[Root] [Easy Fix] সমস্ত Nougat Custom Rom এর Bluetooth এর যাবতীয় সমস্যার সমাধান করে ফেলুন খুব সহজে।

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ,
.
.
আপনাদের মাঝে আজও বকবক করতে হাজির আমি মোঃ তুষার আলম জয়।
.
.
?????
.

টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে পোষ্ট টা কি বিষয়ে…

অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার আজকের পোষ্ট এর বিষয়টাও
কাষ্টম রম নিয়েই…

আজকে অনেকদিন পর একটা Bug Fix নিয়ে হাজির হলাম..
.
.

Bug ?????


Bug টা হলো আমাদের অতি পরিচিত এসব Nougat রম-এ আমাদের অনেক ডিভাইস এই Bluetooth কাজ করে না। এখন এইগুলো রম এর ই সমস্যা নাকি আমাদের ডিভাইসের বেসড সমস্যা তা ঠিক বলতে পারছি না।
তবে আমি এই বাগ টা অনেক রম-এই পেয়েছি।

যেমনঃ- (উদাহরণ হিসেবে)
1=Lineage OS 14.1
2=Dot OS N
3=Mokee OS
4=Ressurrection Remix RR N
5=Nuclear Rom N
6=Viper OS
7=AOSP_JDC
8=Porn Aosp N
9=AEX 3.6
10=AEX 4.6
ইত্যাদি
.
বিষয়টা হলো এই সমস্যা টা আমিও অনেকবার ফেস করছি…
গুগোল এও অনেক খোঁজাখুঁজি করেছি এই সমস্যা টা সমাধানের জন্য,
কিন্তু অতি দুঃখের সাথে হতাশ হতে হয়েছে…
.
কারণ নোগাট রমের এই ব্লুটুথ ফিক্স আমিই পাই নি নাকি কোন Developer দেই নি তা বোঝা মুশকিল।

অনেক রম পোর্টার হয়তো বাগ টা ফিক্স করেছেন। তো তারা হয়তো পোষ্ট টা কে গুরুত্ব দেবে না।
আচ্ছা দিক বা না দিক সেটা বড় কথা না।
পোষ্ট যখন করছি, তখন “Bug” টা ফিয করা ই মুল উদ্দেশ্য

তো অনেক খোজা খুজির পর CM12 এর ব্লুটুথ ফিক্স এর প্যাচ টা পেলাম।
তো সেখান থেকে কম্প্যায়ার করে একটা ফিক্স বের করেই ফেললাম…. যেটা আমাদের নোগাট বেসড সব কয়টি রমেই কাজ করবে ইনশাল্লাহ।
.

( ✌✌✌ তালি হবে, তালি ???)
.
.
তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি, কারণ হয়তো আমার মতো
অনেকেই সমস্যা টা উপলব্ধি করেছেন….
.
অনেক বক বক করলাম….
কারোর খারাপ লাগলে আমি খুব দুঃখিত…
.
এবার কাজের কথায় আসি….
.

প্রয়োজনীয় সামগ্রি (Requirements)


.
1= Recovery TWRP/Philz (আপনি যেটাতে অভ্যস্থ)
2= Fix Bluetooth For Nougat (Must)
3= কিছু সতর্কতা এবং ধৈর্য।

জানা প্রয়োজন…


ফিক্স টা শুধুমাত্র নোগাট বেসড রম গুলোতে কাজ করবে
যাদের বাগ নাই তারা শুধুমাত্র ট্রিক টা আপ্পলাই করতে যায়েন না…
(সুখে থাকতে ভুতের কিলানি খাওয়ার কি দরকার)।
.
.

কাজের ধারাঃ


.

