How to create a contact form using Telegram Bot Api


ব্লগারে কিছুদিন যাবত একটা সমস্যা দেখা যাচ্ছে।সেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম কাজ করতেছে না।কন্টাক্ট ফর্ম থেকে মেসেজ সেন্ড করলে সেন্ডিং এ আটকে থাকে।মেসেজ ব্লগের এডমিন অব্দি পৌঁছায় না।কন্টাক্ট ফর্ম টা আর কাজ করতেছে না।

Contact Form কি জন্য কাজে লাগে সেটা অবশ্যই জানেন।আমাদের ব্লগ এর কোনো ভিজিটর এর যদি কোনো বিষয়ে সাহায্য লাগে,তবে তারা আমাদের সাথে এই কন্টাক্ট ফর্ম দিয়ে কন্টাক্ট করতে পারে মেইল করার মাধ্যমে।

কিন্তু সেই কন্টাক্ট ফর্ম গুলো কাজ করতেছে না।আমি ইতোমধ্যে অনেক কন্টাক্ট ফর্ম ট্রাই করে দেখেছি। একটাতেও কাজ করতেছে না।তারপর দেখা মেলে কিছু ব্লগ এর।যেখানে তারা কন্টাক্ট ফর্ম এর এই ইস্যু টা ফিক্স করার জন্য বিভিন্ন মেথড শেয়ার করেছেন।আমি আজকে সেটার ই একটা শেয়ার করবো আপনাদের সাথে।

আজকের পোস্টে দেখাবো কিভাবে কন্টাক্ট ফর্ম থেকে ভিজিটর দের মেইল একদম আমাদের টেলিগ্রাম গ্রুপে সেন্ড করবো।

টেলিগ্রাম তো আমরা অনেকেই ইউজ করি।টেলিগ্রাম এর ইউজার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।আমরা যারা টেলিগ্রাম ইউজ করি,তাদের মাঝে যারা ব্লগিং করি,তারা বেশিরভাগ সময় টেলিগ্রামে থাকি।কেমন হয়,যদি আমাদের ওয়েবসাইটের কন্টাক্ট ফর্ম এ কোনো ভিজিটর ফর্ম পূরণ করে তার সমস্যার কথা আমাদের মেইল করে ফর্ম থেকে এবং সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসে?

আশা করি আজকের টপিক টা আপনাদের ভালো লাগবে।কারণ এটি একটি ইউনিক টপিক।যেটি নিয়ে TrickBD তে এর আগে পোস্ট হয়নি।আমি এই ট্রিকটি Fineshopdesign থেকে পেয়েছি।যারা Plus Ui এর ডেভেলপার।

আজকের এই মেথডটি সব ব্লগেই কাজ করবে।চলুন শুরু করা যাক আজকের টপিক : Contact form using Telegram Api

ইন্সটল প্রসেস শুরু করার আগে এই ফর্মটির একটি ডেমো দেখে আসুন। Demo :

নিচের স্ক্রীনশট গুলো দেখুন,আমি এই কন্টাক্ট ফর্ম থেকে একটি মেইল সেন্ড করেছি।এবং সেটি আমার টেলিগ্রাম গ্রুপে চলে গেছে।

Install Process :

Step 1 : প্রথমে এই লিংক থেকে কোডগুলো কপি করে নিন।কিংবা এখানে ক্লিক করে কোডগুলো ডাউনলোড করে নিন।

Step 2 : এখন আমাদের দরকার হবে একটি টেলিগ্রাম বট এবং একটি টেলিগ্রাম গ্রুপ।গ্রুপটি অবশ্যই প্রাইভেট করে রাখবেন।কারণ আপনি অবশ্যই চাবেন না যে আপনার সাইটের ইউজার দের দেয়া মেইল অন্য কেউ দেখুক।টেলিগ্রাম গ্রুপটি প্রাইভেট করে রাখবেন।টেলিগ্রাম বট বানানো হয়ে গেলে সেই বট টি আপনার বানানো গ্রুপটি তে অ্যাড করে দিন।

Step 3 : আশা করি টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম বট বানাতে পেরেছেন।এটা দেখানোর মত জিনিস না,তাই আর দেখলাম না।এখন উপরে দেয়া কোড গুলো ওপেন করুন কোনো কোড এডিটর দিয়ে।তারপর নিচের স্ক্রীনশট এ দেখানো মতো বট টোকেন এর জায়গায় আপনার নতুন বানানো বট এর টোকেন টা দিবেন এবং 100গ্রুপ আইডি এর 100 না কেটে 100 এর পাশেই কোনো স্পেস ছাড়া আপনার গ্রুপ আইডি পেস্ট করে দিবেন।গ্রুপ আইডি পেতে Telegram Web এ যাবেন।তারপর আপনার নতুন বানানো গ্রুপ ওপেন করবেন।তারপর অ্যাড্রেস বার এ আপনার গ্রুপের ১০ ডিজিটের কোড পেয়ে যাবেন।ভালো করে দেখবেন,যেনো ১০ ডিজিটের হয়।কারণ ৯ ডিজিটের কোড হলে সেটি এই ফর্ম এ কাজ করে না।কেনো কাজ করে না সেটি এখনও আমার অজানা।

