প্রসেসর কম্পিউটারের অন্যতম প্রধান
হার্ডওয়্যার। প্রসেসর কম্পিউটারের সকল
কাজ করে থাকে। মূলত একেই CPU (Central
Processing Unit) বলে। প্রসেসর নির্মাতা
প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল
Intel এবং AMD (Advanced Micro Device)। এই
দুটি কোম্পানিই ভালো। তবে সবচেয়ে
জনপ্রিয় এবং কিছু প্রযুক্তিগত দিক থেকে
Intel এগিয়ে রয়েছে। তবে বর্তমানে AMD ও
তাদের APU (acceleration processing Unit)
প্রসেসরের ম্যাধ্যমে বাজারে সুলভ মূল্যে
বেশ কিছু ভাল প্রসেসর এনেছে। বর্তমানে
বাজারে এখানে গিয়ে বাজার দর
দেখুন।
যেহেতু প্রসেসর কম্পিউটারের সকল কাজ
করে থাকে এবং যার ভূমিকা সবচেয়ে
গুরুত্বপূর্ণ, তাই এটি কেনার সময় বিশেষ
সতর্কতা নিতে হবে।

১. প্রসেসরের Clock Speed কত, সেটা লক্ষ্য
করতে হবে। ক্লক স্পিড যত বেশি হবে,
প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি
হবে। শুধু clock speed নয়, প্রসেসরের Cache
Memory (ক্যাশ মেমরি) কত তাও লক্ষ্য করতে
হবে। ক্যাশ মেমরির মধ্যে প্রকারভেদ
রয়েছে। এর মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাশ
মেমরি হল L3 Cache। আরেকটি গুরুত্বপূর্ণ
বিষয় হল প্রসেসরে কয়টি কোর(core) এবং
কয়টি থ্রেড(thread) আছে তা খেয়াল করতে

হবে। কোর এবং থ্রেড এর সংখ্যা বেশি হলে
স্পিড বাড়বে। এছাড়া FSB (Front Serial Bus)
এর পরিমাণ লক্ষ্য করতে হবে। FSB বেশি হলে
স্পিড বেশি হবে। তাই মাদারবোর্ডের বাস
স্পিডের সাথে মিল রেখে প্রসেসর কেনা
উচিৎ। যদিও নতুন প্রসেসর গুলোতে FSB
ব্যবহার করা হয় না। এর পরিবর্তে QPI ব্যবহৃত
হয়।

২. প্রসেসরের সিরিজ কী, সেটাও খেয়াল
রাখার একটি বিষয়। কারণ সিরিজ যত উন্নত
হবে, প্রসেসর মান বাড়বে। Intel এর প্রথম
দিককার প্রসেসর এর মধ্যে রয়েছে, Pentium
Series। পরবর্তীতে ধারাবাহিকভাবে
এসেছে, Celeron series, Core Series, i Series।
তেমনি AMD এর প্রসেসর গুলো হল Sempron,
Athlon, AMD Athlon X2, AMD Athlon II X2, AMD
Phenom, AMD FX, AMD APU ইত্যাদি। তাই
সবসময় নতুন সিরিজের প্রসেসর কেনা ভাল।
কিন্তু প্রসেসরটি যেন আপনার মাদারবোর্ডে
সমর্থন করে সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।

৩. প্রসেসরের একটি বিশেষ ফিচার হল Hyper
Threading Technology। কারণ এ প্রযুক্তি
Multitasking কাজ করার ক্ষেত্রে বিশেষ
কার্যকরী ভুমিকা রাখে। এছাড়া Intel
প্রসেসরের ক্ষেত্রে Turbo Boost Technology
রয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। এই
প্রযুক্তি বিশেষ বিশেষ প্রয়োজনের সময়
প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি করে।

৪. প্রসেসরে GPU (Graphics Processing Unit)
রয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।
প্রয়োজনে অনলাইল থেকে নির্বাচিত
মডেলের প্রসেসরের স্পেসিফিকেশন দেখে

নিন। প্রসেসরে GPU থাকলে এবং ভালো
মাদারবোর্ড ব্যবহার করলে External Graphics
Card প্রয়োজন হয় না। AMD এর APU
(acceleration processing Unit) প্রসেসরে আলদা
Graphics Processing Unit রয়েছে। যা দিয়ে
হাই ডেফিনেশন ভিডিও,গেমস ও অন্যান্য
গ্রাফিকাল কাজ করা যায়।
৫. প্রসেসরেটি যে দোকান থেকে কিনছেন
সেই দোকানের ক্রেতাদের কীরূপ গ্রাহক
সেবা দেয় তা জেনে নেওয়া ভাল।
সেক্ষেএে পরিচিত লোকদের সাহায্য নিতে
পারেন। বাজারে অনেক সময় খোলা
হার্ডওয়্যার পাওয়া যায়। কখনোই এগুলো
কেনা উচিৎ নয়।প্রসেসর ক্রয় করার পূর্বে
পূর্বোল্লিখিত লক্ষণীয় বিষয় গুলো
বিবেচনায় রাখা উচিৎ।
আশা করি এই টিউনের ম্যাধ্যমে
প্রসেসর ক্রয় করতে সুবিধা পাবেন। ধন্যবাদ।
.
.

5 thoughts on "কম্পিউটার এর প্রসেসর কিনবেন? কিনার আগে দেখে নিন উপকৃত হবে।"

  1. shahidul122 Contributor says:
    Computerer bixoy Ami joto webside khulesi ar moto valo webside,ato valo poramorsho kothao paini. Very Very thanks to this webside…
  2. Rihan Author Post Creator says:
    welcome আমা্র পোষ্ট পড়ে আপনি খুশি হয়েছেন।
  3. Easin khan Contributor says:
    Nice post….
  4. Raju Author Post Creator says:
    thanks…….

Leave a Reply