3 Ways to download any file from MEGA online cloud storage via Android.

আসসালামু আলাইকুম।

অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

যেসকল রুটেড অ্যান্ড্রয়েড ইউজাররা বিভিন্ন সময় কোনো ফার্মওয়্যার ফাইল বা কাস্টম রম ডাউনলোড করে থাকেন, তাদের অধিকাংশই MEGA-এর সাথে পরিচিত। কারণ ওসকল ফাইলগুলো বেশিরভাগই MEGA-তে আপলোড দেয়া থাকে। এদের কাছে MEGA-এর পরিচয় দেয়ার কিছু নেই। তারপরেও কিছুটা বলছি।

MEGA, একটি অনলাইন ক্লাউড স্টোরেজ সেবাভিত্তিক ওয়েবসাইট। যেখানে যেকোনো ফাইল আপলোড করে তা অন্যের সাথে শেয়ার করা যায়। এটি গুগলের Drive এর মতই একটি ফাইল সংরক্ষণ ও শেয়ারিং ব্যবস্থা। Drive এ আপনাকে যেখানে ফ্রিতে ১৫ জিবি স্টোরেজ স্পেস দেয়া হয়, সেখানে MEGA দেয় ৫০ জিবি ফ্রি স্পেস। MEGA-তে কোনো ফাইল আপলোড দিতে হলে অ্যাকাউন্ট থাকা আবশ্যক। কিন্তু ডাউনলোডের ক্ষেত্রে অ্যাকাউন্ট থাকলেও হবে, না থাকলেও চলবে।

অ্যান্ড্রয়েড দ্বারা MEGA থেকে কোনো ফাইল ডাউনলোডের ক্ষেত্রে টি উপায় আছে। যথা-

  • MEGA-এর অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ দ্বারা।
  • ব্রাউজারের Desktop মোড চালু করে।
  • Advanced Downloader for MEGA নামধারী এক থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে।

উপরোক্ত তিনটি উপায়ের প্রথম উপায়টি সবারই জানা, দ্বিতীয় উপায়টিও অধিকাংশেরই জানা। কিন্তু, বাকি উপায়টি মনেকরি দুয়েকজন বাদে অধিকাংশের নিকটই অজানা। তাই, প্রথম দুটি উপায়ের আমি কোনো স্ক্রিনশট দেখাব না, শুধু কার্যপদ্ধতি বলে যাব; আর শেষেরটি যথাযথভাবে স্ক্রিনশটসহ বিস্তারিত বলব। এদের মধ্যে আমার কাছে শেষের উপায়টিই সর্বাপেক্ষা সহজতর ও ঝামেলাবিহীন মনে হয়েছে।

1. How to download any file from MEGA using it’s official Android app:

১। Play Store হতে প্রথমে MEGA-এর অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করুন।

Play Store link – MEGA

২। অ্যাকাউন্ট না থাকলে প্রথমে Sign up করুন। আর অ্যাকাউন্ট থাকলে Sign in করুন ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে।

৩। এবারে যে ফাইলটি ডাউনলোড করবেন, সেটির লিংক ব্রাউজার দ্বারা ওপেন করুন। Open in app ক্লিক করুন এবং কনফার্মেশন চাইলে গ্রান্ট করুন বা রাজি হোন। MEGA অ্যাপ চালু হয়ে Download লেখা আসবে, ওখানে ক্লিক করুন। ব্যস, ডাউনলোড শুরু হয়ে যাবে।

☆ সুবিধা [√] ও অসুবিধা [×]ঃ

১। ডাউনলোড স্পিডটা ভালো পাওয়া যায়। [√]

২। অ্যাকাউন্টের প্রয়োজন হয়। [×]

৩। ডাউনলোড ফেইলড হলে Retry এর ব্যবস্থা নাই। [×]

৪। ডাউনলোডের মাঝে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হলে বা কোনো কারণে ফেইলড হলে আবার শুরু থেকে আরম্ভ করে। [×][×][×]

2. How to download any file from MEGA using browser’s Desktop mode or User Agent:

১। ব্রাউজারের (এক্ষেত্রে Chrome সর্বোত্তম) Desktop মোডটা চালু করুন। অথবা User Agent সিলেকশন মেনু থেকে PC-এর যেকোনো agent সিলেক্ট করুন।

২। Mega.nz ডোমেইন এর ডাউনলোড লিংকে প্রবেশ করুন। Download লেখায় ক্লিক করুন। ভুলেও এই ট্যাবটি ক্লোজ করবেন না।

