Be a Trainer! Share your knowledge.
Home » Broadband Tricks » নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method)

নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method)

#পোস্ট ২৩


আসসালামু আলাইকুম, সবাইকে। গত পোস্টে আমি দেখিয়েছিলাম পিসি দিয়ে কীভাবে করবেন আজ দেখব স্মার্টফোন দিয়ে কীভাবে করবেন। গিটহাবের অংশটুকু একই থাকায় সেটা আগের পোস্ট থেকে কপি পেস্ট করলাম আর লিংক বের করার কাজটুকু ভিন্ন হওয়ায় সেটা নতুন করে লিখব।

উল্লেখ্য, গত পোস্টে একজন কমেন্ট করেছিলেন যে লিংক কিছুক্ষণ পর কাজ করে না। এর সমাধান হল, আপনাদের আইএসপি থেকে লিংক চেয়ে নিতে হবে। নিজে নিজে লিংক খুঁজে নিলে কাজ হবে না। কারণ পাবলিক আইপিটিভি সার্ভারের লিংক কিছুক্ষণ পর এক্সপায়ার হয়ে যায়।

(আইএসপি থেকে লিংক নিতে কোনো ধরণের টাকার প্রয়োজন হয় না। চাইলেই দিয়ে দিবে।)

এখন আসল কাজ শুরু করা যাক।


 

প্রয়োজনীয় সরঞ্জামঃ

 

শুরুতেই দেখাব কীভাবে M3U8 ফাইল খুঁজে বের করবেন।

শুরুতেই প্লে স্টোর থেকে 1dm অ্যাপটি ডাউনলোড করে নিন।

অ্যাপটি ওপেন করে ব্রাউজারে গিয়ে আপনার আইপিটিভি সার্ভার এড্রেস লিখে সার্চ দিন।

এখানে আপনি যেই চ্যানেলের লিংক নিতে চাচ্ছেন সেটা প্লে করুন এবং প্লে হওয়ায় পর্যন্ত অপেক্ষা করুন।

উপরে ৩ ডটে ক্লিক করলে View Page resources এ ক্লিক করুন।


এখানে অনেক লিংক দেখতে পারবেন সেখান থেকে m3u8 লেখা আছে এমন লিংকে ক্লিক করে লিংক কপি করুন।

আমার এখানে m3u8 এর পরেও অনেক অংশ দেখা যাচ্ছে সেজন্য সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি নোটপ্যাড ব্যবহার করছি সাময়িকভাবে সেইভ রাখার জন্য।


এই লিংকটি যেকোনো যায়গায় সেইভ করে রাখুন। পরবর্তীতে কাজে লাগাবে।

 

PlayList যেভাবে বানাবেন।

শুরুতেই গিটহাবে একটি নতুন Repository তৈরি করে নিবেন। অবশ্যই সেটিকে পাবলিক রাখবেন। (নাম দেওয়ার ক্ষেত্রে ‘IPTV’ ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে ব্যান হওয়ার আশঙ্কা থাকে।)

নতুন ফাইল তৈরি করবেন যার নামের শেষে .m3u এক্সটেনশন যুক্ত করবেন।

 

এখানে ২ লাইনে কোড লাগবে সেটি পেস্ট করুন এবং প্রতিটা নতুন চ্যানেল যুক্ত করার ক্ষেত্রে এই কোড কপি পেস্ট করলেই হবে। শুধু লিংকগুলো আপডেট করবেন।
(EXTM3U লেখাটি শুরু একবারই পেস্ট করতে হবে।)

#EXTM3U

#EXTINF:-1 tvg-logo=”https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ef/NTV_%28Bangladesh%29_logo.svg/200px-NTV_%28Bangladesh%29_logo.svg.png” group-title=”Bangla”, NTV
http://tv.dugdugilive.com:8080/0ne$ky23/NTV/index.m3u8

tvg-logo এর কোটেশন মার্কের ভিতরে আপনার চ্যানেলের লোগো লিংক দিতে হবে। তারজন্য উইকিপিডিয়া থেকে নিতে পারেন।

 

group-title=”Bangla” এখানে কোটেশন মার্কের ভিতর আপনার চ্যানেলের টাইপ দিবেন

 

কমার পর চ্যানেলের নাম দিবেন

পরবর্তী লাইনে চ্যানেলের M3U8 ফাইলের লিংক (যেটা আমরা শুরুতে নিয়ে রেখেছিলাম।)

 

এবারে Commit changes দিয়ে ফাইলটির লিংক কপি করে যেকোনো আইপিটিভি প্লেয়ারে পেস্ট করুন।

ব্যাস কাজ শেষ।

ফোনের জন্য Televizo ও পিসির জন্য Kodi ব্যবহার করতে পারেন।

অ্যাপে কীভাবে পেস্ট করতে হবে সেটা আশা করছি আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না।

Credit: ট্রিকটি শিখতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে Likhon ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ। তিনিও ট্রিকবিডির একজন অথোর।

সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করায় চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে সেজন্য ভিডিওটি টেলিগ্রামে দিলাম। আপনাদের যদি পোস্টটি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও দেখে করতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল লিংকঃ Solutions of Technology


আজকের পোস্ট এখানেই শেষ করছি। এমন ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


More about me

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। ?আমার ব্লগ সাইট?

