আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই।।আশা করি এই শিতে অনেক ভাল আছেন।।
যাই হোক সরাসরি Custom Rom প্রসঙ্গ তে যাই:-প্রথমে এই রমটার ফিচার গুলা ১ নজর দেখে নেই :
– :Working Features:-
Calls
Camera
Microphone
Sound
SMS-MMS
2G-3G Internet
Wifi
Bluetooth
Auto Rotate
Auto Brightness
Video-1080p
Tethering
Flashlight
MTP
Tachskryn
Headphones
:-Not Working Feature:-
– Camcorder ( WorkAround: use 3rd party video recording apps from Play Store)
– USSD codes. only works in some Providers
……. … :-Porting Guide:-…….
Fash করার নিওমাবলি:-
১।আপনার device Samsung S4 mini হলে Directly রম টা ফ্ল্যাশ করবেন other user Porting করে নিতে পারেন
২।আপনার Mobile Root থাকা আবশ্যক।
৩.এখন Custom Rom টা Download করুন Click here
এবং
Gapps Download: Click here
[256 MB custom Rom ও ১২১ MB Gapps File]
Download করার পর আপনি File দুইটা আপনার System Memory এর বাহিরে রাখবেন মানে কোনো Folder এ রাখিবেন না।
Mobile এর Switch off করে Recovery Mood এ যান, Recovery Mode on করতে Volup+home+Power hold করবেন একত্রে।দেখবেন Recovery Mood অন হইছে।।
৫।Backup হওয়ার পর আপনি Back button এ Click করে Wipe এ click করুন All data clear করবেন Swipe করে All data clear করবেন।Swipe বলতে [Swipe] Option চেপে দরে বাম পাশ থেকে ডান পাসে নেওয়াকে।।All data clear হওয়ার পর…..
আপনি আপনার [Home] Button or Back করে Main Menu তে ফিরে আসবেন।
৬।এখন। [ Install ]Button এ Click করে আপনি যেখানে Custom Rom টা রাখছেন সেখান থেকে Select করে Swipe করে Rom টা ফ্লাশ করে নিন।কিছু টাইম নিবে ফ্ল্যাশ নিতে।
ফ্লাশ হয়ে গেলে Flash Success লেখা আসবে।সরাসরি Reboot না করে [Back ]Button এ click করবেন।
৭।Again [ Install ] button এ click করবেন,এখন আপনি আপনি Gapps File টা ফ্লাশ দিবেন।১ মিনিট অথবা ৩০ সেকেন্ড টাইম নিতে পারে।
Gapps Install হওয়ার পর [Reboot] এ Click করবেন।।আপনি Reboot করার সাথে সাথে দেখবেন আপনার Power On করার বুট Logo change হইছে।।
সব কিছুই আপনার নিউ এর মত লাগবে Same Lolipop।।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
bye..