★ সুষম খাদ্যের উপাদান –- ৬ টি।
★ প্রোটিন বেশি থাকে — মসুর ডালে।
★ হাড় ও দাতকে মজবুত করে —
ক্যালসিয়াম

ফসফরাস।
★ চা পাতায় থাকে — ভিটামিন বি
কমপ্লেক্স।
★ ম্যালিক এসিড — টমেটোতে পাওয়া
যায়।
★ ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে
সাহায্য
করে — ভিটামিন কে।
★ Natural Protein এর কোড নাম — Protien –
P
49.
★ কচুশাক বিশেষভাবে মূল্যবান — লৌহ
উপাদানের
জন্য।
★ ভিটামিন সি হলো — অ্যাসকরবিক
এসিড
★ তাপে নষ্ট হয় — ভিটামিন সি।
★ আমিষের পরিমাণ সবচেয়ে বেশি —
শুটকী
মাছে।
★ গলগল্ড রোগ হয় — আয়োডিনের
অভাবে।
★ মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে
বেশি
— আমিষের।
★ আয়োডিন বেশি থাকে — সমুদ্রের
মাছে।
★ কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে
আছে

ক্যালসিয়াম
অক্সালেট।
★ রাতকানা রোগ হয় — ভিটামিন এ এর
অভাবে।
★ মুখে ও জিহবায় ঘা হয় — ভিটামিন বি₂
এর
অভাবে।
★ পানিতে দ্রবণীয় ভিটামিন — ভিটামিন
বি
ও সি
★ শিশুদের রিকেটাস রোগ হয় — ভিটামিন
ডি
এর
অভাবে।

★ মিষ্টি কুমড়া — ভিটামিন জাতীয়
খাদ্য।
★ মিষ্টি আলু — শ্বেতস্বার জাতীয়
খাদ্য।
★ শিমের বিচি — আমিষ জাতীয় খাদ্য।
★ দুধে থাকে — ল্যাকটিক এসিড।
★ আয়োডিনের অভাবে — গলগন্ড রোগ হয়।
★ হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ — করমচা
★ লেবুতে বেশি থেকে — ভিটামিন সি
★ আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের
উৎস —
ভিটামিন সি।
★ সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ
বিদ্যমান —
দুধে।
★ রক্তশূন্যতা দেখা দেয় — আয়রনের
অভাবে।
★ দুধের রং সাদা হয় — প্রোটিনের জন্য।
★ ভিটামিন সি এর রাসায়নিক নাম —
অ্যাসকরবিক এসিড।
★ প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় —
অ্যামাইনো
এসিড।
★ কচুশাকে বেশি থাকে — লৌহ।
★ সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি
জাতীয়
খাদ্যের অনুপাত — ৪:১:১
★ সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি
থাকে

খনিজ পদার্থ ও ভিটামিন।
★ সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া
যায় —
ডাবে।
★ মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে —
ভিটামিন
সি এর
অভাবে।
★ মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন —
আমিষ
জাতীয় খাদ্য।
★ সূর্য কিরণ হতে পাওয়া যায় —
ভিটামিন
ডি।
★ ডিমের সাদা অংশে যে প্রোটিন
থাকে —
অ্যালবুমিন
★ আমিষের কাজ — দেহ কোষ গঠনে
সহয়তা
করা।
★ মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা
হয় —
দুধকে।
★ কোলেস্টরল — এক ধরণের অসম্পৃক্ত
অ্যালকোহল।
★ কোলাজেন — একটি প্রোটিন।
★ হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন — ডি
ভিটামিন
★ ভিটামিন ডি এর অভাবে — রিকেটস
রোগ।
★ অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন —
ক্যালসিয়াম।
★ মলা মাছে থাকে — ভিটামিন ডি।
★ সহজে সর্দি কাশি হয় — ভিটামিন সি
এর
অভাবে।
★ বিষাক্ত নিকোটিন থাকা — তামাকে।
★ ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য
করে

আল্ট্রাভায়োলেট রশ্মি।
★ শরীরে শক্তি যোগাতে দরকার — খাদ্য
★ সামুদ্রিক মাছে পাওয়া যায় —
আয়োডিন।
★ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল

পেয়ারা।
★ ভিটামিন এ সবচেয়ে বেশি — গাজরে।
★ মানুষের প্রোটিনের অভাবে —
কোয়াশিয়কর
রোগে।
★ আয়োডিন পাওয়া যায় — শৈবালে।
★ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক
ব্যক্তির
প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন —
২৫০০
ক্যালরি।
★ গ্লুকোজের স্থূল সংকেত — CH2O
★ ল্যাথারাইজম রোগ — খেসারি ডাল
খেলে।
★ শরীরের হাড় ও দাতের গঠনের কাজে
বেশি
প্রয়োজন — ক্যালসিয়াম।

যেকোনো পরীক্ষার কমন সাজেশান পেতে ক্লিক করুন

2 thoughts on "বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য ভিটামিন ও খাদ্য বিষয়ক ৬১টি গুরুত্বপূর্ণ প্রশ"

  1. [email protected] Contributor says:
    রানা ভাই আমাকে please tuner banan.
  2. Saju Ahmed Contributor says:
    Rana vai apni trickbd theke jokhon theke download link dia taka income bondho korsen apnar visitor hariye jacche…….
    Chutmarani Rana tumi gp..robi offer er ad diye taka income korle dos nai..amora koektaka download link dia income korlei dos.
    Haire Rana Selfish.

Leave a Reply