আস্সালামুআলাইকুম ভাইয়েরা।
আসা করি সবার ঈদ ভালো কেটেছে এবং সবাই ভালো আছেন।

আজকে নিয়ে এলাম ইংরেজির কিছু বিস্ময়কর তথ্য।
তো দেরি কিসের চলুন শুরু করা যাক।

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification
.
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
.
3. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
.
4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
.
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
.
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
.
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
.
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
.
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
.
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
.
11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
.
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
.
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।

.
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
.
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
.
16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
.
17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
.
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
.
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
.
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
.
21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
.
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
.
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
.
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
.
25. It is raining.
.
26. Bristi is reading.
.
27. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।
.
28. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
.
29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।
.
30. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed
.
31. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
.
32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous
.
33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
34. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
.
35. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
.
36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
.
37. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein
.
38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
39. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
.
40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
.
41. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
.
42. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।

#কালেক্টেড

25 thoughts on "ইংরেজী নিয়ে ৪২ টি মজার এবং বিস্ময়কর তথ্য (যারা জানেন না তাদের জন্য)"

  1. Avatar photo Ahad Author says:
    Good informations! Thanks! ?
  2. OnLiNe BoY Contributor says:
    koi theke copy korso vai?
    1. Avatar photo MH SHOJAL Author Post Creator says:
      Fb theke…পোস্টের নিচে তো দেওয়াই আছে #কালেক্টেড।
    2. OnLiNe BoY Contributor says:
      ei rokom post copy hoileo onek vlo lage..^^soo keep it up^^
  3. Avatar photo NET Boy Contributor says:
    copy to valoi paro ..but needed post
    1. Avatar photo MH SHOJAL Author Post Creator says:
      ভাই আমার কাছে মনে হইছে পোস্ট উপকার হতে পারে তাই দিলাম। কমেন্ট এর জন্য ধন্যবাদ।
    2. Avatar photo NET Boy Contributor says:
      ¶¶¶
  4. Avatar photo WapmasterArif Contributor says:
    খুব সুন্দর পোস্ট
  5. King Khan Contributor says:
    copy doesn’t matter!
    Thank you vai.
    onk valo lagce..
  6. Avatar photo Mahedi clasher Contributor says:
    Copy korsa tw ki hoisa. Good post
  7. Yeasir Arafat Author says:
    কমেন্ট না করে পারলাম না…
    এরকম আজাইরা ইংলিশ পান কই, ফাউল…
    1. Avatar photo Mahedi Hasan Khoka Contributor says:
      Ajaira kon jinish ta dekhlen eihane apni?
    2. Avatar photo MH SHOJAL Author Post Creator says:
      mehedi vai k donnobad….apner jana thakle deksen ken…title a to dewa ase…
      r akhane ajaira ki ase…oneaker e to opokar hoise…
      ata tader jonnoi…apner jonno na…
      hope u got it…
  8. Avatar photo Mosiurr Contributor says:
    9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel
    একসঙ্গে আছে।
    ata mone hoy vul
    1. Avatar photo Mahedi Hasan Khoka Contributor says:
      What’s wrong? It is definitely correct. QEUEUING. “EUEUI” ekhane 5 ta vowel ase.
    2. Avatar photo Mosiurr Contributor says:
      ‘a’ kothay????
    3. Avatar photo Mahedi Hasan Khoka Contributor says:
      Oi vai, post e bolse 5 ta vowel ase. “EUEUI”. Ehane 5 vowel ase. Eta boleni j A to U 5 vowel e ase. Just bolse 5 ta vowel ase. Sohoj jinish bujhen na kno?
    4. Avatar photo Mosiurr Contributor says:
      bujlam but bola uchit silo mot 5ta vowel ache
  9. Avatar photo abir Contributor says:
    txn,,,, bro
  10. Shohag Contributor says:
    Vai darun upokar hoyce.bisesoto english teacher ra stident der sate fun korbe egula niya.thanks.pore khub valo lagko
  11. Avatar photo Røøtêd ßøy Contributor says:
    পুরাই অসাম ব্রো!!! আই লাইক ইট
  12. Avatar photo Ks Shuvo Contributor says:
    vallagse.. tnx bro :-*

Leave a Reply