১.দেশী শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটেরজ্বালায় চুলা , কুলা , ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচা য় উঠল।
২.ফারসী শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায়
বেগম বাদশার কাছে নালিশ করলেন।
তাই শুনে বাদশা তাদের কে দরবারে ডেকে দস্তখত নিয়ে জানোয়ার ও
বদমাশ বলে দোযখে পাঠালেন।
৩.গ্রীক শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
গ্রীকের সেমাইয়ের দাম বেশী।
৪.বর্মী শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে।
৫.চীনা শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
চীনার চিনি র চা লিচু র মত লাগে, সাম্পান ।
৬.জাপানী শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
জাপানের রিক্সায় হারিকেন লাগে।
৭.ওলন্দাজ শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
ওলন্দাজরা ইস্কাপন, টেককা, তুরুপ , রুইতন, হরতন দিয়ে তাস খেলে।
৮.ফরাসী (ফ্রান্স) সমূহ মনে রাখার টেকনিক:
গেরেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ ও ওলন্দাজদের
রেস্তোরার কুপন আছে।
৯.পর্তুগীজ শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস ,
পেঁপে ও পেয়ারা আলপিন ও আলকাতরারাখলেন।
কেরানী দিয়ে কামরা পরিস্কার করে জানালা খুলে দিলেন তারপর
পেরেক,ইস্ত্রি, ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমাবানালেন।
১০.তুর্কী শব্দ সমূহ মনে রাখার টেকনিক:
দারোগা বাহাদুর বাসায় আসবেন।তাই দাদা বাড়ির চাকর খাতুন বেগম কে দিয়ে বাবুর্চি কে খবরপাঠালেন। কুলি , লাংগল
মনে রাখার সহজ টেকনিকতৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের
প্রবীন শ্বশুর আজ পাঞ্জাবী পরে হস্তী র পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মন্ডপ ছেড়ে পালাতে লাগল।
অাশা করি পোষ্টটি সকলের ভালো লেগেছে।নিত্য নতুন টেকনিকের টিপস পেতে অামার সাথেই থাকুন।।
আমি নিজের idea থেকে ৪টা পোস্ট
করছি,কিন্তু এপ্রুব হয় না 🙁 ,, প্লিজ একবার
পোস্ট গুলো দেখেনি
আমি নিজের idea থেকে ৪টা পোস্ট
করছি,কিন্তু এপ্রুব হয় না 🙁 ,, প্লিজ একবার
পোস্ট গুলো দেখেন