আরেকবার কাষ্টম রম নিয়ে হাজির হলাম Symphony Xplorer H60 এর জন্য।
কেননা এই ট্রিকবিডিতে এখন ইউনিক+আধুনিক পোষ্ট ছাড়া কোনো Author এর দাম নাই।(??????)
বক্করবক্কর না কইরা বলেফেলি কেম্বে কি করবেন। So, একটু নিচে যান।↓↓↓
আসলে আপনি বুঝেই গেছেন আমি আপনাদের জন্য একটি কাষ্টম রম নিয়ে হাজির হইছি।
হ্যা, এটা কাষ্টম রম।
তবে,,
※ এতে কিন্তু একটা bug আছে ।
※ বাগটি হলো supersu,magisk flashable zip ইনষ্টল করলে Root ও হবেনা এমনকি ফোন অন ও হবেনা।।
※ ✋দাড়ান ভাউ?
সমস্যা যখন আছে, সমাধান তো একটা আছে নাকি?????
✪ যদি ভুল করে ফ্লাশ মেরেই ফেলেন।। তাইলে Custom Rom টা আবার Flash দিয়া দেন।৷
অর্থাৎ, এই রমটাই আবার TWRP দিয়া ইনষ্টল মারেন৷ হ্যা, Cache,Dalvik, Factory Reset এইসব কিছুতে হাত না দিয়াই কাজটা কইড়ালান। দেখিবেন সব আগের মত্ত ঠিকঠাক।।
উত্তরঃ ভাউ?, রুট করা যাবে।তবে ? আবার কিংরুট KingRoot দিয়া রুট করতে হবে।।
স্ক্রিনশট কই কাষ্টম রম এর?
উত্তরঃ আসলে ভাই। টিউটোরিয়ালটি লিখেছিলাম যখন আমার ট্রিকবিডিতে ট্রেইনার আইডি ছিলোনা তখন। কিন্তু তখনকার অনেক স্ক্রিনশট ট্রিকবিডিতে নেই। তবে হ্যা, YouTube এ ভিডিও ছেড়েছিলাম ২ টা এই বিষয়ে।। আমি তা নিচে দিচ্ছি।।
Rom Reveiew :
Download :
◑ Mega : Go To Download
◑ Google Drive : uploading…..
installation:
◑ প্রথমে রমটি ডাউনলোড করেন।
◑ TWRP রিকোভারিতে যান।
◑ এবার Advance ওইপে এ ক্লিক করে wipe,System,Data,Cache,Dalvik ART cache অগুলায় টিক চিহ্ন দিয়ে
Install এ গিয়ে ডাউনলোডকৃত .zip ফাইলটি install কইড়ালান।
কামশেষ।
তবে বইল্লা রাখি ভাই।
ট্রিকবিডির Rules অনুযায়ী এক্কেবারে নিচে আমি আমার একটা সাইটের লিংক দিচ্ছি।
My Blog
MyProfile
My FB Profile
উনার সাথে কন্টাক্ট করেন। আমার গুরুমসাই ?
but sp device.er custom rom port korte paro??