Blogger Site থেকে “Powered By Blogger” লিখা কিভাবে Remove করবেন?

 

 

সাধারণত আমরা Blogger Site এ এমন লিখা দেখতে পাই।অনেকেই এই লিখা রিমুভ করতে চান কিন্তু এমন অপশন খুঁজে পান না।

কিভাবে এটি রিমুভ করবেন?

আপনি Layout Option এ গেলে “Attribution” নামের একটি অপশন খুঁজে পাবেন।এই “Attribution” এ ক্লিক করতে হবে।

এরপর এমন একটি popup দেখতে পারবেন।এইখানে যদি “Remove” নামের অপশন থাকে তাহলে আপনি সরাসরি সেখানে ক্লিক করে রিমুভ করতে পারবেন।

তবে “Remove” অপশন না থাকলে কী করবেন?

রিমুভ অপশন না থাকলে Theme এ ক্লিক করতে হবে

এরপর Customize লিখার নিচে একটি Arrow Icon দেখতে পাবেন সেখানে ক্লিক করে Edit HTML এ ক্লিক করতে হবে।

এখন 3dot icon এ ক্লিক করতে হবে

এবার Jump to widget এ ক্লিক করতে হবে।

এখন Attribution1 এ ক্লিক করতে হবে।

এই HTML Code এর মধ্যে ছবিতে চিহ্নিত স্থানে true লিখা থাকবে।

এই লিখাটি false করে দিতে হবে

এখন আপনি ঠিক আগের মত Layout এ গিয়ে Attribution এ ক্লিক করলে Remove অপশন পেয়ে যাবেন

এখন রিমুভে ক্লিক করে এটি রিমুভ করে নিতে হবে।

এখন “Powered By Blogger” লিখাটি সম্পূর্ণ ভাবে রিমুভ হয়ে যাবে।

 

 

 

বিঃদ্রঃ বিশেষ কিছু Theme এ কাজ নাও করতে পারে।তবে বেশিরভাগ Theme এই কাজ করে।

16 thoughts on "কিভাবে রিমুভ করবেন Powered By Blogger লিখা?"

  1. Levi Author says:
    প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করলে এইটা এমনিতেই রিমুভ হয়ে যায়।আর আপনার পোস্টের টাইটেল এর দিক নজর দেয়া উচিত।
    1. zubayer99 Author Post Creator says:
      প্রিমিয়াম টেম্পলেট এ এমনিতেই রিমুভ হলেও অনেকেই ফ্রি টেম্পলেট ইউস করে তাদের জন্য এই পোস্ট টা
  2. Rakib Author says:
    দারুন bro✅
    1. Zubayer Ahmed Author Post Creator says:
      tnx
  3. Tushar Ahmed Author says:
    It’s worked in my template!
    Thanks bhai. ?
    1. TAHER Author says:
      প্রাচীনকালের পোস্ট ?
    2. Zubayer Ahmed Author Post Creator says:
      welcome bhai
  4. Imran Hossan Expert Author says:
    Notun kisu post koren. Esob almost sobai jane vai.
  5. MD Musabbir Kabir Ovi Author says:
    Hmm,,, উঠে গেছে
  6. Shakib Expert Author says:
    90% blogger user don’t know about this, Thanks for share

Leave a Reply