P.S.C বাংলা সাজেশন→→→→→

১. অনুচ্ছেদ →→→→


* যোগাযোগের একাল সেকাল→→

ক. কম্পিউটার থেকে শেখা ৫ টি কাজের নাম
লেখ ।

খ. যোগাযোগের ক্ষেত্রে টেলিভিশনের ৫ টি
গুরুত্ব ব্যাখ্যা কর ।

* মৃত শিল্প →→→→

ক. বাংলাদেশের পোড়ামাটির শিল্প.কোথায়
পাওয়া যায়?

খ. মৃত শিল্প আমাদের ঐতিয্য বুঝিয়ে লিখ ।


২. বিপরীত শব্দ →→→

পরাধীন, পরাজয়, আরম্ভ, যন্ত্রনা, দু:খ, খোলা, ভাল ।

৩. শব্দার্থ→→→

শখ,রুপালি, প্রাচিন, নকশা ।


৪. শুদ্ধ বানান→→

বীরশ্রেষ্ঠ, অন্ধকার, বৃদ্ধা, বৃদ্ধ, সেবিকা ।


৫. এক কথায় প্রকাশ কর →→

ক. মেধা আছে এমন যে জন ।
খ. এক যুগের পর আরেক যুগ ।
গ. সংখ্যায় সবচেয়ে বেশি এমন ।
ঘ. কোন ভাবেই পূরন করা যায় না এমন ।
ঙ. বরন করার যোগ্য


৬. ফরম পুরন কর স্কুলের ভর্তি ফরম পুরন কর ।

৭. দরখাস্ত অসুস্থতার জন্য ৩ দিনের ছুটি
চাহিয়া প্রধান শিক্ষকের নিকট আবেদন পএ
লিখ

৮. কবিতাটির লাইনগুলো সাজাও প্রার্থনা
কবিতার কিছু লাইন দেয়া আছে ।

৯. আমরা করছি প্রার্থনা, এই অংশটুকু কোন
কবিতা থেকে নেওয়া হয়েছে? এবং কবির নাম
কি?

১০. রচনা →→→

(ক)আমাদের এই দেশ
(খ) একজন বীরশ্রেষ্ঠ,
(গ) মৃতশিল্প ।

যদি কারো সকল বোর্ড এর পি.এস.সি {P.S.C}
গনিত, বাংলা, ইসলাম শিক্ষা প্রশ্ন লাগে তা
হলে একবার হলেও ভিজিট করবেন→→


Mixtune24.Com

One thought on "[P.S.C] পি.এস.সি বাংলা সাজেশন ও বাকি প্রশ্ন ।। একবার দেখে গেলেও পারতেন ।। {ALL Board}…Don’t Miss."

  1. gazimusic Contributor says:
    Ssc English suggestion den

Leave a Reply