“ক” সেট প্রশ্ন
১.তথ্য প্রযুক্তি কী ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো
২.আউটসোর্সিং কী? সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে, বর্ণনা দাও
৩.টপোলজি কী ? যেকোনো তিন প্রকার টপোলজির চিত্রসহ বর্ণনা দাও
৪.ক্লাউড কম্পিউটিং কী? এর প্রভাবে কী কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?
৫.হ্যাকার কী ? হ্যাকাররা কম্পিউটারের কী ধরনের ক্ষতি করে?
৬.স্প্রেডশিট কী? স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে যোগ ও গুণ করার নিয়ম লেখো
৭.জিপিএস কী ? এর কাজ বর্ণনা করো
৮.ই-বুক কী ? এটি থেকে কী ধরনের সুবিধা পাওয়া যায়,
বর্ণনা করো
খ সেট প্রশ্ন
১. দৈনন্দিন জৗবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার লেখ?
২. ম্যালওয়্যার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও?
৩. দুর্নীতি নিরসনে তথ্য প্রযুক্তি গুরুত্ব আলোচনা কর?
৪. চিকি ত সা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি গুরুত্ব আলোচনা কর?
৫. সরকারী কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তি এর ব্যবহার ব্যাখ্যা কর?
৬. ব্যবসায়িক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ব্যবহার ব্যাখ্যা কর ?
৭. নেটওয়ার্ক কি কি কাজে ব্যবহার করা হয়?
৮. হাব ও সুইচ পার্থক্য গুলো ব্যাখ্যা কর?
বহুনির্বাচনি প্রশ্ন-২৫
১.তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে —
ক. গতি কমছে
খ. কাজের গতি বাড়ছে
গ. গতি বাড়ছে
ঘ. কাজের গতি কমছে
২.ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?
ক. এটিএমের মাধ্যমে
খ. এটি মেশিনের মাধ্যমে
গ. টিএএম মেশিনের মাধ্যমে
ঘ. কম্পিউটারের মাধ্যমে
৩.বর্তমানে নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?
ক. ওয়েবসাইট
খ. চাকরি
গ. ই-মেইল
ঘ. পদবি
৪.পণ্যের ছবি পাঠাতে ব্যবহার করা হয়—
i. ফ্যাক্স
ii. মাউস
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫.যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৬.Drop box হলো—
7.স্টার টপোলজি—
i. হাবের সঙ্গে যুক্ত থাকে
ii. একটি কম্পিউটার নষ্ট
হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮.নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করলে—
ক. দ্রুত গতিতে কাজ করে
খ. গতি কমে যায়
গ. সার্ভার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি
ঘ. গতি আস্তে আস্তে বাড়ে
# নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
[quote]অর্ণব তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর সঙ্গে যুক্ত করল । তার বন্ধুরা তাদের ঘরে বসেই, তাদের কম্পিউটারে নেই—এমন অনেক তথ্য অর্ণবের কম্পিউটার থেকে ব্যবহার করলতাদের কম্পিউটার
যুক্ত করতে কিছু তারের প্রয়োজন হয়েছিল[/quote]
৯.কম্পিউটারগুলো এভাবে যুক্ত করার পদ্ধতিকে কী বলা হয়?
ক. নেটওয়ার্কিং
খ. এফটিপি
গ. প্রটোকল
ঘ. রাউটার
১০.অর্ণবের কম্পিউটার কী হিসেবে ব্যবহূত হয়েছে?
ক. সার্ভার
খ. হাব
গ. রাউটার
ঘ. অ্যাডাপ্টার
১১.মানুষ ও যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে বলা হয়—
ক. Capter
খ. Chapter
গ. Captain
ঘ. Captcha
১২.সিস্টেম সফটওয়্যার কী ? ক. এমএস ওয়ার্ড
খ. উইন্ডোজ
গ. এমএস এক্সেল
ঘ. এমএস এক্সেস
১৩.মেলিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে বলে—
ক. ম্যালেলিয়ার
খ. ম্যাক্রো
গ. মাইক্রো
ঘ. ম্যালওয়্যার
১৪.ছদ্মবেশী সফটওয়্যার হলো—
ক. ট্রোজান হর্স
খ. ডেটাবেইস
গ. ফটোশপ
ঘ. নরটন
১৫.চেরনোবিল ভাইরাসের অপর নাম কী?
ক. ওয়ার্ম
খ. জেরুজালেম
গ. রাশিয়া
ঘ. সি.আই.এইচ
১৬.প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
ক. মাইক্রোসফট এক্সেল
খ. ভিসিক্যালক
গ. ওপেন অফিস ক্যালক
ঘ. কেস্প্রেড
১৭.স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে করা যায় —
ক. দ্রুত ও নির্ভুলভাবে হিসাব-নিকাশ
খ. ডেটাবেইসের কাজ
গ. ওয়ার্ডের কাজ
ঘ. অপারেটিং সিস্টেমের কাজ
১৮.নতুন ওয়ার্কশিট খুলতে কি-বোর্ডের কোন বোতাম চাপতে হয়?
ক. Shift A
খ. Alt N
গ. Tab N
ঘ. Ctrl N
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও
[quote]কোনো একটি বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলের হিসাব শিক্ষকেরা কাগজ, কলম আর ক্যালকুলেটরের সাহায্যে করে থাকেন; যাতে কাজটি অনেক সময়ই নির্ভুলভাবে করা যায় না । এ বছর একটি নতুন পদ্ধতির ব্যবহার তাঁদের কাজটি সহজ করে দিয়েছে ।[/quote]
১৯.শিক্ষকেরা নতুন কোন পদ্ধতির সন্ধান পেয়েছেন?
ক. মাইক্রোসফট ওয়ার্ড
খ. লেখালেখির প্রোগ্রাম
গ. আউটলুক
ঘ. স্প্রেডশিট প্রোগ্রাম
২০.উক্ত পদ্ধতিতে আর যে যে কাজ করা যায়—
i. ব্যবসার হিসাব-নিকাশ রাখা যায়
ii. গ্রাফ তৈরি করা যায়
iii. ডেটাবেইস তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন [ঢাকা বোর্ড] বহুনির্বাচনীর উত্তরমালা >>>
JSC.MixTune24.Com
You must be logged in to post a comment.
fajlami koren, প্রশ্ন মিলে নাই
ভূয়া প্রশন দেন আমি আপনার মতো বোকা না|
Duur polapine fatu post dauyyhyyyy