দেশের নাগরিকদের জাতীয়
পরিচয়পত্রের স্মার্টকার্ড দেওয়া
শুরু করেছে সরকার। ইতোমধ্যেই
অনেকে নিজেদের কার্ড বুঝে
পেয়েছেন।
তবে সবার হাতে এখনো
পৌঁছায়নি স্মার্টকার্ড। কিন্তু
যারা এখনও পাননি তারা
নিজেই জেনে নিতে পারেন
কখন হাতে পাবেন আপনার
কার্ডটি। ১০৫ নম্বরে এসএমএস
পাঠিয়ে বা নির্বাচন কমিশনের
ওয়েবসাইট থেকে জানতে
পারবেন এ তথ্য।
ওয়েবসাইটের https://
services.nidw.gov.bd/voter_center
লিংকে গিয়ে এনআইডি নম্বর ও
জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও
জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড
বিতরণের তারিখ জানা যাবে।
তবে যাদের স্মার্টকার্ড
বিতরণের তারিখ এখনো নির্ধারণ
হয়নি তাদেরকে পরবর্তীতে
আবার অনুসন্ধান করার কথা বলা
হবে।
এসএমএসের মাধ্যমেও বিতরণের
তারিখ ও কেন্দ্রের নাম জানা
যাবে। এসএমএসের মাধ্যমে
জানতে SC লিখে স্পেস দিয়ে ১৭
সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫
নম্বরে পাঠাতে হবে। আর যাদের
এনআইডি ১৩ ডিজিটের তাদের
যোগ করতে হবে।
এখনও যারা এনআইডি পাননি
তারা SC লিখে স্পেস দিয়ে F
লিখে স্পেস দিয়ে নিবন্ধন
স্লিপের ফরম নম্বর লিখে স্পেস
দিয়ে D লিখে স্পেস দিয়ে জন্ম
তারিখ লিখে ১০৫ নম্বরে
পাঠাতে হবে।
ay post ta to age kora hoyece
ভাইয়ারা এসব বাজে লোকদের কেন author করছেন।আমি বুঝতে পারছি না।