ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে
উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির
পরিপ্রেক্ষিতে আগামীকাল
রোববারের এইচএসসি ও সমমানের
পরীক্ষা পেছানো হয়েছে।
শিক্ষাবোর্ড থেকে জানানো
হয়েছে, আটটি সাধারণ বোর্ডের
রোববারের (২২ মে) এইচএসসি
পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে।
সাধারণ বোর্ডের পরীক্ষাগুলো
সকাল-বিকেল দুই শিফটে অনুষ্ঠিত
হবে। সকালের পরীক্ষা ৯টায় শুরু হবে
এবং বিকেলের পরীক্ষা আড়াইটায়

(আগের রুটিন অনুযায়ীই সকাল ও
বিকেলের শিফট)।
আগামীকালের মাদরাসার পরীক্ষা
২৪ মে দুপুর আড়াইটায় হবে। এ পরীক্ষা
গত ৮ মে জামায়াতের হরতালের
কারণে পিছিয়ে আগামীকাল
রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সেটি আবারো পেছানো হলো।
এদিন মাদারাসা বোর্ডের অধীন
রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়), অর্থনীতি
প্রথম পত্র (অতিরিক্ত বিষয়),
পৌরনীতি প্রথম পত্র (অতিরিক্ত
বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র
(অতিরিক্ত বিষয়), উচ্চতর ইংরেজি
প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথম
পত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
প্রফেসর মো. মাহাবুবুর রহমান
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।

এই পোষ্ট যদি আপনার ভালো লাগে তাহলে একবার গরিবের সাইট থেকে ঘুরে আসুন। FesTalBD.CoM

One thought on "কালকের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে।"

  1. md polash alom Contributor says:
    আমি রাজশাহী বোর্ড,,,,,,,,, রোববার আমার exam ছিল,,,,,,,, এখন কি exam নাই।।।।।।।।।।।।

Leave a Reply