1 year ago (Oct 29, 2023)

About Author (25)

Shoruv
author

Fairy tales spun by people too afraid to look life in the eye!

Trickbd Official Telegram

19 responses to “নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method)”

  1. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:

    অসাধারণ পোস্ট। চালিয়ে যান ভাই ?

  2. MD Nazmul Hssen Contributor says:

    একদিন পরেই বন্ধ হয়ে যায়।
    কারণ তারা প্রতিনিয়ত সার্ভার চেঞ্জ করে

    • Shoruv Author Post Creator says:

      সেটার সম্ভাব্য কারণ আমি পোস্টের শুরুতেই উল্লেখ করেছি।
      আপনি লিংক ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন সেখানে কোনো টোকেন বা বাড়তি অংশ নেই যা পরিবর্তনশীল। আপনি যদি টোকেনসহ রাখেন বা পাবলিক সার্ভার থেকে কপি করেন অথবা আইএসপির নিজস্ব আইপিটিভি সার্ভার না থাকায় তারা পাবলিক সার্ভারের লিংক দেয় সেক্ষেত্রে এমন সমস্যা হয়।

      আপনি ভিডিও টিউটোরিয়ালে দেখতে পারেন সেটা আজ থেকে ১০ দিন আগে ভিডিওটি তৈরি করা, আর আমি প্লেলিস্টটি বানিয়েছিলাম তার আরো ২-৩ দিন আগে। সেটা এখনো চলছে। মাত্র চেক করে এসে কমেন্টটা করলাম।

  3. MD Nazmul Hssen Contributor says:

    আর এত ঝামেলা করার দরকার নেই। Github লাগে না।
    প্লেলিস্ট এর জন্য আপনাকে কিছু তথ্য জানা লাগবে আমি একটা m3u নমুনা টেক্সট দিলাম ভালো মত বুঝবার চেষ্টা করেন ।

    m3u format :
    #EXTM3U
    #EXTINF:-1 tvg-logo=”” group-title=””,

    Format follow করে বানানো m3u টেক্সট ফাইল । আপনি মোবাইল বা পিসি থেকে যেকোনো টেক্সট এডিটর ওপেন করে নিচের টেক্সট টি কপি করে পেস্ট করে save as এ গিয়ে .text এর জায়গায় .m3u অথবা .m3u8 হিসাবে save করবেন যে কোন নাম দিয়া । আপনি এভাবে নিচের টেক্সট ফলো করেন যত ইচ্ছা m3u লিঙ্ক দিয়া ফাইল বানাতে পারবেন । শুধু মনে রাখবেন এর জন্য আপনার লাগবে m3u channel এর লিঙ্ক আপনি চাইলে লোগো আর গ্রুপ না ব্যাবহার করেই ফাইল বানাতে পারবেন এর জন্য এই পরশন বাদ দিয়ে শুধু #EXTINF:-1,COLORS BANGLA HD এত টুকু নিলেই হবে। নিচে আমি ২ টার নমুনা দিয়ে দিলাম ।

    M3U ফাইল লোগো আর গ্রুপ সহ ।
    #EXTM3U
    #EXTINF:-1 tvg-logo=”https://static.wikia.nocookie.net/logopedia/images/3/3e/Colors_Bangla_HD.jpg” group-title=”BANGLA”, COLORS BANGLA HD
    https://prod-ent-live-gm.jiocinema.com:443/bpk-tv/Colors_Bangla_HD_voot_MOB/Fallback/index.m3u8

    M3U ফাইল লোগো আর গ্রুপ ছাড়া।
    #EXTM3U
    #EXTINF:-1, COLORS BANGLA HD
    https://prod-ent-live-gm.jiocinema.com:443/bpk-tv/Colors_Bangla_HD_voot_MOB/Fallback/index.m3u8

  4. mdkibro Contributor says:

    ধন্যবাদ ভাই অসাধারণ হয়েছে,,, আচ্ছা ভাই অনেকে দেখছি m3u এর মধ্যেই username password সিস্টেম করে এটা কেমনে করে

    • Shoruv Author Post Creator says:

      স্বাগত ভাই।
      আমার সেটা সম্পর্কে ধারণা নেই তবে চেষ্টা করব জানামাত্রই শেয়ার করার।

  5. mdkibro Contributor says:

    আচ্ছা ধন্যবাদ ভাই ❤️

  6. Sohelarman4374 Author says:

    ধন্যবাদ অনেক সুন্দর পোস্ট হয়েছে

  7. Mahmudul Contributor says:

    vaiyer basa ki rajshahi naki???

  8. MD Nazmul Hssen Contributor says:

    Playlist বানাতে GitHub এর প্রয়োজন নাই ভাই। যেকোনো টেক্সট এডিট দিয়ে ওই কোডের পর পর IPTV লিংক দিলেই হয়ে যায়

  9. MD Nazmul Hssen Contributor says:

    ভাই টোকেন গুলো কেটে দিলে
    403 Unauthorized
    Streamer protection system doesn’t allow you to watch this content.

    এটা দেখায় কেনো

  10. MD Nazmul Hssen Contributor says:

    ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে

  11. TrickBD Support Moderator says:

    Well.
    You are doing great!
    Keep it up.

Leave a Reply

Switch To Desktop Version