প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) রুটিন


চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩ লাখ ২০ হাজার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার সমাপনী পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে ২০ নভেম্বর, বাংলা ২১ নভেম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষার ‘প্রাথমিক বিজ্ঞান’ ও ইবতেদায়ি শিক্ষার আরবি বিষয়ের পরীক্ষা হবে ২৩ নভেম্বর। প্রাথমিক শিক্ষার ‘ধর্ম ও নৈতিক শিক্ষা’ এবং ইবতেদায়ি শিক্ষার ‘কোরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্’ বিষয়ের পরীক্ষা হবে ২৪ নভেম্বর। এ ছাড়া প্রাথমিক ও ইবতেদায়ির গণিত পরীক্ষা হবে ২৭ নভেম্বর। সব পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হবে। পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট রাখা হয়েছে।
====>>==>

ফেছবুকে আমি

One thought on "প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) রুটিন ২০১৬ | ২০ নভেম্বর শুরু"

  1. GM Shohagh Hasan Contributor says:
    কেউ লিংক দিয়ে ফেসবুক হেক করা শেখাতে পারবেন?

Leave a Reply