইল এখানটাতে ক্লিক করবেন।

Post using email এ ক্লিক করুন

তারপর আরেকটি নতুন বক্স খুলবে এখানে দেখুন দেওয়া আছে ডিজেবল Desable অপশনে এটাকে আপনি দিবেন Save email as Draft করে দিবেন।

তারপর নিচে আপনার ইমেইল ঠিকানাটির মাঝে ফাকা জায়গায় দিবেন writer দিয়ে সিভ করে দিন।

এখন আপনার সাইটে পোষ্ট করার জন্য যে ইমেইল তবে সেটি হচ্ছে [email protected]। 

এখন যদি কেউ এই ইমেইল দ্বারা পোষ্ট করে তবে আপনার সাইটে পোষ্টটি ড্রাফ্ট হিসেবে জমা হবে পরে 

কোনো সময় আপনি পোষ্টটি পাবলিশ করে দিবেন।

দেখুন আমি আমার সাইটে ইমেইল দ্বারা পোষ্ট করছি। 

প্রথমে জিমেইলে চলে যাবেন।

Post using email

তারপর 

to: তে আপনার সাইটে পোষ্ট করার ইমেইলটি দিবেন।

Subject: এখানে আপনার পোষ্টের শিরোনামটি লিখবেন।

Message: এখানে আপনার পোষ্টের বিস্তারিত লিখে Sent করে দিন।

দেখুন আমার সাইটে ব্লগার ড্রাফ্টে পোষ্টটি জমা হয়েছে।

এখন যদি আমি পোষ্টটি পাবলিশ করে দিই তবেই পোষ্টটি পাবলিশ হয়ে যাবে।

উপসংহারঃ

সবাই চাই নিজের সাইটে পোষ্ট করার জন্য আর যদি অন্যকেউ পোষ্ট করে তবে তো বিশাল ভালো হয়।

কিন্তু উপরের নিয়মে যেকেউ আপনার সাইটে পোষ্ট করতে পারবে।

এমনকী আপনিও আমার সাইটে ব্যাকলিংক নেওয়ার জন্য পোষ্ট করতে পারবেন।

আমার সাইটে পোষ্ট করার জন্য ইমেইল হবে

[email protected] এই ইমেইল দিয়ে আপনার সাইটে যেকেউ পোষ্ট করতে পারবে।

তো পোষ্টটি আপনার কেমন লেগেছে।

যদি উপরের কোনো অংশ বোঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করুন।

Please Support me and visit my blog TrickJanbo

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

8 thoughts on "ব্লগারে ইমেইল এর মাধ্যমে পোস্ট করার অপশন চালু করবেন যেভাবে"

  1. kintu daily limit ase.

    10 tar beshi hoyna

  2. Nabid NK Author says:
    already post ase
    1. ℳ? ℛ???? ℳ?? Subscriber Post Creator says:
      ?
  3. ℳ? ℛ???? ℳ?? Subscriber Post Creator says:
    এটা আমিই করেছিলাম।
    পোস্টটা আপডেট করেছি
  4. mdshakil986250 Contributor says:
    Bai apnar trickbd daka mashii koto taka lncome hoi! Please
  5. Md Mahabub Khan Author says:
    কাজে আসল ধন্যবাদ

Leave a Reply