গুগল এডসেন্স!সে তো হলো সোনার হরিণ।ব্লগিং কিংবা ইউটিঊবিং যেটাই করি না কেনো,সেখানে থেকে ইনকাম করার জন্য গুগল অ্যাডসেন্স এর বিকল্প নেই।কিন্তু অ্যাডসেন্স পাওয়া এতটাও সহজ নয়।অ্যাডসেন্স পেতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়।অ্যাডসেন্স পেয়ে গেলে সেটার সঠিক ব্যবহার করলে তবেই সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব হয়।

যাদের ব্লগে অ্যাডসেন্স এপ্রুভাল রয়েছে,তারা নিশ্চয়ই লক্ষ করেছেন যে,অ্যাডসেন্সের অ্যাড কোড ব্লগারে অ্যাড করার পর ব্লগের স্পীড অনেক স্লো হয়ে যায়।পেজ স্পীড কিন্তু আমাদের ব্লগ এবং এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পেজ স্পীড যদি অনেক স্লো হয়ে,তবে আমরা অনেক ভিজিটর হারিয়ে ফেলি।তাই আমাদের ওয়েবসাইটের পেজ স্পীড ফাস্ট রাখা গুরুত্বপূর্ণ।

অ্যাডসেন্স ব্যবহার করার পাশাপাশি ওয়েবসাইটের পেজ স্পীড ফাস্ট রাখার উপায় কি তাহলে?উপায় একটাই, Lazyload Adsense ব্যবহার করে।এতে করে ওয়েবসাইটের স্পীড যেমন ঠিক থাকবে,ঠিক তেমনি অ্যাডসেন্স ও ব্যবহার করা যাবে কোনো সমস্যা ছাড়াই।

Lazyload কী?

Lazyload হচ্ছে এক ধরনের স্ক্রিপ্ট।যেটি আমাদের ব্লগে অ্যাড করার পর উক্ত স্ক্রিপ্ট/ইমেজ/অ্যাডস পুরো ব্লগ লোড হওয়ার পর লোড নেয়।মনে করুন,আমরা Lazyload Image script অ্যাড করলাম আমাদের ব্লগে,এতে করে কেউ যখন আমাদের ব্লগ ভিসিট করবে,তখন ওয়েবপেজটি দ্রুত লোড নিবে ইমেজ ছাড়া।পেজ পুরো লোড নেয়ার পর ইমেজগুলো লোড হবে।এতে করে যেমন আমাদের পেজ স্পীড ফাস্ট থাকবে ঠিক তেমনি এসইও এর জন্য অনেক হেল্পফুল হবে।

Lazyload Adsense কী?

Lazyload Image এর মত Lazyload Adsense Ads Script কাজ করে। Lazyload Adsense Ads স্ক্রিপ্ট অ্যাড করলে আমাদের ব্লগের ভিজিটর যখন আমাদের ব্লগ ভিজিট করবে,তখন অ্যাডস গুলো প্রথমে লোড নিবে না।পুরো ওয়েবপেজ লোড হওয়ার পর অ্যাডস লোড নিবে।এতে করে অ্যাডস ছাড়া ওয়েবপেজটি লোড হওয়ায় দ্রুত লোড নিবে।এবং পেজটি পুরো লোড হওয়ার পর অ্যাডস লোড নিবে।এতে যেমন ওয়েবপেজ লোডিং টাইম কম হবে তেমনই অ্যাডসেন্স অ্যাডস ও ঠিক থাকবে।

Lzyload অ্যাডসেন্স স্ক্রিপ্ট দিয়ে আমরা আমাদের ব্লগের পেজ স্পীড বাড়াতে পারবো পাশাপশি এসইও স্কোর বাড়াতে পারবো।কারণ,পেজ স্পীড এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমাদের ওয়েবসাইটের স্পীড কম হলে অনেক ভিজিটর পেজ পুরো লোড হওয়ার আগেই ওয়েবসাইট থেকে বের হয়ে যায়।এতে করে আমাদের সাইটের বাউন্স রেট বেড়ে যায়।

কীভাবে ব্লগারে Lazyload Adsense যুক্ত করবেন?

Blogger CMS ব্যবহার করে আমরা যারা ব্লগিং করি,তাদের জন্য অনেক কিছুই একটু কষ্ট করে করতে হয়।যেমন ওয়ার্ডপ্রেস এর জন্য অনেক প্লাগইন রয়েছে,যেগুলো ব্যবহার করে সহজেই অনেক কাজ করা যায়।আজকে আমি দেখাবো কিভাবে আপনি ব্লগারে Lazyload অ্যাডসেন্স অ্যাডস স্ক্রিপ্ট যুক্ত করবেন।নিচে দেখানো স্টেপগুলো ফলো করুন ব্লগারে লেজিলোড অ্যাডসেন্স অ্যাডস স্ক্রিপ্ট যুক্ত করতে।