Step 4 : এখন সবগুলো কোড কপি করুন।

Step 5 : এবার যাবেন Blogger ড্যাশবোর্ড এ।তারপর যাবেন Pages এ।

Step 6 : এখন নতুন করে Contact Page ক্রিয়েট করুন।অথবা,আপনার আগের কন্টাক্ট পেজটি এডিট করুন।

Step 7 : তারপর HTML VIEW করে দিন।

Step 8 : এখন কোডগুলো পেস্ট করে দিন।তারপর পেজটি পাবলিশ করে দিন।

এখন আপনি ট্রাই করে দেখুন।আপনার কন্টাক্ট ফর্ম এর মেইল সোজা আপনার টেলিগ্রাম গ্রুপে চলে যাবে।

আরও পড়ুন – Best Food for Rottweiler Puppy

আজকে এই পর্যন্ত।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।অথবা সরাসরি কন্টাক্ট করতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপে

লেটেস্ট ব্লগিং টিপস পেতে ভিজিট করুন : Blogpen

47 thoughts on "Telegram Bot API দিয়ে ব্লগারের জন্য কন্টাক্ট ফর্ম বানানোর টিউটোরিয়াল।"

    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Thanks.
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ??
  1. Avatar photo Technical Asmaul Contributor says:
    Bot create korte parini
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Bot father দিয়ে বট ক্রিয়েট করুন। সমস্যা হলে টেলিগ্রামে নক করতে পারেন।
  2. Avatar photo Shakib Expert Author says:
    english ta porchila agei, banglay bhujanor jonno donnobadh
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      You’re welcome.
  3. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    সুন্দর জিনিস
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Thanks.
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ??
  4. Avatar photo Al Sayeed Author says:
    less secure
    je kew chaile apnake ei bot er maddome je kono kicho pathaite parbe
    bot er full access o niye nite parbe
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      JavaScript Onfuscator দিয়ে encode করে দিবে।
  5. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য ভালো হবে
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      যাদের ব্লগার ওয়েবসাইট আছে তাদের জন্যই।
    2. mrfarhanisrak Levi Author Post Creator says:
      জ্বী।
    3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      শুকরিয়া ❣️
  6. Avatar photo Error Format Contributor says:
    Onk din theke try krcilam….thanks for post ..post credit fineshop design er hwa uchit chilo? he shared it
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      উপরে ভালো করে দেখেন।আমি বলেছি যে আমি fineshopdesign থেকে নিয়েছি এটি।
  7. Avatar photo Error Format Contributor says:
    Group Id 9 digit hcce…jtw e make kri na kn? sb 9 digit er!!! 10 digit er kmne Pai?
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ৯ ডিজিট দিয়ে চেষ্টা করে দেখুন তো।হয় কিনা!! আমার তো হয়নি।
    2. mrfarhanisrak Levi Author Post Creator says:
      এখনো হয়নি?
    3. Avatar photo Error Format Contributor says:
      9 digit ase sb group ei…? 10 digit hyna
    4. mrfarhanisrak Levi Author Post Creator says:
      অন্য কারো থেকে একটা গ্রুপ খুলে নেন।কিংবা পুরনো কোনো গ্রুপ খোলা থাকলে সেটা ইউজ করতে পারেন।
  8. Avatar photo TAHER Author says:
    দারুণ পোস্ট, কিন্তু এক্ষেত্রে api এর নিরাপত্তা নাই ?
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      JavaScript Onfuscator করে দিবে।তাহলেই তো হবে।নিরাপদ।
    2. Avatar photo TAHER Author says:
      Agolo easily decrypt kora jai
    3. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Tahole to Fineshopdesign er bot o insecure!
    4. Avatar photo TAHER Author says:
      Hmm..agolo inspector use kore decrypt kora jai
    5. mrfarhanisrak Levi Author Post Creator says:
      তাহলে তো কোনো কিছুই সিকিউর না।
  9. Avatar photo abrno34 Author says:
    দারুণ পোস্ট।
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      যদি ব্লগিং করেন তবে অবশ্যই কাজে লাগবে।
    2. Avatar photo abir Author says:
      He kori
    3. mrfarhanisrak Levi Author Post Creator says:
      তাহলে ইউজ করেন।
  10. Avatar photo noyonxd Contributor says:
    Thanks a lot Bhai. Ami to contact form kaz korte silo na jonno koto contact form try korlam. Ektao hoyni.
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ইউজ করেন।
    2. Avatar photo noyonxd Contributor says:
      ইউজ করতেছি।
    3. mrfarhanisrak Levi Author Post Creator says:
      আচ্ছা ভাই।কোনো সমস্যা হলে টেলিগ্রামে বলবেন।
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Thanks.
  11. Avatar photo Technical Asmaul Contributor says:
    Made with love by ….. Credit kivabe remove korbo?
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      যাবে রিমুভ করা।জাভাস্ক্রিপ্ট decode করে করতে হবে।
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Thank you.

Leave a Reply