Be a Trainer! Share your knowledge.
Home » Tech News » যা যা থাকছে Android 16 Developer Preview 3 তে

যা যা থাকছে Android 16 Developer Preview 3 তে

আসসালামু আলাইকুম

নতুন ডেভেলপার প্রিভিউ ৩-এর মাধ্যমে Android 16 এখন আরও উন্নত ও স্থিতিশীল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই সংস্করণে ডেভেলপাররা চূড়ান্ত এপিআই এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নতুন বৈশিষ্ট্যসমূহ পরীক্ষা ও মূল্যায়ন করতে পারবেন।

১. প্ল্যাটফর্ম স্ট্যাবিলিটি

Android 16 এর এই সংস্করণে প্ল্যাটফর্ম স্ট্যাবিলিটি অর্জিত হয়েছে। এর ফলে, ডেভেলপাররা তাদের অ্যাপগুলির সামঞ্জস্যতা নিশ্চিত করে ফাইনাল রিলিজের পূর্বেই প্রয়োজনীয় আপডেট করতে পারবেন।

২. সম্প্রচার অডিও সাপোর্ট (Auracast)

Pixel 9 ডিভাইসসহ নির্দিষ্ট ডিভাইসে Android 16 এ এখন Auracast প্রযুক্তির মাধ্যমে ব্রডকাস্ট অডিও সাপোর্ট যুক্ত হয়েছে। এই বৈশিষ্ট্যটি বিশেষ করে এমন ব্যবহারকারীদের জন্য উপযোগী, যাদের কাছে Bluetooth LE Audio-সমর্থিত হিয়ারিং এইড থাকে।

৩. আউটলাইন টেক্সট ফিচার

দৃষ্টিশক্তি কমে যাওয়া ব্যবহারকারীদের জন্য “আউটলাইন টেক্সট” নামক নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে টেক্সটের চারপাশে একটি কনট্রাস্ট এলাকা তৈরি করা হয়, যা পাঠযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়।

৪. লোকাল নেটওয়ার্ক প্রটেকশন (LNP)

নিরাপত্তা ও গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে Android 16 এ লোকাল নেটওয়ার্ক প্রটেকশন যুক্ত হয়েছে। এই ফিচারটি opt-in মোডে, যেখানে ডেভেলপাররা নির্দিষ্ট ADB কমান্ডের মাধ্যমে তা সক্রিয় করে পরীক্ষা করতে পারবেন।

৫. স্ক্রিন-অফ ফিঙ্গারপ্রিন্ট আনলক

Android 16 Developer Preview 3-এ স্ক্রিন বন্ধ থাকা অবস্থাতেও ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ মাধ্যমে ডিভাইস আনলক করার সুবিধা যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের দ্রুত ও আরামদায়ক নিরাপত্তা প্রদান করে।

৬. অন্যান্য উন্নয়ন ও আপডেট

এই সংস্করণে উন্নত ব্যাটারি পারফরম্যান্স, UI টুইক এবং নতুন ডেভেলপার টুলসসহ আরও অনেক ছোটখাটো পরিবর্তন ও বাগ ফিক্স অন্তর্ভুক্ত রয়েছে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

2 days ago (Mar 25, 2025)

About Author (65)

Avatar photo Ashraful
author

"জানলে জানাতে এবং না জানলে জানতে চাই"

Trickbd Official Telegram

2 responses to “যা যা থাকছে Android 16 Developer Preview 3 তে”

  1. Md Kayum Contributor says:

    Is It Post ,,,,,?

Leave a Reply

Switch To Desktop Version