৩। উক্ত ট্যাবে downloading কমপ্লিট হলে এরপর আসবে decrypting, ধৈর্য ধরে অপেক্ষা করুন। উভয়ই কমপ্লিট হলে আপনার স্টোরেজ সিলেক্ট করতে বলবে, সিলেক্ট করুন। ডাউনলোড শেষ হবে।

এই উপায়টি নিয়ে বিস্তারিত একটি পোস্ট আছে ট্রিকবিডিতে। অথর হলেন- SR Suzon. নিচের থেকে দেখে নিতে পারেন পোস্টটি।

[Hot] Mega.nz থেকে ডাউনলোড করুন কোনো প্রকার অ্যাপ ও অ্যাকাউন্ট ছাড়াই। যারা Custom Rom ডাউনলোড করেন তাদের জন্য প্রয়োজনীয়।। by SR Suzon

☆ সুবিধা [√] ও অসুবিধা [×]ঃ

১। অ্যাকাউন্টের প্রয়োজন নাই। [√]

২। ডাউনলোড স্পিড ততটা ভালো নয়। [√][×]

৩। ফেইলড হলে ২-৩ বার Retrying হলেও হতে পারে, না হলে নাই। [×]

3. How to download any file from MEGA using a third party application named Advanced Downloader for MEGA:

১। নিম্মের লিংক থেকে প্রথমে অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করে নিন। এই অ্যাপটি পূর্বে Play Store এ ছিল, কিন্তু বর্তমানে নেই। তাই থার্ড পার্টি লিংক দিচ্ছি।

Advanced Downloader for MEGA

২। আপনার কাংখিত ফাইলের ডাউনলোড লিংকটি Copy করে রাখুন। এবারে উক্ত অ্যাপটি ওপেন করুন। উপরে দেখবেন
Downloads, Add Links এবং তিন ডট মেনু আইকন আছে, Add Links এ ট্যাপ করুন।

২। এবারে উপরের ডান কোণায় যেখানে তিন ডট মেনু আইকন ছিল সেখানে দেখা যাচ্ছে Paste আইকন আছে, ওটায় ট্যাপ করুন। আপনার কপি করা লিংকটি Paste হবে এবং আপনার কাংখিত ফাইলের ইনফর্মেশন জেনারেটিং হবে।

৩। এবারে ইনফর্মেশন জেনারেটিং সম্পন্ন হলে ফাইল নাম ও সাইজ দেখাবে। ফাইলটি সিলেক্ট করুন। উপরে ডাউনলোড আইকন দেখতে পাবেন। ওটাতে ট্যাপ করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

দেখুন ডাউনলোড হচ্ছে-

ডাউনলোড হয়ে গেলে Decrypting হবে, এক্ষেত্রে কোনো ইন্টারনেট ব্যালেন্স কাটবে না; আমার স্টাটাস বারে ডাটা মিটার দেখতে পারেন।

Decrypting এর পরেই Complete হয়ে যাবে।


অ্যাপটির প্রথম উইন্ডোর মেনু থেকে Options-টা ঘুরে আসতে পারেন। আশা করি ভাল লাগবে।


☆ সুবিধা [√] ও অসুবিধা [×]ঃ

১। অ্যাকাউন্টের প্রয়োজন নাই। [√]

২। স্পিড ভালো আছে। [√]

৩। স্পিড Options থেকে নিয়ন্ত্রণ সম্ভব। [√]

৪। ফেইলড হওয়ার সম্ভাবনা নেই। ফেইলড হলেও ডিফল্টভাবেই ৩০ বার
রিট্রাই করবে, যার মান Options থেকে পরিবর্তন সম্ভব। [√]

৫। একই সময়ে একাধিক ফাইল ডাউনলোড সম্ভব। [√]

পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।

My Facebook Profile

ধন্যবাদ।।।


39 thoughts on "MEGA ক্লাঊড স্টোরেজ থেকে অ্যান্ড্রয়েড দ্বারা যেকোনো ফাইল ডাউনলোডের ৩ উপায়।"

