লেখাপড়া বেশিক্ষণ মনে রাখতে
পারেন না? কোন পড়া সহজে মুখস্থ
হতে চায় না, কিংবা কঠিন কিছু
বারবার চেষ্টা করেও শিখতে
পারেন না? যতই চেষ্টা করুন না
কেন, পরীক্ষার হলে গিয়ে সব
ভুলে যান? আপনার সমস্ত সমস্যার
সমাধান পেতে পারেন এই
ফিচারে। জেনে নিন খুব সহজে
কোন কিছু শিখে ফেলার দারুণ
কার্যকরী ও বৈজ্ঞানিক ৫টি
কৌশল। কেবল লেখাপড়া নয়, অন্য
যে কোন কিছু শিখতেও কাজে
আসবে।

১) চোখ দেখবে, কান শুনবে,
মস্তিষ্ক বুঝবেঃ
কঠিন পড়াগুলো জোরে জোরে
উচ্চারণ করে পড়ুন। তবে কেবল
জোরে উচ্চারণ করলেই হবে না,
শুনতে হবে খুব মন দিয়ে। একই সাথে
বিষয়টা বোঝার চেষ্টাও করতে

হবে। যে অংশ্তি বুঝতে পারবেন
না, সেটি একাধিক বার করে পড়ুন।

২) লিখে লিখে পড়া অভ্যাস করুনঃ
যেটা পড়বেন, সেটা না দেখে
লেখার চেষ্টা করুন। লিখে
মিলিয়ে নিন যে ঠিক হলো
কিনা। ঠিক না হলে আবার লিখুন।
কএকবার লিখলেই রপ্ত হয়ে যাবে।

৩) আছে বিশেষ সময়ঃ
কঠিন কিছু শিখতে হলে
নিজেকে জোর করে পড়ার
টেবিলে বসাবেন না। শুধুমাত্র
তখনই চেষ্টা করুন। যখন আপনি খুব
আগ্রহ বোধ করছেন শেখার। নাহলে
রাতের বেলায় পড়তে বসুন। যেন
পড়া শেষ করেই ঘুমিয়ে পড়তে
পারেন। এতে পড়া সহজে মনে
থাকবে।

৪) মস্তিষ্ককে সময় দিনঃ
একটা কিছু ঝানার পর মস্তিষ্কের
সময় প্রয়োজন সেই তথ্যগুলো গুছিয়ে
সংরক্ষন করতে। মূলত আপনার ঘুমের
সময়ে মস্তিষ্ক এই কাজটি করে।
তাই চেষ্টা করুন খুব কঠিন কিছু পড়া
শেষ করার মত ১০ মিনিট ঘুমিয়ে
নিতে। এই সময়ে মস্তিষ্ক সব ডাটা

সুন্দরভাবে গুছিয়ে নেবে। যদি
সেটা সম্ভব না হয়, তাহজলে
রাতে ঘুমাতে যাবার আগে সমস্ত
পড়া অবশ্যই একবার রিভিশন করে
তবেই ঘুমাতে যাবেন।

৫) কিছু বিশেষ পদ্ধতি
ছোট্ট কিছু কৌশল অবলম্বন করুনঃ
নিজের সাথে। যেমন ধরুন, পড়াটি
না শেখা পর্যন্ত টেবিল ছেড়ে
উঠবেন না। কিংবা এটা শেখা
হলে এক কাপ চা খাবেন। এমন ছোট
ছোট পুরস্কারের ব্যবস্থা করুন
নিজের জন্য। একটা কঠিন পড়া শেষ
করে মিনিট পাঁচেক গল্প করে
নিলেও মন ফ্রেশ হয়।

একই সাথে Tunebd24.Com এ প্রকাশিত

6 thoughts on "কঠিন পড়া মনে রাখার ৫ টি দারূন কৌশল।"

  1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    Thanks @ZI Shahin
  2. ANIK 24 Author says:
    Supper post 🙂
  3. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    Welcome @ANIK 24
  4. shadhin002 Contributor says:
    actually right

Leave a Reply