সি-প্রোগ্রামিং নিয়ে আমার লেখা এটা প্রথম পর্ব।

আজকের পর্বে শুধু সি-প্রোগ্রামিং এর পরিচিতি ও প্রোগ্রাম রান করার জন্য কম্পাইলার সেট আপ করবো এবং তার সম্পর্কে জানবো।

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কী?
– বইয়ের ভাষায় বলবো না। আমি প্রোগ্রামিং ভাষা কে যেভাবে দেখি- ” প্রোগ্রামিং ভাষাকে একটি ডিকশনারির সাথে তুলনা করতে পারেন। একটা ডিকশনারিতে অনেক অনেক শব্দ থাকে যেগুলোর সজ্জিত ও অর্থবহ ব্যবহার করে বাক্য গঠন করি এবং তার মাধ্যমে লোকজনের সাথে কথা বলি। এখন এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজও এমনি, এটা তে বহুত শব্দ আছে যেগুলো দিয়ে আমরা কম্পিউটার কে নিজের মনের কথা বলতে পারি। এখন আমরা কম্পিউটার এর সাথে তো সুখ দুঃখের আলাপ নিশ্চয় করবো না, তাইনা? ? আমরা কম্পিউটার কে নিজের মনের কথা তখনই বুঝাতে চাই যখন আমরা কম্পিউটার কে কোনো কাজ করাতে চাই। সেটাই হলো প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার এর ভাষা। ”

সি প্রোগ্রামিং হলো খুবই জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, এখন কম্পিউটারের সাথে এই ভাষায় কথা বলতে অর্থাৎ তাকে কাজ নির্দেশ করতে এটা শেখা।

সি প্রোগ্রামিং:
সি একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মাণ করেন ডেনিস রিচি, বেল ল্যাবে ‘৭০এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম এর কোড লেখা, কিন্তু অচিরেই এটি একটি বহুলব্যবহৃত ভাষায় পরিণত হয়। সি++ ও জাভাসহ পরিবর্তীকালের অনেক প্রোগ্রামিং ভাষার উপর সি’র গভীর প্রভাব পড়েছে।
Source: Wikipedia

কম্পাইলার কী?
– যে অ্যাপ এর মাধ্যমে আপ্নারা কোনো কোড লিখে তার আউটপুট দেখতে পারবেন, সেটাকেই মুলত কম্পাইলার বলা হয়।

অ্যান্ড্রয়েডের জন্য কম্পাইলারঃ
আমি অফলাইন কম্পাইলার ব্যবহার করার সাজেস্ট করবো সবাইকে। এতে আপনি ইন্টারনেটবিহীন পরিস্থিতি তেও প্র‍্যাক্টিস করতে পারবেন।
Mobile C কম্পাইলার-

আমি এইটাই ব্যবহার করবো এই পর্ব এবং আগামী পর্ব গুলোতে৷ এটা পেইড অ্যাপ। তবে আমি থার্ড পার্টি থেকে ডাউনলোড করেছি।
লিংকঃ ApkSOS

প্লে-স্টোর লিংকঃ Play Store

যারা পাইরেটেড অ্যাপ পছন্দ করেন না, তারা ব্যবহার করতে পারেন Coding C –

এটা প্লে স্টোরে ফ্রীতেই পাবেন। নেট সংযোগে এড দেখাতে পারে। সাইজেও আগের টার চেয়ে কম।
প্লে-স্টোর লিংকঃ Play Store

কম্পিউটারের জন্য কম্পাইলারঃ
যাদের পিসি আছে, তারা CodeBlocks ব্যবহার করতে পারবেন।
Link: Ofiicial Page
যেহেতু আমার পিসি নেই, তাই আমি পিসির স্ক্রীনশট দিয়ে শেখাতে পারবো না।

যাইহোক,

নিচের স্ক্রীনশট গুলো খেয়াল করুন।














আজ এপর্যন্তই।

আমি এখনো নিশ্চিত না যে আমার এই সি-প্রোগ্রামিং নিয়ে কতজন আগ্রহী হবেন, কতজন আসলেই শেখার চেস্টা করবেন সেটা নিয়েও সন্দেহ। তাও পোস্ট করতেছি।

আশা করি অন্তত একজন কে শেখাতে পারবো।

26 thoughts on "অ্যান্ড্রয়েড দিয়ে সি-প্রোগ্রামিং শিখুন (পর্ব-১) পরিচিতি ও কম্পাইলার সেট আপ"

    1. Ersiaa Author Post Creator says:
      ❤️‍? সাথে থাকবেন
  1. Arafat Hossen Contributor says:
    নেক্সট পোস্টের অপেক্ষায় আছি।
    1. V Author Post Creator says:
      এই অনুপ্রেরণা টাই দরকার ছিল ❤️‍?☺️
  2. Rakib Author says:
    informative ✌️
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    উপস্থাপনা টা বেশ ভালো ছিল
    1. V Author Post Creator says:
      ধন্যবাদ
  4. Xein Ahmed Author says:
    Android ea c programming shikhe lav nei.. jto jldi PC kina jay
    1. V Author Post Creator says:
      শিখে রাখলে তো ক্ষতি নেই।
  5. Toaha Contributor says:
    ভাইয়া, CODING C তে conio.h হেডার ফাইলটা পাওয়া যায়না কেন?
    1. V Author Post Creator says:
      আমি জানি না। ওটা আমি ব্যবহার করিনি কখনো। ডাউনলোড বেশি বলে ডাউনলোড লিংক দিয়েছি।
    1. V Author Post Creator says:
      আগামী কাল পাবেন
    2. Loading Contributor says:
      Apner post follow korle ki hsc ict er c programming likte parbo?
  6. MD FAYSAL Contributor says:
    নিয়মিত পোস্ট দিয়ে সেভ দিয়ে রাখছি পার্ট ২ চাই।।। ?
    1. V Author Post Creator says:
      অবশ্যই। আগামী কাল ই পাবেন।
  7. MD FAYSAL Contributor says:
    নিয়মিত পোস্ট দিয়ে সেভ দিয়ে রাখছি পার্ট ২ চাই।।। ?
  8. habib adnan Contributor says:
    Regular post korle valo kicu sikhte pabo in sha Allah
    1. V Author Post Creator says:
      রেগুলার ই পাবেন। সাথে থাকুন। ☺️
  9. Shakib Expert Author says:
    valo but aigula academic porar sathe attach hoye jacche nah, ai site e tricks / python sikhale best hoto

    banglay python blog er onk obhav

    1. V Author Post Creator says:
      পাইথন তো সবচেয়ে সহজ। ?
      আচ্ছা, আমি পরের বার পাইথন নিয়ে লিখবো।
  10. SALIM SOHAN Contributor says:
    ভাই আমি সোহান আছি এগিয়ে নিয়ে জাও আমাকে
  11. Atick_islam Contributor says:
    ভাই প্রোগ্রামিং দিয়ে কীভাবে এপ বানানো জাই সেই ব্যাপারে পোস্ট দিন plzz ?
    1. V Author Post Creator says:
      অ্যাপ বানানো শেখা এখনো অনেক অনেক দূরে। ?
  12. Ashraful Author says:
    C Programming shekhar isse ache. But shikhte hole onek time dite hobe.
  13. Mahib121 Contributor says:
    Helpful post

Leave a Reply