ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যার বানান মনে রাখা খুবই কঠিন হয়ে থাকে। তাই কঠিন সেই বানানগুলো মনে রাখাতে হলে কিছু কৌশলের আশ্রয় নেয়াই যায়। তাই নিচে খুব সহজ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ সেই ইংরেজি বানানগুলো মনে রাখার কৌশল দেয়া হলো-

1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

ভালো কিছু পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
অামার লেখার মাঝে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন।পদার্থ,রসায়ন সর্ম্পকে কোন ভাইয়ের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।অামি অাপনাদের প্রশ্ন সমূহের স্লোভ দেওয়ার চেষ্টা করব ইনশাঅাল্লাহ

16 thoughts on "ইংরেজির কঠিন বানান সমূহ মনে রাখুন শর্ট টেকনিকে।পোষ্ট টি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ"

  1. Buk a boro jala Contributor Post Creator says:
    নাইচ টু মিট ইউ
    1. Shaon BD Author says:
      ভাই, আপনার ফেসবুক আইডি লিংকটা দেন,প্লিজ..
  2. Shohagh Subscriber says:
    কাজের মতো পোষ্ট।ধন্যবাদ ভাইয়া।
  3. Atikur Rahman Contributor says:
    nice!! post kub balo lagse.r bes hasi o pache ei word gula pore.tnk u
  4. ভাই অাপনাকে ধন্যবাদ।ইংরেজি কটিন বানান সমূহ মনে রাখার জন্য অামার দেওয়া টেকনিক টা খুবই গুরুত্বপূর্ণ
    1. Himel Contributor says:
      আপনি পোষ্ট করলেন,আবার আপনিই ধন্যবাদ বলছেন । ব্যাপারটা কি?
  5. Priyanto Gain Contributor says:
    Mymensing—-আমার মানুষেরা গান করে —-My Men Sing
    1. Priyanto Gain Contributor says:
      ময়মনসিংহ
  6. Aaqil Contributor says:
    copy korle courtesy dite hoy seta janen na. Eshikon.com theke copy mere dilen.
  7. ১ মিনিট ভাই ১ মিনিট।ভাই অাকিল অাপনি বলছেন,অামার পোষ্ট টা কপি করা।অামি কারো পোষ্ট কপি করি না রে ভাই।অামি ট্রিকবিডিতে শিখতে এবং শেখাতে এসেছি।ভাই অাপনি বলছেন পোষ্ট টি কপি করা।ভাই অাপনি যদি দেখাতে& প্রমাণ করতে পারেন অামার পোষ্ট কপি করা,তাহলে অাপনাকে এক লক্ষ টাকা পুরুষ্কার দেব।অার যদি না পান,তাহলে অামাকে কি দেবেন।এন্সার মি
  8. Shishir5159 Contributor says:
    valo post. thanks

Leave a Reply