১২৩৪৫৬৭৮৯ সংখ্যাটা একটু ভালো করে দেখ। হ্যাঁ, ১ থেকে ৯ পর্যন্ত অংক নিয়ে সাজানো হয়েছে এই সংখ্যাটি।
আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে না ১ থেকে ৯ পর্যন্ত একবার অংক বলেছি আবার ১২৩৪৫৬৭৮৯ কে সংখ্যা বলেছি কেন? বলছি কারণ দুটো আসলে আলাদা জিনিস। ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এগুলোকে অংক বলে। আর অংকগুলোকে একসঙ্গে বলে সংখ্যা। যেমন ১১ একটি সংখ্যা। আর আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা অন্যান্য হিসাব নিকাশ করি এগুলো সব মিলিয়েই হচ্ছে গণিত। তাহলে আমরা যে বলি আমি অংক করছি বা কাল আমার অংক পরীক্ষা এসব কথা একদমই ভুল। এখানে অংকের স্থানে শব্দটি হবে ‘গণিত’। যা বলছিলাম, ১২৩৪৫৬৭৮৯ এই সংখ্যাটির কথা। এটি একটি মজার সংখ্যা। কারণ এতে ধারাবাহিকভাবে ৯টি অংক আছে। অথবা ধর, ৯৮৭৬৫৪৩২১। এটি প্রথমটার ঠিক উলটো একটি সংখ্যা।
আবার ১১১১১১১ বা ২২২২২২ এ সংখ্যাগুলোও মজার। একই অংক আসছে বারবার। একে উলটো করে লিখলেও কিন্তু একই সংখ্যা আসবে।
৯ এর নামতা আমরা সবাই জানি নিশ্চয়ই? এর ফলগুলো চট করে বলে দাও তো! ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫, ৫৪, ৬৩, ৭২, ৮১, ৯০। এখন আমরা এই সংখ্যাগুলো নিয়েই খেলা করব। তবে, আমরা শেষের সংখ্যাটি আজ বাদই রাখব।
১ থেকে ৯ এর মাঝের অংকগুলো থেকে ৮ কে একটু বাদ দিয়ে আমরা লিখতে পারি, ১২৩৪৫৬৭৯। এই সংখ্যার সাথে ৯ এর নামতার ফলগুলোকে এক এক করে গুণ করে দেখ দেখি কী আসে!
১২৩৪৫৬৭৯ X ৯ = ১১১১১১১১১
১২৩৪৫৬৭৯ X ১৮ = ২২২২২২২২২
১২৩৪৫৬৭৯ X ২৭ = ৩৩৩৩৩৩৩৩৩
১২৩৪৫৬৭৯ X ৩৬ = ৪৪৪৪৪৪৪৪৪
১২৩৪৫৬৭৯ X ৪৫ = ৫৫৫৫৫৫৫৫৫

১২৩৪৫৬৭৯ X ৫৪ = ৬৬৬৬৬৬৬৬৬
১২৩৪৫৬৭৯ X ৬৩ = ৭৭৭৭৭৭৭৭৭
১২৩৪৫৬৭৯ X ৭২ = ৮৮৮৮৮৮৮৮৮
১২৩৪৫৬৭৯ X ৮১ = ৯৯৯৯৯৯৯৯৯
কী চমৎকার একটা সিরিজের মতো হয়েছে দেখ! সংখ্যাগুলো দেখতেই ভালো লাগছে তাই না?
৮ কে বাদ দিয়েছি তাই বুঝি মন খারাপ হল? চল ৮ নিয়ে আরেকটা খেলা দেখে নেই।
৯ X ৯ + ৭ = ৮৮
৯৮ X ৯ + ৬ = ৮৮৮
৯৮৭ X ৯ + ৫ = ৮৮৮৮
৯৮৭৬ X ৯ + ৪ = ৮৮৮৮৮
৯৮৭৬৫ X ৯ + ৩ = ৮৮৮৮৮৮
৯৮৭৬৫৪ X ৯ + ২ = ৮৮৮৮৮৮৮
৯৮৭৬৫৪৩ X ৯ + ১ = ৮৮৮৮৮৮৮৮
৯৮৭৬৫৪৩২ X ৯ + ০ = ৮৮৮৮৮৮৮৮৮
৯ থেকে ধারাবাহিকভাবে এর আগের অংকগুলো একটা করে বসিয়ে এর সাথে ৯ গুণ, আর তার সাথে ধারাবাহিকভাবে ৭ থেকে ০ পর্যন্ত যোগ। সবগুলোর ফলের দিকে তাকিয়ে দেখ!
গণিত আসলে খুব মজার একটা খেলা। শুধু মজাটা খুঁজে নিতে হয়।
পোস্টটি সবার সাথে শেয়ার করুনঃ
এখানে ক্লিক করে আরো পোস্ট পড়ুন

Leave a Reply