ধাপ- ১


প্রথমে আমার দেওয়া লিংক থেকে Fix Bluetooth On Nougat Rom.zip টা ডাওনলোড
করে নিন।
<Add Less Link আছে, সো সমস্যা নেই…

ধাপ- ২


এইবার আপনার পছন্দের Recovery Mod TWRP/Philz এ যান।
(রিকোভারি মুডে যাওয়ার জন্য এক-এক ডিভাইস এর এক এক Key Combination আছে।)

ধাপ- ৩


এইবার ডাউনলোড করা "Fix Bluetooth On Nougat Rom" জিপ ফাইল টা ফ্ল্যাশ করুন।

ধাপ- ৪


ফ্ল্যাশ কম্পলিট হলে Wipe Delvic/Art Cache দিবেন। (Must)
নাহলে কিন্তু ফোন বুট হবে না।

ধাপ-৫


এইবার ফোন-টিকে রিবুট দিন….
যেহেতু Wipe Cache করেছেন, সো সব আপ্পস অপটিমাইজ হতে আবার ৫-৭ মিনিট সময় লাগবে।
অপেক্ষা করুন।

.
.
Done ??????
.
এইবার আর ইনশাল্লাহ এই বাগ টা আর ফেস করতে হবে না…
বাগ ফিক্সড..। ????
??????

.
দেখুন এইবার ফোনের ব্লুটুথ কাজ করবে।
✌✌✌✌
.

ধন্যবাদ সম্পুর্ন পোষ্ট টি পড়ার জন্য।.
পোষ্ট এর কোথাও ScreenShot দেওয়ার প্রয়োজন মনে করি নি।
কারণ রম ইউজাররা এমনিই এই সিম্পল ফিক্স টা বুঝবে বলে আমি মনে করি।

বিঃদ্রঃ


আমার বাগ ফিক্সিং এর পোষ্ট গুলোতে আপনারা হয়তো বা অনেক লেখার ই মিল পাবেন।
কিন্তু বাগ ফিক্সিং এর পোষ্ট করার জন্য অনেক কিছুই লেখা লাগে যা একে অপরের সাথে সম্পৃক্ত।
সুতরাং এই টা কে কপি পেষ্ট না ভেবে এই সম্পর্কিত কোন মন্তব্য করা সম্পুর্ন বৃথা বলে আমি মনে করি।

Credit: Md Tushar Alam Joy
Md Nayeem Hossen

পরিশেষে একটা কথাই বলব যে এসব যেহেতু আডভান্স লেভেলের কাজ…
তাই সতর্কতা অবলম্বন করবেন।
আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দায়ি থাকব না। নিজ দায়িত্বে ফ্ল্যাশ করবেন।
আর কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।

This is Md. Tushar Alam Joy,
???Signing Out….. ??

50 thoughts on "[Root] [Easy Fix] সমস্ত Nougat Custom Rom এর Bluetooth এর যাবতীয় সমস্যার সমাধান করে ফেলুন খুব সহজে।"

  1. Yeasin Author says:
    বাগ ফিক্সড নিয়ে,আলাদা আলাদা পোস্ট না করে একটা পোস্ট করলেই ত পারেন,এতে ভিউয়ার দের ও সুভিধা হবে
    1. Tushar Alam Author Post Creator says:
      ইয়াসিন ভাই।।।

