আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।
পোস্টের টাইটেল দেখে হয়তো আশ্চর্য হয়েছেন।আশ্চর্য হওয়ার কিছুই নাই সবই সম্ভব।আমার মত পিসি না থাকার কারনে যারা নিজের মোবাইলের কাস্টম রিকভারি তৈরি করতে পারছেন না তারা এখন খুব সহজেই মোবাইল দিয়েই নিজেই ফোনের জন্য cwm/twrp তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বারিয়ে সরাসরি কাজের কথায় আসি।
যা যা লাগবে
১.Mediatek Chipset 65XXফোন (আমি mtk ফোন দিয়ে ট্রাই করেছি অন্য chipset হবে কি না জানা নাই)
২.image kitchen for Android.apk-ডাউনলোড করুন
3.rar.apk-ডাউনলোড করুন
(stock recovery backup থাকলে লাগবে না)
কাজের ধাপ-১
প্রথমে ফোনের ফ্লাশ ফাইল google থেকে ডাউনলোড করে নিতে হবে(stock recovery.img ব্যাকাপ থাকলে লাগবে না)
কাজের ধাপ-২
আপনার ফোনের chipset অনুযায়ী যেকোনো একটা cwm/twrp recovery.img google থেকে নামিয়ে নিন এবং রিনেম করে recovey.img লেখে দিন।
(আপনার chipset যদি mtk6580 হয় তবে google থেকে cwm/twrp recovery chipset mtk6580লিখে সার্চ করে নামিয়ে নিন)
কাজের ধাপ-৩
Rar.apk বা অন্য কোনো extract অ্যাপ দিয়ে ফ্লাশ ফাইলটা থেকে stock recovey.img ফাইলটা extract করে নিন
কাজের ধাপ-৪
Image kitchen for android অ্যাপটায় গিয়ে
+চিহ্নে ক্লিক করে unpack ক্লিক করে stock recovery.img ফাইলটা দেখিয়ে দিন দেখবেন দুইটি ফাইল extract হবে ১.spilit_img ২.ramdisk
এখান থেকে spilit_img ফাইলটায় চেপে ধরে মেমরিতে export করে নিন এবং ব্যাকে এসে cleanup করে দিন
স্কিনসট-
কাজের ধাপ-৫
এবার ধাপ-৪ এর মত image kitchen android অ্যাপ দিয়ে google থেকে chipset মিলিয়ে ডাউনলোড করা cwm/twrp টাকেও upack করে নিন দেখেবেন আগের মত ২টা ফাইল পাবেন ১.spilit_img ২.ramdisk
এখান থেকে spilit_img টাকে চেপে ধরে ডিলেট করে দিন এবং অপশন থেকে import ক্লিক করে মেমোরিতে থাকা stock recovery.img এর spilit_img টা নিয়ে আসেন এবং Repack আপশনে ক্লিক করুন।
কাজের ধাপ-৬
Repack compelet হলে স্কিনসটের মত কতগুলো ফাইল দেখবেন –
এখান থেকে image-new.img ফাইলটাকে মেমোরিতে import করে raname করে নিন এটাই আপনার custom recovery.img ফাইল।
বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন বুঝিয়ে বলার চেস্ট করবো।আর এই পদ্ধতিটা আমিই ফাস্ট তৈরি করে দেখালাম কেউ কপি করলে ক্রেডিট দিয়েন ?
পড়তে সমস্যা হচ্ছে।
হেডিং h1 না দিয়ে h4 or h3 দাও?
ধন্যবাদ আপনাদেরকে । কারন আপনাদের মতন কিছু মানুষের জন্য আমাদের মত কিছু ছোট ছোট লেখক তাদের জানা জ্ঞান গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।
amrO same model, root hoyna b013
কিভাবে পাবো bro
bro custom recovery.img করার পরে কি সব পরিবর্তন হবে ফোনের
অসংখ্য ধন্যবাদ। ?
আরেকটা প্রশ্ন»
ফোনে adb shell দিয়ে custom recovery ফ্লাশ দিয়ে recovery থেকে super su.zip ফ্লাশ দিলে ফোন রুট হবে? ?
অনেক এপ ট্রাই করে ফোন রুট হয়নাই ?
vi hlp plz
☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো। (কেউ বানিয়ে দিলে খুব কৃতজ্ঞ থাকবো)