আসসালামু আলাইকুম !

ডিজিটাল কারেন্সী শিক্ষা পর্ব ৯ এ 
আজকে আমরা জানবো ফান্ডামেন্টাল এনালাইসিস কি?

ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে গবেষনা করা হয় যেটা দিয়ে বোঝার চেস্টা করা হয় যে এই asset টা সামনে দাম বাড়বে নাকি কমবে !

সব মার্কেটের ফান্ডামেন্টাল এনালাইসিস করার নিজস্ব পদ্ধতি আছে ।

উদাহরন হিসেবে

যেমন শেয়ার বাজারে একটা স্টকের বা সেই কোম্পানীর  ব্যবসার মডেল,মার্কেট শেয়ার,ব্যবসার কৌশল,পরিচালনা কে করছে, এটা কোন ইন্ড্রাস্টির এসমস্ত জিনিস দেখা হয় !

এবং তথ্য হিসেবে দেখা হয় ব্যালান্স শিট,কি পরিমান সম্পদ আছে,দায় কি রকম ,revenue/cashflow  এসব !

এগুলো সবই পাব্লিকের জন্য উন্মুক্ত তথ্য থেকেই গবেষনা করা হয় !
forex market এ দেখা হয় যে যেই কারেন্সী নিয়ে কাজ করছে  সেই দেশের central bank এর বিভিন্ন ঘোষনা,রাজনীতি,যুদ্ধ, মুদ্রাস্ফীতি, সুদের হার,GDP এসব বিষয় !

এই সব এনালাইসিস এর মুল লক্ষ্য হলো একটা asset এর intrinsic value বা আসল  দাম বের করার চেস্টা  করা !

যাতে ভালো ইনভেস্ট করার সুযোগ পাওয়া যায় !

আমরা যেহেতু অন্য মার্কেট এর জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস করবো !

সেজন্য আমরা জেনে নেই যে এই মার্কেটে এনালাইসিস করতে হলে আপনাকে যে সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে !

এই মার্কেটে একটা কয়েন এর জন্য  মুলত তিনটা জিনিস দেখতে হয় !
– On-chain Metrics

এটা হলো ব্লকচেইন এ উন্মুক্ত থাকা বিভিন্ন তথ্যর এনালাইসিস!

যেমন: hash rate,active address,revenue/fees,top holders,tokenmics এসব 

– Project Metrics

এখানে দেখা হয় এই প্রজেক্ট এর বিভিন্ন ব্যবসার মডেল,মার্কেট শেয়ার,ব্যবসার মডেল, টিম মেম্বার দের এনালাইসিস,roadmap সামনে যেসব আপডেট আসবে সেসব, আরো অনেক জিনিস দেখতে হয় !

– Financial Metrics

এখানে দেখতে হবে এই কয়েন এর বর্তমান (Market Cap),বর্তমান trading volume,liquidity, বর্তমান সাপ্লাই,সর্বোচ্চ সাপ্লাই  এসব বিষয় !

এই উপরের সব তথ্য দেখা হয় মুলত এই কয়েন তার competition  এর থেকে কি কি দিকে এগিয়ে আছে,তাদের ব্যবসার মডেল,তাদের technology এসব নিয়ে বিস্তারিত গবেষনা এজন্য যে সামনে এই কয়েন এর দাম বাড়তে পারে কিনা সেজন্য !

আগামী পর্বগুলোতে আমরা উপরের তথ্যগুলো কোথায় পাওয়া যায়+ এসব তথ্যর পরস্পরের সম্পর্ক+একটা কয়েন এর এসব তথ্য দিয়ে ভালোমন্দ কিভাবে বুঝতে হয় সেসব জানবো !
ততক্ষন ট্রিকবিডির সাথেই থাকুন !

ধন্যবাদ !

নতুন আরো বিভিন্ন তথ্য পেতে

subscribe করে রাখুন আমার টেলিগ্রাম চ্যানেল !



Leave a Reply