এই পোস্ট প্রথম প্রকাশিত ourtechbd.com আমাদের সাইটে প্রবেশ করতে এখনে
ক্লিক করুন।
এখানা থেকে টিউটোরিয়াল শুরু করলাম

বর্তমানে বাজারে প্রায় সব মোবাইলে সেটেই Dual Sim ব্যবহারযোগ্য। এসব সেটের Dual Sim Use এর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন একটি সিমে কথা বলার সময় অপর সিমটি অনেক সময় বন্ধ দেখায়।
এই সমস্যা সমাধানে আজ রয়েছে কিছু পরামর্শ।

আমরা যারা Dual Sim ফোন ব্যবহার করি তাদের ক্ষেত্রে মাঝে-মধ্যেই একটি সমস্যা দেখা দেয়। আর সেটি হলো, Sim-1 দিয়ে কথা বলার সময় Sim-2 বন্ধ দেখায় কিংবা Sim-2 দিয়ে কথা বলার সময় Sim-1 বন্ধ দেখায়। আপনার কাছে আসা কলগুলো যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে তো অনেক সমস্যায় পড়তে হয় আপনাকে।

হওয়া উচিত ছিলো এমন, তা হলো Sim-1 দিয়ে কথা বলার সময় Sim-2 এর Call Waiting দেখানোর কথা বা Sim-2 দিয়ে কথা বলার সময় Sim-1 এর Call waiting দেখানোর কথা। কিন্ত আপনার সেটে তা হচ্ছে না। এখন আপনি কী করবেন? বিষয়টি এখন জেনে নিন।

১. প্রথমে আপনার Sim-1 ও Sim-2 এর Call Waiting Activate না থাকলে তা Activate করে নিন।

২. এবার Settings এর Call settings হতে Sim-1 Call Settings এ গিয়ে Call Divert এ যেতে হবে। ( সব ফোনে অবশ্য Call Divert অপশনটি Settings এ নাও থাকতে পারে। সেক্ষেত্রে Call Divert এর অপশনটি খুঁজে বের করতে হবে)।

৩. এখন Divert if unreachable কিংবা Divert if out of reach এই জাতীয় অপশনে গিয়ে To other number এ চলে যান।

৪. এখানে গিয়ে Sim-2 এর নাম্বারটি দিয়ে OK করুন।

৫. একই নিয়মে Sim-2 Call Settings এর To other number এ গিয়ে Sim-1 এর নাম্বারটি দিয়ে OK করুন।

তবে আপনার খেয়াল রাখা আবশ্যক, Sim-1 বা Sim-2 এর Call Waiting দেখানোর সময় উপরে Divert এর একটি চিহ্ন আসবে যা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে Sim-1 বা Sim-2 এর কল Diverted হয়ে Sim-2 কিংবা Sim-1 এ এসেছে। তবে Waiting অবস্থায় কলটি রিসিভ করবেন না, তাহলে কলকারীর সমপরিমাণ Balance আপনার Account হতেও কেটে নিয়ে যাবে।

এভাবে আপনি কাজগুলো করলে আপনার আর আগের সেই সমস্যা থাকবে না।

ভালো থাকবেন,পোস্ট টি পড়ে কমেন্ট ও শেয়ার করবেন।

নতুন কিছু শিখতে এবং শিখাতে আমাদের সাথে যুক্ত থাকুন
এখানে ক্লিক করুন।
আমাদের সাইটে পোস্ট করে জিতে নিন মোবাইল ফ্লেক্সিলোড
ourtechbd.com

9 thoughts on "Dual Sim সঠিক ব্যাবহার নিয়ে একটি টিউটোরিয়া by ourtechbd.com"

  1. Md. Uzzal99 Contributor says:
    একই পোষ্ট কতবার
  2. Rifat Ahmed Contributor says:
    ak post ar kto . valo late be ar
  3. Rifat Ahmed Contributor says:
    an post at kto. ar valo lage na
  4. Avatar photo WapmasterArif Contributor says:
    comment awarting moderation কেন আসছে??
    1. Avatar photo Prince Author says:
      ai post ami korchi.. 8 din age..
  5. Avatar photo Prince Author says:
    full copy korlen..
  6. Pollock Contributor says:
    কপি
  7. Avatar photo Muhiuddin Author says:
    স্ক্রিন সট কোথায়??
    এটি কপি বাট নট পরবলেম ফর মি।
    updet by s.s.

Leave a Reply