      আমি মুলত নিজে নিজে আস্তে আস্তে বাগ গুলো ফিক্স করছি এবং একের পর এক শেয়ার করছি।এবং যখন ভিউয়ার এর কথা আসছে, নোগাট এর এই বাগ ফিক্স গুলো কি সবাই ইউজ করছে???
      ইউজ করলে অন্তত কমেন্ট গুলো বেশি হতো।
    2. Shadow Author says:
      স্ক্রিনশর্ট কই??স্ক্রিনশর্ট ছারা পোস্ট মানসম্মত হয় না ও ভেজাইল্যা মনে হয়।NEXT এ…..
    3. Tushar Alam Author Post Creator says:
      ভাই ব্লুটুথ বাগ ফিক্সিং এর আবার Screenshot কিসের…???
      সম্পুর্ন প্রোসেস ই তো রিকোভারী দিয়েই।
    4. Shadow Author says:
      tutorial সহ স্ক্রিনশর্ট দেখাইতে।….তবুও ভালোই….
    5. Tushar Alam Author Post Creator says:
      আমার মনে হত রম ইউজার রা এসব কাজ কিভাবে করতে হয় তা জানে। তাই ওই ব্যাপারটা নিয়ে আর টেনশন করি না।
      তাও ধন্যবাদ।
  2. YASIR-YCS Author says:
    ওয়াও এত ভাল রাইটার এখানে আছে জানা ছিল না।
    1. Tushar Alam Author Post Creator says:
      ভাই কথাটা কি মেনশন করে বললেন কিছু বুঝলাম না।
      সবাই যেই ভাবে ধুচ্ছে, তাই আর কি আপনার কথার ইঙ্গিত টা বুঝতেই পারলাম না।
    2. YASIR-YCS Author says:
      আপনার পোস্ট এর লেখাটা অনেক সুন্দর হইসে যা ট্রিকবিডিতে কম দেখা যায় তা বললাম
    3. Tushar Alam Author Post Creator says:
      ওওও।।। ধন্যবাদ ভাই।।। আমি অন্য কিছুই মনেকরেছিলাম আর কি।
  3. Habib Wahid Contributor says:
    nice post carry on
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks Habib Wahid Vai..
  4. Mahedi Hasan Khoka Contributor says:
    Dark V3 rom ta flash korar por theke r kono rom flash kora jassena. Stock rom flash tool diye flash korsi koyekbar. But kaj hoyni. May be partition problem.
    What’d i do?
    1. Tushar Alam Author Post Creator says:
      May be…
      MTK chiipset হলে, Sp Flash Tool দিয়ে স্টক রম দিয়ে Format All+Upgrage দিয়েন। দেখেন, কাজ হয় কি না।
    2. Mahedi Hasan Khoka Contributor says:
      Disi koyekbar. Kaj hoyni
    3. Tushar Alam Author Post Creator says:
      Oooo…. Tahole arekbar apni Apnar mount point cheak kore dekhen… Amar ei problem ta hoini to tai thik bolte parchi na..
    4. Tushar Alam Author Post Creator says:
      & apnar ki flash nicche na pc diye… Naki niyeo thik hocche na???
    5. Mahedi Hasan Khoka Contributor says:
      PC diye Succesfully disi 2-3 bar.
      But kaj hoyni. Khub problem e asi vai. Er age 50-60 bar rom use korsi
    6. Tushar Alam Author Post Creator says:
      Mount Point cheak korte bolesilam, korechen???
    7. Mahedi Hasan Khoka Contributor says:
      Mount point check korar doekar nei. Karom rom golo agei port kore rakhsi. Mount point same e ase
    8. Tushar Alam Author Post Creator says:
      তাহলে কিছু বলতে পারছি না ভাই
    9. মামুন Author says:
      Go to recovery》wipe》
      ▪cache
      ▪data
      ▪system
      Wipe 3 times then flash custom Rom.
    10. Tushar Alam Author Post Creator says:
      ধন্যবাদ মামুন ভাই☺☺☺☺☺
  5. AtikeHK Contributor says:
    darun post vaia
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks Vaia…
  6. মামুন Author says:
    কি ভাই আপনি যে rom use করেন তার তো পোস্টই দিলেন না । আবার bug fixing এর পোস্ট দিয়া অস্থির বানাইয়া ফালাইতাছেন । এত bug থাকলে ওই রম বাদ দিলেই তো পারেন
    1. Mahedi Hasan Khoka Contributor says:
      Post ta fully valo kore porle ei comment korten na. R rom bad dibe kno? Bug fix kore nilei to hoy. Voy peye palabe hobe kno?
    2. Tushar Alam Author Post Creator says:
      মামুন ভাই নোগাট রম ইউজ করেছেন কখনো…???
      একগাদা বাগ এ ভরা।আর বাগ যখন আছে, তার ফিক্স ও থাকবে এই এই ফিক্স গুলো সব রম এ কাজ করবে ইনশাল্লাহ। সো পাবলিক কি ভাববে না ভাববে সেটা সম্পুর্ন তাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, কমেন্ট এর জন্য ধন্যবাদ।
    3. মামুন Author says:
      পারলে bug fix kore rom tar post koren
    4. Tushar Alam Author Post Creator says:
      হবে ভাইয়া, তাও হবে, কিন্তু যেই রম টা শেয়ার করবো, সেটা তো আর সবাই সব ফোনে ইউজ করতে পারবে না,,?????
      আর রম ফোনের জন্যই বাগ গুলো তো আর ফিক্সড হবে না । ????
      সো, বুঝে কমেন্ট করুন?????
    5. মামুন Author says:
      কোথা থেকে এইসব help নেন তার পুরো link দেন আমার mobile data bug fix করতে হবে ।
    6. Tushar Alam Author Post Creator says:
      Fix গুলো টোটালি নিজের ক্রিয়েটিভিটি,,,,, গুগোল থেকে মাঝে মাঝে হেল্প নেই & সম্পুর্ন নিজে চেষ্টা করি।?????
    7. মামুন Author says:
      আপনি তো সব পোস্টেই বললেন ‘এক ভাই bug টা fix করেই ফেললেন’ তাহলে এটা কোন ভাই! রমের owner bug fix না করলে অন্য কেঊ fix করতে পারবেন বলে মনে হয় না ।
    8. Tushar Alam Author Post Creator says:
      ভাই ভালোভাবে পড়ে দেখুন তো কি লিখা,, মাত্র স্টোরেজ ফিক্স এর ফিক্স টা তে আমায় নাইম হোসেন ভাই সাহায্য করেছিলেন তাই ওখানে লেখা।
    9. মামুন Author says:
      Very sorry. Amar data connection bug এর fix দরকার (nougat rom) কোথাও পাই নাই তাই আপনি কোথা থেকে help নেন seta jante চাইছি।
    10. Tushar Alam Author Post Creator says:
      Sim Card পায়…???? & sms যায় নাকি দেখুন
    11. মামুন Author says:
      বাকি সব ঠিক only mobile data on হয় না। Experiment on :
      1.Farmware file replace
      2. libsecrill.so file replaces
      3. qmux file replace
      None worked

