আপনার মাতৃভাষা যেটাই হোক না
কেন আপনিও নিশ্চয় সারাদিনে
অনেকটা সময় ইংরেজিতে কথা বলেন।
আজকের সমাজে চলতে গেলে একটু আধটু
ইংরেজি তো আপনাকে বলতেই হবে।
তবে কি জানেন, কোন তিনটি
ইংরেজি শব্দ সারাবিশ্বে রোজ
সবথেকে বেশিবার বলা হয়? বলতে

পারছেন না? দাঁড়ান, বলেই দিই সেই
উত্তরটা। শুনলে বুঝতেই পারবেন যে,
আপনিও এ শব্দগুলো রোজ বেশ কয়েকবার
উচ্চারণ করেন।
ইংরেজিতে গোটা বিশ্বে সবচেয়ে
বেশি যে তিনটি শব্দ ব্যবহৃত হয় সে
তিনটি হলো- ‘হ্যালো’, ‘ওকে’ আর
‘ট্যাক্সি’। আপনি এ তিনটি শব্দের মধ্যে
কোনটা বেশিবার ব্যবহার করেন?
‘অসাধারণ জ্ঞান’ বইটি থেকে এমন তথ্য
জানা গেছে।

ফেসবুকে ফটো ভেরিফেকশন ঠিক করতে যোগাযোগ করুন→ Facebook.com/Wakil24

2 thoughts on "জানেন কি? কোন তিনটি ইংরেজি শব্দ বিশ্বে সবচেয়ে বেশি বলা হয়?"

  1. Shohidul Islam Contributor says:
    Tor to khub vab
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      কেন?

Leave a Reply