ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম|
পরীক্ষার M.C.Q তে প্রতিটি প্রশ্নের জন্য ১ মিনিট করে বরাদ্দ থাকলেও,গণিতে অংকের ক্ষেত্রে অনেকের তা সমাধান করতে লেগে যায় কঙ্খিত সময়ের থেকে কয়েকগুণ বেশি|যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেরই পক্ষে সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না|যার ফলশ্রুতিতে পরীক্ষায় পাশ করলেও ভালো ফলাফল অর্জন করা আমাদের জন্য অধরাই রয়ে যায়|
তাই আমরা ১টি ট্রিক দিয়ে কয়েক সেকেন্ডে মান নির্ণয়ের অংকগুলোর সমাধান শিখব|
উদারণ:
১) a+b=4,a-b=6,হলে ab=?
২) x+y=3,x-y=4,হলে (x^2-y^2)=?
যেভাবে সমাধান করতে হবে:
(১ম)
১ম এ মানগুলো যোগ করে ২ দ্বারা ভাগ করলে a এর মান বের হবে|যেমন: a+b=4,a-b=6
তাই..
4+6
=10
=5
=a
আবার মানগুলোকে বিয়োগগুলোকে করে ২ দিয়ে ভাগ করলে b এর মান বের হবে|
4-6
=-2
=-2/2
=-1
=b
এবার মানগুলো জায়গা মতো বসাই|
ab
=5*-1
=-5 (ans.)
(২য়)
একই নিয়মে করলে ২য়টির
a,bএর মান দাঁড়ায় যথাক্রমে 3.5,-0.5
(x^2-y^2)
=(3.5)^2-(-0.5)^2
=12.25-0.25
=12(ans.)
বি.দ্র: এইভাবে যোগ ও বিয়োগের মান দেয়া অংকগুলো করা যাবে|
tomar shob post good
aponar post ar jonno
many many tnxxx
Amar JSC te insallah kaje lagbe ei trick ta.
osthir post
Awesome.