পিরোজপুরের ভান্ডারিয়ার এসএসসি পরীক্ষার্থী রেশমা আক্তার গণিত বিষয়ে অংশ নেয়নি। কিন্তু তারপরও বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে তাকে পাস দেখানো হয়েছে। সিংহখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রেশমা আক্তার।

সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিংহখালী বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেশমা ওই বিদ্যালয় থেকে ব্যবসা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে গত ২৩ ফেব্রুয়ারি গণিত বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিল। গণিত ছাড়া বাকি পরীক্ষাগুলোতে সে অংশ নিয়। বুধবার এসএসসির ফলাফল প্রকাশিত হলে শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তার জিপিএ-৪.০৬ পেয়ে পাস করার বিষয়টি দেখানো হয়েছে।

বিষয়টি জানতে চাইলে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ভুল করে শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে বোর্ডের ওয়েবসাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো হয়েছে।
______________________________^___________^^_________^______

ফেছবুকে আমি
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

5 thoughts on "গণিত পরীক্ষা না দিয়েও এসএসসিতে পাস"

  1. Zakaria Contributor says:
    news ta kothay pelen/?
    1. md faruk ak Contributor says:
      ভাই জাকারিয়া আমার প্রফাইলে ছবি সেট হচ্ছে না কেনো
  2. md faruk ak Contributor says:
    ভাই এই নিউজটা তো কোন সংবাদ পএে প্রকাশ হয়নি।
  3. JIHAD KHAN Author says:
    কিরে ভাই মাইয়ার রোল লেইখা রেজাল্ট বাহির করলাম এ দেখি ৮.০৬ পাইছে ।

    মাইয়ার রোলঃ ৪৪২৬৮৮

  4. CM EKRAM Contributor says:
    ভাই, News টাতো অনেকদিন আগেই Online News paper এ দেখছিলাম।

Leave a Reply