  • প্রথমেই আপনার Blogger Dashboard এ যান।
  • তারপর Theme এ ক্লিক করুন অতঃপর drop-down মেনু থেকে Edit HTML অপশনে ক্লিক করুন।
  • থিমের ভিতর যদি আগে থেকে কোনো অ্যাডস কোড থাকে,সেগুলো রিমুভ করে ফেলুন।
  • এখন সার্চ করুন </body> এবং নিচে দেয়া কোডগুলো </body> ট্যাগ এর উপরে পেস্ট করে দিন।(মোবাইল দিয়ে সার্চ করার জন্য Hackers Keyboard ব্যবহার করুন।)
<script>/*<![CDATA[*/
var lazyadsense2 = false;
window.addEventListener("scroll", function(){
if ((document.documentElement.scrollTop != 0 && lazyadsense2 === false) || (document.body.scrollTop != 0 && lazyadsense2 === false)) {
(function() { var ad = document.createElement('script'); ad.setAttribute('data-ad-client','ca-pub-123456789xxxxxxx'); ad.async = true; ad.src = 'https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'; var sc = document.getElementsByTagName('script')[0]; sc.parentNode.insertBefore(ad, sc); })(); lazyadsense2 = true; } }, true); /*]]>*/ </script>

কপি করতে কোনো সমস্যা হলে এখানে ক্লিক করে কোডগুলো ডাউনলোড করে নিন।

বিশেষ দ্রষ্টব্য : কোডগুলো পেস্ট করার আগে অবশ্যই ca-pub-xxxxxxxxxxxxxxxx কোডটি আপনার ca-pub-…. কোড এর সাথে রিপ্লেস করে নিবেন।

সাধারণত ব্যবহার করা অ্যাড ইউনিট কোডগুলো :

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- link -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-880246522xxxxxxx"
     data-ad-slot="69271xxxxx"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

এই অ্যাড ইউনিট গুলো পেজস্পীড স্লো করে দেয়।তাই এগুলো ব্যবহার না করে উত্তম।নতুন অ্যাড ইউনিট বানানোর পর সেটা একটু মডিফাই করে নিচের দেয়া কোড এর মত করে নিলে সেটা পেজ স্পীড বাড়াতে সাহায্য করবে।

Recommended Ads Unit Code :

<ins class="adsbygoogle"
style="display:block" data-ad-client="ca-pub-123456789xxxxxxx" data-ad-slot="12345xxxxx" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

ca-pub-…. এবং data-ad-slot=…. এই ২টা এডিট করে নিয়ে সেটা পোস্ট/পেজে অ্যাড করলে পেজ স্পীড কমবে না।

উপসংহার

এই পোস্টে আমি দেখিয়েছি কিভাবে ব্লগারে Lazyload Adsense Ads ব্যবহার করবেন।পোস্টের কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবেন।ব্লগিং সম্পর্কিত যেকোনো সমস্যায় কমেন্ট করুন।

প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট , ব্লগিং টিপস , ব্লগার উইজেট স্ক্রিপ্ট , এসইও টিপস পেতে ভিজিট করুন আমার Blogen ব্লগ।আল্লাহ হাফেজ।

15 thoughts on "How to Add Lazyload Adsense Ads Script for Blogger"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    ভাইয়া এই কোডিং মনে রাখা টা হলো একটা ঝামেলা
    1. Levi Author Post Creator says:
      পোস্টের কোথাও কোডিং মনে রাখার কথা বলেছি??এগুলো কপি পেস্ট করার জন্য।কপি করে থিমের ভিতর পেস্ট করবেন।যুক্তিসঙ্গত মন্তব্য করুন।?
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      ঠিক আছে ধন্যবাদ
    1. Levi Author Post Creator says:
      ?
  2. S. Rayhan Contributor says:
    ভাই এটা বুঝতে পারছি,
    তবে এডসেন্স পাওয়ার আগের করনীয় গুলা জানতে চাচ্ছি।
    1. Levi Author Post Creator says:
      অ্যাডসেন্স এর পলিসি গুলো মেনে চললেই হবে।এই নিয়ে ট্রিকবিডিতে অনেক পোস্ট আছে।
  3. Shakil khan Author says:
    টাইটেল ইংরেজিতে কনটেন্ট বাংলায় কেন?
    1. Levi Author Post Creator says:
      কন্টেন্ট ও ইংলিশ চান?? নাকি টাইটেল ইংলিশ দেয়ায় কোনো সমস্যা হচ্ছে??
    2. Shakil khan Author says:
      দুটো বাংলা নয়তো দুটোই ইংরেজিতে লেখা শ্রেয়। ইংরেজিতে পড়বে বলে কেউ ক্লিক দিয়ে বাংলা দেখলে একধরণের বিরক্ত হবে৷ এটা গুগলও সমর্থন করে না। আপনার লেখা দারুন, খুবই মার্জিত। তাই এসইও এর ছোট ছোট বিষয় খেয়াল রাখবেন।
    3. Levi Author Post Creator says:
      বাংলাদেশী অনেকেই ইংলিশে লিখেই সার্চ দেয়।এমন উদাহরণ ও রয়েছে।
    4. Charm. Contributor says:
      HAHAHA vai emonvabe bolchen jeno keu banglay likhbe লেজিলোডিং কিভাবে সংযুক্ত করে ?
    5. Levi Author Post Creator says:
      Literally, এটাই বলতে চেয়েছিলাম আমি।?
  4. Naim Siddique Author says:
    সুন্দর হয়েছে।
    1. Levi Author Post Creator says:
      ধন্যবাদ।

Leave a Reply