ব্লগার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন।
কীভাবে ব্লগারের ডিফল্ট CSS ও JS রিমুভ করবেন how to remove blogger default css and js আজকে আমি ব্লগারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনি যদি ব্লগারে ব্লগিং করেন তবে এটি করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগ থেকে ডিফল্ট ব্লগার css এবং ডিফল্ট ব্লগার JS রিমুভ করবেন সেটি।

অনেকেই জানেনা আপনার ব্লগে ডিফল্ট এইসব css এবং js আছে যেগুলো ব্লগের লোডিং স্পিড কমানোর জন্য প্রথম দায়ী। 

আপনি যদি আপনার ব্লগকে ফাস্ট করতে চান তবে আপনাকে এসব কোড সহ অন্যান্য অপ্রয়োজনিয় কোড সরাতে হবে।
আপনারা হয়তো অনেকেই ব্লগের লোডিং স্পিড বাড়ানোর অনেক চেষ্টা করছেন কিন্তু আপনি যদি এই চেষ্টা করেন তবে আপনার ব্লগের লোডিং স্পিড বাড়বে বলে আশা করি। 
এছাড়াও আপনার ব্লগের অন্যান্য ফাংশন যেগুলো আপনার প্রয়োজন নেই তবুও আপনি আপনার ব্লগে রাখছেন সেগুলো আজই সরিয়ে ফেলুন।

ব্লগারের ডিফল্ট css এবং js বাতিল করার সুবিধঃ 

আপনারা হয়তো জানেন না আপনার ব্রগ থেকে এসব জাভাস্ক্রিপ্ট এবং স্টাইলসিট যদি আপনার ব্লগে থাকে তাহলে সেগুলো আপনার ব্লগকে দ্রুত লোড নিতে বাধা দেয়। 
আপনার ব্লগে এসব প্যাক ইনস্টল থাকলে পোস্ট লোড নেওয়ার সাথে এগুলোও লোড নেই আর যদি সরিয়ে ফেলেন তবে আপনার ব্লগকে আর অতিরিক্ত লোড করতে হবে না।

ডিফল্ট css এবং js রিমুভ করা অসুবিধাঃ

আপনার ব্লগে এসব কোড রিমুভ করার কিছু অসুবিধাও রয়েছে যেগুলো আপনার বেশি প্রয়োজন হতে নাও পারে। 

এই প্যাক রিমুভ করার ফলে আপনার ব্লগে কস্টাক্ট পেইজ কাজ কাতে নাও পারে।
সমস্যা নাই আপনি কাষ্টমভাবে পেইজ তৈরি করে নিবেন।
ব্লগে অটো অ্যাড মনে হয় কাজ করতে নাও পারে।

ব্লগারের ডিফল্ট CSS ও JS রিমুভ করার উপায়ঃ

আপনি যদি আপনার ব্লগ থেকে এসব অপ্রয়োজনিয় কোড সরাতে চান তবে আপনি খুব সহজেই সবাতে পারবেন।
আপনাকে শুধু মাত্র একটি কোড যুক্ত করলেই সরে যাবে।

  •  প্রথমে আপনি আপনার ব্লগে সাইন ইন করুন। 
  • সাইন ইন করার পর আপনি থিম অপশনে যান এবং থিম এডিট অপশনে গিয়ে আপনার ব্লগার টেমপ্লেটটি এডিট করুন। 
  • এখানে সর্বপ্রথমে দেখুন নিচের কোডটির মতো দেওয়া আছে।
<html b:css='true''false' b:js='true' b:defaultwidgetversion='2' b:layoutsVersion='3' b:responsive='true' b:templateVersion='1.0.0'/>

আপনি এই কোডটিতে দেখতে পাচ্ছেন দেওয়া আছে b:css=’true’ এবং b:js=’true’
আপনি এই True গুলোকে কেটে False করে দিন তাহলেই আপনার ব্লগ থেকে অতিরিক্ত Css এবং JS রিমুভ হয়ে যাবে।
এভাবে তাহলে আপনার সম্পূর্ণ কোডটি হবে

<html b:css='false' b:js='false' b:defaultwidgetversion='2' b:layoutsVersion='3' b:responsive='true' b:templateVersion='1.0.0' expr:class='data:blog.languageDirection' expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'>

এবং উপরের কোডটি বসিয়ে দিন।
আপনি খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন।

আরো জানুনঃ 
 উপরে আমি আপনাদের দেখাচ্ছিলাম কীভাবে আপনি আপনার ব্রগ থেকে ব্লগারের ডিফল্ট CSS এবং JS রিমুভ করবেন সেটি।
আশা করি আপনি এই পোস্টটি পড়ে সহজেই অতিরিক্ত ও অপ্রয়োজনিয় কোডগুলো সরাতে পারবেন।
এবং এই কোডগুলো সরানোর ফলে আপনার ব্লগের লোডিং স্পিড অনেকটা বেড়ে যাবে। 
এই কোডগুলো সরানোর কথা Page Speed Insight একই কথা বলে এই কোডগুলো সরানোর পরামর্শ দেয়।
তো আজকের পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো।

5 thoughts on "ব্লগার থেকে ডিফল্ট Javascript ও CSS সরাবেন যেভাবে"

    1. ℳ? ℛ???? ℳ?? Subscriber Post Creator says:
      Thankyou
    1. ℳ? ℛ???? ℳ?? Subscriber Post Creator says:
      Thankyou
  1. Tech Noyon Contributor says:
    Vai comment box er sathe ektha wapka theme chai 300tk er modde

Leave a Reply