দিন

যেহেতু আছে, রাত ও তেমন আছে। ভাল ছাত্র যেমন আছে, কাচা ছাত্র ও আছে।
তাই কাচা ছাত্র দের জন্য নিয়ে এলাম এক নতুন চমক।
দেখি এবার পাস ঠেকায় কে?
আজ আমি একটা ফরমুলা দেব। যার মাধ্যমে খব সহজেই গ্রাফ-চার্ট লিখতে পারবেন।
প্রথমে আপনারা একটু কস্ট করে বই থেকে গ্রাফ-চার্ট এর নিয়ম টা দেখে শিখে নিবেন। আজ আমি আপনাদের রিটেন অংশ টা দিব।
The graph showss the information about (এখানে আপনার গ্রাফ-চার্ট এর বিষয় টা লিখবেন) in (এখানে কত সালে হয়ে ছিল) (আবার বিষয় টা লিখবেন) was/ware ( কত ছিল).
এর পর থেকে in থেকে শুরু করে শেষ পযন্ত লিখবেন।
যে কয়টা দেয়া আছে সে কয়টাই লিখবেন।

Analying the graph.it can be said that (বিষয় টা লিখবেন) is/are increasing(যদি বাড়ে)/decreasing(যদি কমে) day bay day.
এছাড়া পিক টি ডাওনলোড করে পড়তে পারেন।


যারা একটু ভাল ছাত্র তারা একটু বাড়িয়ে লিখতে পারেন।

পোস্ট টি কপি মুক্ত। না বুজলে কমেন্ট করতে বুলবেন না।

Leave a Reply