আজ আমি দেখাবো কি ভাবে খুব সহজে অ্যান্ড্রোয়েড ফোন দিয়ে Boot.img Port করবেন।
এবার কাজের কথায় আসা যাক………!!!
যা যা প্রয়োজনঃ
- Android Phone
- image studio for Android
- Boot.img (Stock ROM)
- Boot.img (Custom ROM -যে রমটি ইন্সটল দিতে চান)
- কিছু সময় আর ধর্য
Download:image studio for Android
কার্যপদ্ধতিঃ
- প্রথমে মেমোরি কার্ডে দুইটি ফোল্ডার তৈরি করুন। একটি Stock ও অন্যটি Port নামে।
- এবার আপনার কালেক্ট করা Stock ROM এর Boot.img টা Stock ফোল্ডারে রাখুন আর Custom ROM এর Boot.img টা Port ফোল্ডারে রাখুন।
- image kitchen studio for Android অ্যাপটি ওপেন করুন।
এবার Unpack/Mount এ ক্লিক করুন এবং Stock ফোল্ডারে থাকা Boot img ফাইল টা Unpack করুন।
না বুঝলে ভিডিও দেখতে পারেন….!
মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি
ধন্যবাদ……!!!
দেখুন
ধন্যবাদ ভাই…..ট্রিকবিডির সাথেই থাকুন…!!!