হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিক বিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো যেভাবে ব্লগার এর পোস্টের লিংক থেকে “?m=1” লেখাটি রিমুভ করবেন । ব্লগারে এই সমস্যাটি অনেকেই সমাধান করতে পারে না। যার কারণে তাদের এসইও তে একটু সমস্যা হয়।  তাই আমি আজকে এই পোস্টটি নিয়ে এসেছি  ব্লগারের পোস্ট লিঙ্ক থেকে “?m=1” এই লেখাটি রিমুভ করতে আমার এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন ।

ব্লগার হলো এমন একটি প্ল্যাটফর্ম যেটি অনেকেই ব্যবহার করে থাকে অথবা ব্যবহার করেছে।  এর মূল কারণ হলো ব্লগার ওয়েবসাইটটি গুগল এর দ্বারা পরিচালিত হয়।  আরেকটি বড় কারণ হলো ব্লগারে কোন রকম হোস্টিং কিনতে হয় না। এতে ভালো পরিমাণ ফ্রি হোস্টিং দেওয়া থাকে।  আবার একটি সাব ডোমেইন ও দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে  যার কারণে ব্লগারের গ্রাহক সংখ্যা অনেক বেশি। তাহলে চলুন শুরু করা যাক ।

Script – https://pastebin.com/EJ5HmttT

আমি আপনাদের একটি ছবি দেখাচ্ছি এখানে দেখুন “?m=1” রয়েছে

এটি রিমুভ করার জন্য প্রথমে আপনারা ব্লগার এর ড্যাশবোর্ড এ যাবেন এবং ব্লগার এর থ্রি ডট আইকনে ক্লিক করবেন

 

এখানে আপনারা  থিম অপশনে ক্লিক করবেন

এরপর কাস্টমাইজ এর নিচে অ্যারো বাটনে ক্লিক করবেন

এখানে এডিট এইচটিএমএল বাটনে ক্লিক করবেন। আর যাদের ক্লাসিক থিম থাকবে ডিরেক্ট এডিট এইচটিএমএল বাটনে ক্লিক করবেন

এরপর গুগল ক্রোমের থ্রি ডট আইকনে ক্লিক করবেন

এখানে ফাইন্ড ইন পেজ অপশনে ক্লিক করবেন

এরপর head  লিখে সার্চ দিবেন

আমি একটি লিংকের ভিতর এই স্ক্রিপ্টটি দিয়ে দিয়েছি সেটি কপি করে head ট্যাগ এর মধ্যে পেস্ট করে দিবেন

এখানে সেভ অপশনে ক্লিক করবেন

এখন দেখতে পাচ্ছেন আর “?m=1” দেখা যাচ্ছে না

 

আপনারা কি জানেন কেন এটি ব্লগ পোষ্টের লিংকে আসে?

যখনি আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট এ প্রবেশ করবেন তখনই এটি দেখতে পারবেন। মানে মোবাইল দিয়ে ভিজিট করার কারণে এটি আসে। ব্লগ পোস্টের লিংক সুন্দর করার জন্য এবং এসইও করার জন্য আপনারা এটি রিমুভ করতে পারেন। এটি রিমুভ করতে গিয়ে আপনার যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন।

11 thoughts on "ব্লগ পোস্টের লিংক থেকে “?m=1” রিমুভ করুন"

  1. Nayan Contributor says:
    কোড কোথাই
    1. Tamim Author Post Creator says:
      ধন্যবাদ ভাই মনে করিয়ে দেওয়ার জন্য।
  2. Rahul Islam Contributor says:
    এটা রিমুভ না করায় ভালো
    1. Tamim Author Post Creator says:
      যার যার ব্যক্তিগত বেপার
  3. এটা রিমুভ করলে কি SEO তে ইফেক্ট পড়বে ?
    1. Tamim Author Post Creator says:
      না
  4. Sohag Sarkar Contributor says:
    Post index plm niye post den
    1. Tamim Author Post Creator says:
      সমাধান জানলে করার চেষ্টা করবো।

      ধন্যবাদ

  5. Www.StarquaitHD.my.id/ Contributor says:
    ভাই আমাকে একটা হেল্প করেন না পিল্জ,blogger এ কিভাবে Drict link দিয়ে video embed করতে হয়। সারা ইন্টারনেট খুঁজে ও পারতেছি না, যদি একটা পোস্ট দিতেন অনেক উপকার হতো।
    1. Tamim Author Post Creator says:
      Telegram id – @tamim360
      মেসেজ দিয়েন।
  6. Abdus Sobhan Author says:
    Thanks, Working.
    But seo te ki kono effect felbe ?

Leave a Reply