  1. Royal Subscriber says:
    Amar ai account ta Free te…j kawk die dibo! coondact uith mi: web.facebook.condom/FerreriGT3
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      আপনি এখানে এসব কি লিখছেন? মাথা ঠিক আছে তো!
  2. Royal Subscriber says:
    tumar mayere chudi…shala khankir baccha
  3. Royal Subscriber says:
    মাগির ছেলেরা এক হও!! তোমাদের মায়েদের চুদা হবে
  4. Royal Subscriber says:
    খারাপ ভাষা ব্যবহার করে গালি দেয়ায় আমাকে জন্য লাথি দিয়ে বের করে দেয়া হয়েছে।
    1. rajudhunatbogra Author says:
      এ ভাই এগুলা কি বলছেন? কাজ হয়না নাকি?
    2. Md Rasel Hossain Author Post Creator says:
      তার মানসিকতা এবং ভাষাতেই সমস্যা। অন্য কিছু নয়।
    3. Md Rasel Hossain Author Post Creator says:
      ভদ্রতা শিখতে পারেননি ভালো কথা, সেটা জনসম্মুখে প্রকাশ করার কি দরকার ছিল?
    4. YASIR-YCS Author says:
      ভাই ইনি Author খেয়াল করসেন? ??
    5. Md Rasel Hossain Author Post Creator says:
      কোনো পোস্টহীন অথর। ট্রিকবিডির মোডারেটদের দুর্বলতার প্রমাণ!
  5. Royal Subscriber says:
    গালি দিলেই সবাই মিলে রিপোর্ট করবেন।
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      আপনি কি ফুলের মালা আশা করছিলেন?
  6. Royal Subscriber says:
    Tmar bunder niye esh0! chude ekdom khal kore dibo…ah
  7. Royal Subscriber says:
    trickbd amak Contributor banay ni!! tai trickbd chudi nah
  8. Royal Subscriber says:
    DDos hobe….kalk sokale… trickbd r thakbena….shune rakh…madar chudera
  9. Fahad Contributor says:
    amr mote deycripting hote thake.kichu ashe nap
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      আপনি কোনক্ষেত্রের কথা বলছেন? আমি তো স্ক্রিনশটে দেখালাম আমার যে কমপ্লিট হল! ধৈর্য ধরুন, আসবে।
  10. Royal Subscriber says:
    DDos hobe….kalk sokale… trickbd r thakbena….shune rakh…madar chudera
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    ajk rat 1tar por hote start hobe…..(ata shudu admin ra dekhlei ok) DDos hobe….kalk sokale… trickbd r thakbena….shune rakh…madar chudera.
  11. Riadrox Legend Author says:
    Wow Post… এছাড়াও Mixplorer এ Mega একাউন্ট এড করে সেখান থেকে ইজিলি ফুল স্পিডে ডাউনলোড করতে পারবেন+ অনলাইন Mega Link Generator দিয়ে ডাইরেক্ট লিংক কালেক্ট করে আপলোড সাইটে আপলোড করতে পারবেন।
    ?✌ ভালো লিখেছেন।
    1. Arshad Prottoy Contributor says:
      ভাই উপরের Comment box check করেন।
    2. Md Rasel Hossain Author Post Creator says:
      MiXplorer এর ক্ষেত্রে তো আবার অ্যাকাউণ্টের ঝামেলা লাগে। সেটা থেকে অনেকেই মুক্তি চায়!
      ধন্যবাদ, আপনার মত এক সিনিয়র মেম্বার সুন্দর কমেন্ট করার জন্য।
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ধন্যবাদ।
  12. minus zero Contributor says:
    কাজের পোস্ট, ধন্যবাদ।।
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      স্বাগতম।
  13. Oliur Rahman Miraz Author says:
    Mega, 4shared ইত্যাদি জটিল সাইট থেকে এক ক্লিকেই ঝামেলাহীনভাবে হাইস্পিডে ডাউনলোড করার সিস্টেম আমি জানি। সময় পেলে পোস্ট করব।
    1. hasan12 Contributor says:
      vai fb link den
      fb tey janqn
  14. hasan12 Contributor says:
    vai suprafiles theke download kortey par c na
    help
    1. hasan12 Contributor says:
      vai mb to nai fb tey inboxey jodi bloger post ta copy korey pataia diten khob valo hoto
  15. Prince Contributor says:
    good post #Md Rasel Hossain
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      Thanks!
  16. souhin Contributor says:
    mega thake jekono file download korte mb lagbe na???
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      মানে! এম্বি লাগবে না কেন? এম্বি তো অবশ্যই লাগবে।
      আমি বলেছি- Decrypting এর সময় অ্যাপে দেখাবে ডটা স্পিড, ওসময় আসলে ডাটা খরচ হয় না; ওটা Decrypting এর স্পিড দেখায়।
  17. Gangster Contributor says:
    Good Post???
  18. minus zero Contributor says:
    Download hoyna error show kore
    1. minus zero Contributor says:
      Advanced downloader for mega diye download hoyna, error show kore

Leave a Reply