আসসালামু আলাইকুম

 আপনাদের মাঝে হাজির হয়েছি  মোবাইল দিয়ে সি প্রোগ্রামিং ইডিট করার সবথেকে ভালো অ্যাপস ৷

আলোচনা: 

মোবাইলে প্রগ্রামিং করা আসলেই বেশ ঝামেলার। তবে আমি এখন পর্যন্ত মোবাইলেই করছি। আমিও আগে ভাবতাম যে মোবাইলে কোড করা সম্ভব না । কিন্ত যেদিন Cpp Droid অ্যাপটা পাই সত্যিই অবাক হয়েছিলাম।

এটার ইউয়াই কোডব্লকস থেকে খুব বেশি আলাদা না। সাথে কোড এনালাইসিস , নেভিগেশন, এক্সাম্পল, টিউটোরিয়াল ইত্যাদি র কারণে এটা আমার বেস্ট মনে হয়েছে। তবে কোড লেখার জন্য যেসব চিহ্ন দরকার হয় সেগুলো জেন সহজেই টাইপ করা যায় এমন কিবোর্ডও দরকার।

Features:
* code complete *
* real-time diagnostics (warnings and errors) and fixes *
* file and tutorial navigator (variables, methods, etc)

* static analysis *
* smart syntax highlighting
* portrait/landscape UI
* auto indentation and auto pairing (configurable)
* configurable code syntax highlighting (themes) *
* compile C/C++ code (no root required)
* works offline (built-in compiler, no internet connection required)
* great C/C++ code examples included *
* detailed C++ tutorial and learn guide included *
* add-ons manager and auto updates
* Dropbox support *
* Google Drive support *

CppDroid – C/C++ IDE – Apps on Google Play

কিছু স্ক্রীনশট:

Use CppDroid stor spees:

CppDroid প্রথম বার লঞ্চ করতে  ফোনের  (প্রায় 150 এমবি লাগবে) ইনিস্টল হবার পর 215 এমবি অভ্যন্তরীণ স্টোরেজ স্পেস প্রয়োজন। অ্যান্ড্রয়েড সুরক্ষার কারণে এটি এসডি কার্ডে পার করা যায় না।

তো বন্ধুরা আজকের পোস্টটি কেমন লাগলো আপনাদের . কমেন্ট করে জানাতে ভুলবেন না ৷ পরবর্তী পোস্ট পর্যন্ত ট্রিকবিডি সঙ্গে থাকুন খোদা হাফেজ ৷

4 thoughts on "মোবাইলে সি প্রোগ্রামিং কোড রান করার জন্য সবচেয়ে ভালো এডিটর এপস"

  1. Argho Contributor says:
    Ata onek aga theke use kori.
    Valo app
    Kintu app a akta BUG ase.
    Hothat hotha kore app ta bondho hoa jai.

    Deploper onek din dhore unctive.
    App ta develop kora na.
    2 bosor hoa gese. Kintu kono update aseni akhono porjonto.

  2. Argho Contributor says:
    Apps ta kintu valoi
    Nice post.
    Good app

Leave a Reply