সকলকে অনেক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।।।
,
আমরা সবাই বাঙালি,,,আমরা সকলে বাংলাদেশে বাস করি,,
আমরা সকলে জানি বাংলাদেশ ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধিনতা অর্জন করে,,,
কিন্তু একথা কি জানেনে যে প্রথম কোনো দেশ বাংলাদেশ নামক এই দেশকে স্বীকৃতী দেয়,,,,
যদি জানেন তবে ভালো,,, আর একবার মিলিয়ে নিন,,,
আর যদি না জানেন তবে তো আর কথাই নেই,,,,
কি জানি কখন কি কাজে লাগে??
তো চলুন জেনে নিই,,,
সর্বপ্রথম বাংলাদেশ নামক আমাদের এই দেশক স্বীকৃতী দেয় ভারত।।ভারত বাংলাদেশকে স্বীকৃতী দেয় ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর।।
আরব ও মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতী দেয় ইরাক।ইরাক বাংলাদেশক স্বীকৃতী দেয় ১৯৭২ সালের ৮ই জুলাই।।
সমাজতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতী দেয় পূর্ব জার্মানি ও মঙ্গোলীয়।। ১১ ই জানুয়ারি ১৯৭২
উপসাগরীয় দেশ → কুয়েত।। ১৯৭৩ সালের ৪ ঠা নবেম্বর
আফ্রিকান দেশ → সেনেগাল। ১লা ফেব্রুয়ারি ১৯৭২
ইউরোপীয় দেশ → পূর্ব জার্মানি।। ১১ই জানুয়ারি ১৯৭২।
উত্তর আমেরিকার দেশ → বার্বাডোস।। ২০ই জানুয়ানি ১৯৭২।।
দক্ষিণ আমেরিকার দেশ। → ভেনুজুয়েলা,,,২ রা মে ১৯৭২।।
ওশেনিয়ার দেশ → টোঙ্গা।। ২৪শে জানুয়ারি ১৯৭২।।
এশীয় মুশলিম দেশ। → ইন্দোনেশিয়া। ২৫ শে ফেব্রুয়ারি ১৯৭২।।
অ-আরব মুশলিম দেশ,,,,,,, সেনেগাল,,,,,,,,, ১লা ফেব্রুয়ারি ১৯৭২
,,,
,,
তো আর কি বলব।।।
এখানেই শেষ করতে হচ্ছে আমার আজকের টপিক,।
না লাগলে কি আর করা??
FACEBOOK CONTACT
14 thoughts on "জানেন কি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে বা কারা???"