কেমন আছেন সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের সাথে নতুন একটি চমৎকার ট্রিক শেয়ার করতে চলে আসলাম ।

আজকে আমরা জানার চেষ্টা করবো যে , কিভাবে জানা যায় আমাদের WiFi এর আইপি রিয়েল নাকি শেয়ারড । যারা জানেন না রিয়েল আইপি কি তাদের জন্য সংক্ষেপে বলতে চাই যে রিয়েল আইপি মানে আপনি যে আইপি অ্যাড্রেস ব্যবহার করবেন সেটা অন্য কোন বাবহারকারি ব্যবহার করবে না । এতে আপনার প্রাইভেসি সুরক্ষিত থাকবে এবং আপনার স্পীড কখনো নিচে নামবে না বিশেষ কারণ ছাড়া । অনেকে জানেন যে রিয়েল আইপি কি আর শেয়ারড আইপি কি । কিন্তু তারা এটা জানেন না যে কিভাবে নিজের আইপি রিয়েল নাকি শেয়ারড তা বের করা যায় । তাদের জন্যই আজকের ট্রিক । চলুন শুরু করা যাক …

যা যা লাগবে :
–>কম্পিউটার বা ল্যাপটপ এ UTORRENT ইন্সটল করা থাকতে হবে ।

যেভাবে জানবেন :

১। প্রথমে আমি আপনাদের কে আমার আইপি টা দেখাই

২। আপনার আইপি না জানলেও চলবে । এবার আপনার টরেন্ট ওপেন করে CTRL ও G বাটন একসাথে প্রেস করুন ।


৩। বাটন দুইটি প্রেস করলে দেখবেন আপনার সামনে একটা পপ আপ ওপেন হয়েছে । সেখানে একটা পোর্ট নাম্বার পাবেন । পোর্ট নাম্বার টি কপি করে নিন ।

৪। এবার এই ওয়েবসাইট এ চলে যান ।

৫। ওয়েবসাইট টিতে যাওয়ার পর আপনি আপনার নিজের আইপি দেখতে পাবেন ।

৬। এবার দেখুন পোর্ট নামে একটা বক্স আছে । সেখানে আপনি টরেন্ট থেকে যে পোর্ট কপি করেছিলেন সেটা পেস্ট করে CHECK PORT এ ক্লিক করুন ।

 

 

যদি দেখেন নিচের মতো SUCCESS লেখা এসেছে তাহলে বুঝবেন আপনার আইপি রিয়েল । আর এটা বাদে অন্য যেকোনো লেখা আসলে বুঝবেন আইপি শেয়ারড । বাসাবাড়িতে সাধারণত সবাই শেয়ারড আইপি এর লাইন ব্যবহার করে থাকে । রিয়েল আইপি এর লাইন এ খরচ দুই থেকে তিন গুন দিতে হয় ।

পোষ্ট টি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট এ ।

4 thoughts on "কিভাবে বুঝবেন আপনার আইপি রিয়েল নাকি শেয়ারড ?"

  1. Cyber mad Contributor says:
    Google এ গেলে আমার location দেখায় ঢাকা ।কিন্তু আমি অন্য জেলায় থাকি।এটি কেন হয়?
    1. STI Lover Author says:
      ak e to amar e.
  2. Promit Contributor says:
    What is the benefit of shared or real ip address?

Leave a Reply