যদি আপনি একটানা পোস্ট লেখেন এবং আপনার কাছে এই পোস্টগুলো শেয়ার করার সময় না থাকে, অর্থাৎ আপনি আপনার পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে না পারেন তবে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।

আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন পোস্ট করার সাথে সাথে কিভাবে সেটা অটোমেটিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন সে ব্যাপারে। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো।

IFTTT এমন একটি টুল ওয়েবসাইট যার উপর আপনি একসাথে সবকিছু পরিচালনা করতে পারেন। যদি আপনি এটিকে ভালভাবে ব্যবহার করেন, তাহলে আপনি এতে প্রচুর ফিচার পাবেন, যা আপনার ব্লগের জন্য খুবই উপকারী হবে।

How to Automatically Share Blogger Posts on Social Media

ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়াতে অটো শেয়ার করার জন্য আপনাকে কিছু সহজ স্টেপ ফলো করতে হবে।

  • স্টেপ 1.  প্রথমে আপনার IFTTT অ্যাকাউন্ট লগইন করতে হবে, লগইন করার পরে, আপনার সামনে এরকম একটি পেজ খুলবে।
  • স্টেপ 2. এখানে আপনাকে Create এ ক্লিক করতে হবে।
  • স্টেপ 3. এখন New Applet ক্লিক করার পর, আপনাকে +if this ক্লিক করতে হবে।
  • স্টেপ 4. এর পরে আপনাকে Blogger সিলেক্ট করতে হবে।
  • স্টেপ 5. এখানে আপনি ২টি অপশন পাবেন, এখানে আপনাকে প্রথম অপশনটি অর্থাৎ  Any New Post ক্লিক করতে হবে।
  • স্টেপ 6. এখন আবারও প্রোফাইল আইকনে ক্লিক করে Explore এ ক্লিক করতে হবে।
  • স্টেপ 7. এরপর দেখতে পাবেন একটি সার্চ বার সেখানে সার্চ করুন blogger to Facebook
  • স্টেপ 8. এর পর নিচে স্কোল করে আসলে দেখবেন blogger to facebook, twitter | blogger to facebook, twitter and pintarest যেকোন একটা সিলেক্ট করেন। মাঝে মাঝে পিন্টারেস্ট কাজ করে না সেক্ষেত্রে আপনি শুধু ব্লগার টু ফেসবুক আর টুইটার বেছে নিতে পারেন।
  • স্টেপ 9. এখন আপনাকে আপনার সামনের পপআপে Facebook অ্যাকাউন্টে লগইন করতে হবে এবং সমস্ত পারমিশন দিয়ে আপনার পেজ সিলেক্ট করতে হবে।
  • স্টেপ 10. এরপর আপনার টুটার ও পিন্টারেস্ট একই ভাবে কানেক্ট করতে হবে।
  • স্টেপ 13. সবশেষে আপনি Finish এর অপশন পাবেন, আপনাকে Finish এ ক্লিক করে আপনার সেটআপ সম্পূর্ণ করতে হবে।

আপনি এখানে ওয়ার্ডপ্রেস কানেক্ট করতে পারবেন তবে এটা জরুরি নয়। কেননা, ওয়ার্ডপ্রেসের অটো সোস্যাল শেয়ারিং প্লাগিন পাওয়া যায়।

আশাকরি আপনি এই পোস্ট পছন্দ করবেন, ভালো লাগলে আপনার ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি চাইলে ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন। →→ Facebook 

5 thoughts on "কিভাবে ওয়েবসাইট/ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়াতে অটো শেয়ার করবেন"

  1. Rahul Islam Contributor says:
    Socal Media Thake Visitor Nile Adsense Disable Hoy Jabe….
    Tai Amr Kase Mone Hoy Socal Media Te Post Sheare Na Koray Batter.
  2. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ ?
  3. mdshaa059 Contributor says:
    ধন্যবাদ ভাই আপনাকে
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ এটা খুঁজছিলাম অনেক দিন ধরে

Leave a Reply