      Nougat Rom

  7. HR Lubab Author says:
    Good post, carry on….
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks Hr Lubab Vai
  8. minus zero Contributor says:
    ভাই, nougat এবং oreo AOSP rom গুলোতে share it কাজ করেনা। এই ব্যাপারে যদি হেল্প করতেন খুবই উপকৃত হতাম। ধন্যবাদ।।
  9. mohammad parvez Author says:
    Kajerr post…+unique
  10. Nayan Contributor says:
    Oreo based ROM e Sim card show korche na।
    1. Tushar Alam Author Post Creator says:
      স্টক থেকেSystem /etc/ Firmware ফোল্ডার রিপ্লেস করুন।
      তাও না হলে বুঝতে হবে যে রম এর বিল্ড ইস্যু
  11. custom rom e ki rom 1 gb theke 16 gb hoye jai
    1. Tushar Alam Author Post Creator says:
      না তো ভাই, র‍্যাম বা রম তো সম্পুর্ন হার্ডওয়্যার এর ব্যাপার। আপনি স্টক ইউজ করুন বা কাস্টম র‍্যাম বা রম সেম ই থাকবে
  12. RecycleBin Author says:
    Accha Vaia Nougat Custom rom gulor, Sim contact gulo dekhte parina. Zodi kuno somadhan thake diben pls.
    1. Tushar Alam Author Post Creator says:
      Hmm…. Thik… Sim er contact age stock theke backup kore nite hobe….. Tarpor ROM install er por import korben..
  13. Md Ea Raju Contributor says:
    Vai amar symphoney v120 ar twrp Dan na plz amar kub dorker ami Google a pai nai port o hoi na plz help me
    1. Tushar Alam Author Post Creator says:
      রিয়াদ ভাই এর টিউটোরিয়াল ফলো করে পোর্ট করুন, ইনশাল্লাহ কাজ হবে, আর সবচেয়ে ভালো হয় আপনার ফোনের মডেল অনুযায়ী ফেসবুক গ্রুপ এ জয়েন হোন। ওখানে পাবেন ইনশাল্লাহ

Leave a Reply